Monday, 26 December 2022

চারমূর্তি



[কবিগুরুর প্রতি ক্ষমা চেয়ে | রসপরিবেশনায় অমার্জিতের প্রতিও মার্জনা প্রার্থনা |]


চারমূর্তি

-----------


এক সূত্রে বাঁধিয়াছি চারিটি জীবন,

এক পানে সঁপিয়াছি নিশার স্বপন ---

ধন দে মদিরায়, প্রাণ দে মদিরায় ||


এক সূত্রে বাঁধিয়াছি চারিটি জীবন |


আসুক সহস্র গাধা, আত্মীয় আলয়,

আমরা টলিব ঢলিব মদিরাময় ---

ধন দে মদিরায়, প্রাণ দে মদিরায় ||


এক সূত্রে বাঁধিয়াছি চারিটি জীবন |


আমরা গড়াইব না নেশার চোটে,

দুলব দোঁহে মত্তমোহে ফোয়ারা ছোটে |

টুটুক শোভনভাব, নেশা যেন রয়,

আমরা চতুর্মূরতি, সামান্য তো নয় ---

ধন দে মদিরায়, প্রাণ দে মদিরায় |


এক সূত্রে বাঁধিয়াছি চারিটি জীবন,

এক পানে সঁপিয়াছি নিশার স্বপন ---

ধন দে মদিরায়, প্রাণ দে মদিরায় ||


এক সূত্রে বাঁধিয়াছি চারিটি জীবন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment