Friday 23 December 2022

সনাতন ধর্ম ... ৩


সনাতন ধর্ম ... ৩


যে জাতির মধ্যে সাধু থেকে মূর্খ পর্যন্ত ইসলাম সম্বন্ধে অজ্ঞতা বিদ্যমান ও সেই অজ্ঞতাকে ভিত্তি করে সর্বধর্ম সমন্বনয়ের ব্যর্থ প্রচেষ্টা, বিধর্মীর হাতে সে জাতির নিধনযজ্ঞ যে সহস্রাধিক বর্ষ ধরে সংঘটিত হবে ও তা চলতেই থাকবে তাতে আর আশ্চর্য হবার কি আছে? আর, যে সব ধর্মীয় প্রতিষ্ঠান জেনেশুনে মিথ্যাচার করছেন কপট ধর্মমিলনের প্রয়াসে যা কখনই সম্ভব নয়, তাদের সততা নিয়েও প্রশ্ন ওঠে মনে |


সনাতন ধর্মের উদারতা ইসলাম ও খ্রীষ্টধর্মকে আপন বাহুপাশে বাঁধার চেষ্টা করতে পারে বইকি কিন্তু ইসলাম ও খ্রীষ্টধর্ম সে আলিঙ্গনে সম্প্রীতি প্রদর্শন না করে ছুরিকাঘাতই করে এসেছে এযাবৎ | তাদের অতীতের ইতিহাস শুধু রাজনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়, তাদের শাস্ত্রসম্মতও বটে | অতএব, তাদের ভবিষ্যৎ আচরণও যে অনুরূপই হবে তা আর বলার অপেক্ষা রাখে না | এমত অবস্থায় সাধু মহারাজ, আপনি কি চালিয়েই যাবেন স্বল্পসত্যভাষণ সম্প্রীতি রক্ষার বৃথা অভিলাশে নাকি আপনার পূর্বসূরী স্বামীজীর দ্যর্থহীন ভাষায় সত্যজ্ঞাপনের পদাঙ্ক অনুসরণ করবেন? ভেবে জানাবেন | মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী | আপনাদের দায়িত্ব বই লিখে ও বক্তৃতার মাধ্যমে জনগণকে সত্যের সাথে পরিচিত করানো, মিথ্যাচার করা নয় | তা যদি না পারেন তো ও প্রসঙ্গ তুলবেনই না | শুধু সনাতন ধর্মের কথা বিশুদ্ধভাবে বলে যান | কিন্তু যেকালে সত্যে স্থিত নন যা কিনা তথাকথিত অসহিষ্ণু ধর্মান্ধ মানুষও রন, সেকালে বেদবেদান্ত প্রচার অচিরেই ব্যর্থ হবে | শোচনীয় পরিস্থিতি | বিবেকানন্দে প্রত্যাবর্তন প্রয়োজন এই মুহূর্তে | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : যদুনাথ সরকার যিনি সত্য ও মিথ্যা আপনাদের মত মিশিয়ে বলেননি |

No comments:

Post a Comment