Wednesday 28 December 2022

কাজটা বড় কথা 


কাজটা বড় কথা 

_______________


কাজটা বড় কথা | কি পেলাম তার থেকে, সেটা বড় কথা নয় | স্বদেশসেবা হলেই হল | তাতেই আত্মবিবর্তন নিহীত, অধ্যাত্মমুক্তির পথ প্রশস্ত |


নির্লোভ হওয়া কর্মানুষ্ঠানের চারিত্রিক ভিত্তিভূমি, সকল শুভকর্মের মূল উপাদান | এরই অভাবে জগতে মনুষ্যকৃত দারিদ্রসৃষ্টি, সকল শোষণকল্পের সমাহার | শ্রুতি তাই বলেছেন, "মা গৃধ |" ["লোভ কোরোনা |"] কিন্তু মানুষ তৃতীয় রিপুর দাস | অধার্মিক ধনবান অর্থের প্রভু নয়, অনর্থের হোতা, অর্থের দাস |


গীতায় শ্রীভগবান যে কর্মযোগের কথা বলেছেন তার অনুষ্ঠান মূলে সহজাত হলেও, বাস্তবে সহজ নয় | তাই অনুশীলনের প্রয়োজন, চারিত্রিক সংহতিহেতু আধ্যাত্মিক তপশ্চর্যা আবশ্যক | নচেৎ, বাণিজ্য বস্তবিস্তারের ব্যভিচার, নিকৃষ্টতার নামান্তর | এটি অভিপ্রেত কর্ম নয় | চিত্ত অশুদ্ধ হয় এমন কর্মে, বদ্ধতা বৃদ্ধি পায় | তাই, সেবামূলক কর্মই যোগে উন্নীত হতে পারে, চিত্তশুদ্ধির উপায় হয় | মানবমুক্তির সার্বিক পথ বলে তাই নিষ্কাম কর্মকে শ্রীভগবান নির্ণীত করেছেন | 


অতএব, আবার বলি -- 'কাজটা বড় কথা | কি পেলাম তার থেকে, সেটা বড় কথা নয় | স্বদেশসেবা হলেই হল |'


রচয়িতা : সুগত বসু (Sugata Bose) 


আলোকচিত্র : কেতকী মহারাজ (স্বামী প্রভানন্দ)

No comments:

Post a Comment