Saturday, 31 December 2022

জয় সনাতন সংস্কৃতি !

 



জয় সনাতন সংস্কৃতি !

----------------------


যত সব ধর্মনাশা,

যত সব কর্মনাশা,

যত সব মিথ্যা আশা, কপট ভাষা,

বাক্যবাগীশ মৌনীবাবার দল !


কত লম্বা লম্বা হিন্দুত্ববাদবিরোধী কথা শুনি বেঙ্গল বুদ্ধিজীবি ব্রিগেডের মুখে | কিন্তু হিন্দুদের বিরুদ্ধে বিধর্মীর তাণ্ডব চলে যখন দেশে, বিশেষত বাংলায়, তখন এঁরা মৌনাবলম্বন করেন | এইসব মৌনীবাবার দল আবার শব্দব্রহ্মের প্রকাশে উচ্চরব হন স্বধর্মনাশকল্পে সুযোগ পেলেই | এঁদের ধর্মে ধন্দ, দর্শনে দ্বন্দ্ব, মনেতে মন্দ, স্বীয়সংস্কৃতিতে সন্দ [সন্দেহ] | এঁরাই ঠিক করবেন ভারতভবিষ্যৎ ? কখনই না | ভারতমাতার অগণিত সুসন্তানও আছেন | তাঁরা এ কাজে নিরন্তর ব্রতী | তাঁরাই নির্ধারণ করবেন সনাতন সংস্কৃতির অগ্রগতির পথ | হিন্দুত্ববাদিরাই হিন্দুর স্বার্থরক্ষা, স্বদেশ, স্বধর্ম ও সনাতন সংস্কৃতির সংরক্ষণ ও সম্প্রসারণকর্মে মাতৃনির্বাচিত চিহ্নিত সেবকসেবিকা |


জয় শ্রীরাম !

জয় শ্রীকৃষ্ণ !

জয় যতিরাজ স্বয়ংশিব স্বামী বিবেকানন্দ !

বন্দে মাতরম ! 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment