সনাতন ধর্ম ... ২
সনাতন ধর্ম ... ২
দিনে পাঁচবার যদি বিধর্মীনিধনের মন্ত্রোচ্চারণ করেন ও তাদের ওপর বিজয়লাভের সঙ্কল্প করেন তাহলে তার অদূর ও সুদূর পরিণাম কি হতে পারে তা কি বলার অপেক্ষা রাখে? ভারতের বিগত সহস্রাধিক বছরের ইতিহাস তার সাক্ষ্য বহন করছে দেশবিভাজন যার অন্তিম পরিণাম বলে পরিগণিত হয়ে থাকে । কিন্তু এহ বাহ্য । যতদিন না হিন্দু ধর্মের সম্পূর্ণ বিনাশ সংঘটিত হচ্ছে ততদিন এই বিধর্মীবিনাশের পবিত্র কর্ম চলতেই থাকবে, এমনই 'সর্বশেষ' শাস্ত্রবিধান । সনাতন ধর্মের ও তাঁর অনুগামীদের ছলেবলেকৌশলে যতদিন না পরাস্ত, উৎপাটিত ও নিশ্চিহ্ন করা সম্ভবপর হচ্ছে ততদিন এই নিধনযজ্ঞ চলতেই থাকবে, এমনই শাস্ত্রাজ্ঞা । অতএব, অজ্ঞ রইলে চলবে কেন? বিপদকালে বিপরীত বুদ্ধির উদয় হলে নিধন নিশ্চিত । সজাগ হ'ন । অরির অশুভ অভিপ্রায় সম্বন্ধে জ্ঞানার্জন করুন । তবে বাঁচবেন । তবে জাতি রক্ষা পাবে, সনাতন সংস্কৃতি সুরক্ষিত রবে ।
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment