Monday 26 December 2022

হে চিত্রদেব ! হে বিচিত্রদেব !

হে চিত্রদেব ! হে বিচিত্রদেব !

__________________________


যাই লিখি না কেন, ছবিরই জয় ! মানুষ বড় হয়েও বড় হয়না কিছুতেই | ওই শিশুভাব -- ছবির প্রতি আকর্ষণ, দর্শনচিন্তার প্রতি নয় -- রয়েই গেছে | বৌদ্ধরা বুঝেছিল ঠিক হিন্দুর গণমানসিক গঠন | তাই তারা দেশে ছড়িয়ে দিয়েছিল মূর্তিপূজা বিচিত্র বর্ণে যা হিন্দুরা গ্রহণ করে নিল তাদের নিজের করে | সে চিত্রচরিত্র আজ এত ব্যাপক যে লঘুচিত্ত মানুষ ছবিতেই আবদ্ধ, ভাবেতে তার অনুপ্রবেশ নেই | তাই তার জীবনে উন্নত কৃষ্টির আবির্ভাবও নেই |


কিন্তু এহেন আচরণ বৌদ্ধিক অপরিণতির লক্ষণ, জাতির ভাবোন্নতির পরিচায়ক নয় | তাই আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের আকাঙ্ক্ষা আছে, কিয়ৎ আস্ফালনও আছে কিন্তু যথার্থ আবির্ভাব নেই | জনতা যদি শিক্ষিত হয়েও বালসুলভ রয়েই যায়, তবে সভ্যতার উন্নয়নের আশা অলীক কল্পনামাত্র, বাস্তবতাবিহীন অন্তঃসারশূণ্য বুদ্বুদসম | 


এর প্রতিকার প্রয়োজন | সবকিছুই সরকার করে দেবেন না | আপনাদেরও কিছু করতে হবে | মাথাটা খাটান | বুদ্ধিকে পরিপুষ্ট করুন | শ্রদ্ধাশীল হ'ন | স্বকীয়তার বিকাশ ঘটান | উদ্ভাবনী শক্তির প্রকাশে জাতীয় জীবনে উৎকর্ষ আনুন | যত পড়বেন তত ভাবের খোরাক পাবেন | শুধু ছবি দেখলে চোখের তৃপ্তি হবে, বুদ্ধির বিকাশ ঘটবে না | তাই এবার থেকে পড়ুন, ভাবুন, লিখুন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment