সন্ন্যাসী দেশনায়ক
সন্ন্যাসী দেশনায়ক
https://youtu.be/LSSa45ZW-gU
কী অসাধারণ ধারণক্ষমতা ভিক্টর ব্যানার্জীর দর্শকের মনোনিবেশের ! এই সামান্য আবেদনেও যে শিল্পের সাক্ষর তিনি রাখলেন, তার থেকেই অনুমান করা যেতে পারে কী অসামান্য অভিনয় করেছেন তিনি দেশনায়কের ভূমিকায় |
Aristocratic and elevated, ennobling and uplifting, his depiction has stamped reality onto reel in a manner that will be evident only on viewing the film. One comes away with a feeling of self-involvement as if one was a witness to what had chanced decades ago in obscure locations of Uttar Pradesh.
এমন অপূর্ব অভিনয় যে আসল নকল এক হয়ে গিয়ে ভেদাভেদ করা যাচ্ছে না |
The narrative is so interwoven with fact and cinematic scripting that a sense of reality pervades the entire film inducing in the audience conviction about the truth of the tale told. Amlan Kusum Ghosh deserves due approbation for this for his has been the screenplay and the direction of the film in such delightful terms. The research work backing the film has also been his, stretching a decade and a half. This tireless traveller has made countless trips to the sites and locations where Netaji in monastic reincarnation had once lived a most mysterious life behind the curtains. Such visits have naturally lent the director deep insight into the happenings of the times round his subject [Netaji-Bhagavanji] as could be elicited by him from local inhabitants and Bhagavanji's associates both in Uttar Pradesh and in Kolkata. This has lent the film firm foundation in truth which in turn has breathed an air of authenticity into the film.
এহেন ছবি না দেখতে পেলে লোকসান দেশের মানুষের | তেমন যেন না হয়, সেই প্রচেষ্টায় সকলের উদ্যোগী হওয়া উচিত | যেখানে যেখানে আজও চলছে ছবিটি, সেখানে হল ভরিয়ে দেখে আসুন ও গণমাধ্যমে সোচ্চার হ'ন এই ছবিটি দেখাবার যেন বিপুল আয়োজন করা হয় | তাতেই দেশের কল্যাণ |
নমস্কারান্তে,
সুগত বসু (Sugata Bose)
জয় হিন্দ !
No comments:
Post a Comment