Wednesday 21 November 2018

সন্ন্যাসীর সেবাই ধর্মলাভের পথ


সন্ন্যাসীর সেবাই ধর্মলাভের পথ
----------------------------------------

সন্ন্যাসীর অতিরিক্ত কৃচ্ছসাধন ধর্মসঙ্গত আচরণ নয় | সন্ন্যাসীর শরীরের যত্ন প্রয়োজন | তাঁর বহুমূল্য ভাগবতী তনু লোককল্যাণার্থে ব্যয়িত হওয়ার জন্য | তাই সন্ন্যাসীর শরীরের যত্নের ব্যবস্থা করা ভক্তমণ্ডলীর একান্ত কর্তব্য | সাধুসেবায় অশেষ পুণ্য | গৃহস্থের পরম সৌভাগ্যলাভ যদি সাধুসেবার সুযোগ এসে পড়ে | সেবা আন্তরিক হওয়া চাই | সাধুকে সেবা না করে গৃহ হতে বিদায় দিলে গৃহস্থের অকল্যাণ হয় | আবার যথাযথ সেবা করলে পরম কল্যাণ হয় | সন্ন্যাসীর সাহচর্যে সত্তগুণের স্ফূরণ হয় | তাই সর্বদা সাধুসঙ্গ আবশ্যক আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য | সন্ন্যাসী জগদগুরু, ঈশ্বরের প্রতিভূ | তাঁর দর্শনে ঈশ্বরদর্শনের ক্ষীণ আভাস পাওয়া যায় | সাধু স্মরণে মননে ঈশ্বরের সান্ন্যিধ্যে অনুক্ষণ থাকেন | তাই তাঁর শরীর পবিত্র হয়ে যায় | তাঁর চরণস্পর্শে ভগবৎকৃপা লাভ হয়, তাঁর আশীর্বাদে কর্মক্ষয় হয়ে জ্ঞানভক্তি লাভ হয় | আসুন, সাধুসঙ্গ করি, তাঁদের সেবা করে জীবন কৃতার্থ করি | হরি ওঁ তৎ সৎ |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment