Sunday 11 December 2022

সনাতন ধর্ম ... ১


সনাতন ধর্ম ... ১


পৃথিবীতে একমাত্র ভাল কাজ হচ্ছে নিজেকে উন্নত করা | এছাড়া যা কিছু করা যায় সবই অপকর্ম | তাহলে কি কাজ করব না আমরা ? তা কেন ? সাক্ষীস্বরূপ অকর্তাজ্ঞানে সেবারূপী কর্ম অবশ্যই কর্তব্য | তাতে চিত্তশুদ্ধি হয় যা পরিশেষে আত্মদর্শনের সহায়ক হয় |


কর্ম অপরিহার্য | তাই তাকে যোগে পরিণত করতে হবে | বাসনাবিবর্জিত জীবনে লোকহিতার্থে কর্ম বিশেষ ফলদায়ী কারণ অনাসক্ত চিত্তে তার প্রতিক্রিয়ারূপ ফলের বীজ বপন হয় না | ফলে ক্রমে কর্মচক্র হতে নিস্তার মেলে যখন সকল কর্মফলভোগ সম্পূর্ণ হয়ে যায় ও নবসম্পাদিত নিষ্কাম কর্মের কোন ফল প্রসূত হয় না বলে তা ভোগের প্রশ্ন আর ওঠে না | তখন মুক্তি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment