Thursday, 22 December 2022

কেটেছেঁটে স্বামীজী -- এই না হলে সত্যবচন?


কেটেছেঁটে স্বামীজী -- এই না হলে সত্যবচন?

----------------------------------------------


স্বামীজীকে সুবিধামত আংশিক উদ্ধৃত করে, তাঁর চিন্তাভাবনা, বাণী ও রচনাকে যথেচ্ছ ব্যবচ্ছেদ করে তাঁর জীবনদর্শন ও ইতিহাসপর্যবেক্ষণকে ভ্রান্তরূপ দেবেন না | উদ্ধৃত করতে হয় তাঁকে, তো সম্পূর্ণ উদ্ধৃত করুন | এই মহান ইতিহাস-সচেতন দেবমানবের কথা কিয়ৎ প্রকাশ করে, কিয়ৎ অপ্রকাশিত রেখে কোন বিষয়ে, সত্যের অপলাপ করবেন না | এটা হিন্দুর প্রতি অবিচার, স্বামীজীর প্রতি তো বটেই | স্বামীজী ভারতে মুসলমান আক্রমণ, অত্যাচার ও শাসন সম্বন্ধে কি কি বলেছেন, তা যদি প্রকাশ করেন তো পূর্ণরূপে করুন |


'চালাকির দ্বারা মহৎ কাজ হয় না |' এ কথা স্বামীজী স্বয়ং বলেছেন | তাই স্বামীজীকে কেন্দ্র করে মিথ্যাচার করবেন না | তাতে সুফল এযাবৎ হয়নি, কুফল বিস্তর হয়েছে | তাই ওপথে যাবেন না | সত্যকে সম্পূর্ণ প্রকাশ করুন | তবেই যুগধর্ম স্থাপিত হবে | এ মিথ্যাশ্রয়ী কাপুরুষের কাজ নয়, সত্যাশ্রয়ী বীরের কাজ | কিন্তু, হায়, সে বীর বড়ই বিরল !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment