Monday, 26 December 2022

বীর বাল দিবস



বীর বাল দিবস

----------------


শিখদের ইতিহাস দেখলে আমাদের রামকৃষ্ণভক্তি নিছক কাপুরুষতা ও ভণ্ডামী লাগে | তাই স্বামীজী বরাহনগর মঠে গুরুভাইদের ইতিহাসের নানা কাহিনী শোনাতেন ও আজীবন ভক্ত-অনুগামীদের ইতিহাসসচেতন হতে আহ্বান করতেন |


আজ ২৬ ডিসেম্বর | মহাপবিত্র দিন, বেদনার দিন | আজ থেকে ৩১৮ বছর আগে এই দিনে শেষ শিখ গুরু, গুরু গোবিন্দ সিংএর কনিষ্ঠতম দুই পুত্রকে মুঘল বাদশাহ্ অওরঙ্গজেবের রাজ্যপাল ওয়াজীর খাঁ চারিদিকে দেওয়াল তুলে জীবন্ত হত্যা করেন | জোরাওয়ার সিং [৯ বছর] ও ফতেহ্ সিং [৭ বছর] -- এই দুই বীর বালককে ইসলাম গ্রহণ করে জীবনরক্ষার সুযোগ দেন ওয়াজীর খাঁ | বালকদ্বয় তা অস্বীকার করায় তাদের এই শাস্তি সাব্যস্ত হয় | এইভাবে গুরু গোবিন্দ সিংএর চার পুত্রই স্বদেশ ও স্বধর্মরক্ষার পুণ্যকর্মে আত্মাহূতি দেন | অজিত সিং, জুঝার সিং, জোরাওয়ার সিং, ফতেহ্ সিং -- দশম শিখ গুরুর এই চার পুত্র ভারতের সনাতন ঐতিহ্যকে রক্ষার করার কর্মে আত্মোৎসর্গ করেন | নানদেদে তাঁদের মহান পিতৃদেব গুরু গোবিন্দ সিংজীও মুঘল আততায়ীর হাতে আক্রান্ত হন ও তাকে হত্যা করার পর নিজদেহের ক্ষতহেতু মৃত্যুবরণ করেন |


এই হল শিখদের ভক্তির স্বল্প ইতিহাস যা ভারতকে রক্ষা করেছে বিধর্মীর অশুভ স্পর্শ হতে | আমরা নেচে গেয়ে মেয়েলি ভক্তি দিয়ে কি তাঁদের অর্ঘ্য দেব নাকি তাঁদেরই মত পৌরুষরঞ্জিত হব? 


আজ ২৬ ডিসেম্বর | বীর বালকদ্বয় জোরাওয়ার সিং ও ফতেহ্ সিংএর মহামৃত্যুর স্মরণে পালিত 'বীর বাল দিবস' |


রচয়িতা সুগত বসু (Sugata Bose)


তৈলচিত্র : ঊর্দ্ধে পঞ্চমবর্ষীয় ফতেহ্ সিং ও নিম্নে সপ্তমবর্ষীয় জোরাওয়ার সিং |

No comments:

Post a Comment