Thursday 22 December 2022

চাই ব্রহ্মচর্য ও তপস্যা জাতির উত্থানকল্পে 





চাই ব্রহ্মচর্য ও তপস্যা জাতির উত্থানকল্পে 

-------------------------------------------


শক্তিবৃদ্ধির জন্য ব্রহ্মচর্য আর তপস্যার প্রয়োজন | নইলে দেশগঠন হবে না | শুধু বাণিজ্যে দেশের কল্যাণ সাধিত হয় না | জাতির মেরুদণ্ড ঋজু করতে চাই বহু মানুষের আত্মবলিদান, স্বীয়স্বার্থত্যাগ ও স্বদেশসেবায় নিজ নিজ ক্ষেত্রে সম্পূর্ণ আত্মনিয়োগ | চাই ব্রহ্মতেজ ও ক্ষাত্রবীর্যের যৌথ অভিযান | তবে এ দেশ জাগবে |


এ বাণিজ্যিক বিজ্ঞাপনের কাজ নয় | এই মহান যুগধর্ম সংসাধিত হবে নিভৃতে, লোকচক্ষুর অন্তরালে আত্মপ্রকোষ্ঠে, শক্তিলাভ, শক্তিসঞ্চয়ের তপোভূমিতে | স্বামীজী বলতেন, "Accumulate power in silence." ["নিঃশব্দে শক্তি আহরণ করো |"] তাই তরতে হবে | 'নান্যঃপন্থা বিদ্যতে অয়নায় |' ['এছাড়া আর কোন পথ নেই |']


অরিদমনে শক্তি আবশ্যক | তা প্রত্যহ জাগ্রত করতে হবে | তবেই স্বধর্ম বিধর্মির কুচক্র হতে রক্ষা পাবে | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment