Saturday 17 December 2022

মহেন্দ্রনাথ দত্তের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ... ১



মহেন্দ্রনাথ দত্তের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ... ১


ঠাকুরের সমাধিমগ্ন হওয়া তাঁর কাছে এতই সহজসাধ্য ছিল যে আমরা তা প্রায় একটা স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপার বলেই মেনে নিয়েছি | কিন্তু এ যে কত কঠিন সাধনসাপেক্ষ আধ্যাত্মিক স্তরোন্নতি এবং তাও প্রাপ্তির অতীত অলোকসামান্য মহাপুরুষ দ্বারাও, তা আমরা ভেবেও দেখি না | ঠিক যেমন সূর্যোদয় যা অভ্যাসবশতঃ অনায়াসগৃহিত আমাদের কাছে কিন্তু বস্তুতঃ অতীব আশ্চর্য বিষয় | এরই নাম মায়া যা অসাধারণকে সাধারণ প্রতীত করে ও সাধারণকে অসাধারণ |


ঠাকুরের শরীরটি জীববিজ্ঞানীর গবেষণার এক অত্যাশ্চর্য বিষয় | স্নায়ুবিজ্ঞানের গবেষণার দিগ্ দিগন্ত খুলে দিতে পারে তাঁর অদ্ভূত ঐহিক আধার যা ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক ও বাহক ছিল অর্ধশতবৎসর | মহেন্দ্রনাথ দত্ত প্রণীত 'শ্রীশ্রীরামকৃষ্ণের অনুধ্যান' গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে যা না পড়লে ঠাকুরের দেহতত্ত্বের এই দিকটি অজ্ঞাত রয়ে যাবে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment