Monday, 19 December 2022

সনাতন ধর্ম ... ১




সনাতন ধর্ম ... ১


ভারতবর্ষের অস্তিত্ব সনাতন ধর্মে স্থিত | অচিরেই সমগ্র ভারতবর্ষে, অর্থাৎ, অখণ্ড উপমহাদেশে সনাতন ধর্মের ধ্বজা আক্ষরিক ও আন্তরিক মর্মে উত্তলিত হবে | ঋষির দর্শনজাত এই পুণ্যভূমি স্বমহিমায় স্বধর্মে পুনরায় প্রতিষ্ঠিত হবে | ঠিক যেমন অধঃপতিত বৌদ্ধধর্ম উৎপাটিত হয়ে একদিন সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল শংকরাচার্যকর্তৃক, তেমনিভাবে ভবিষ্যতে আবার সনাতন ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত হবে এই অখণ্ড ভারতভূখণ্ডে বিবেকানন্দ ও তৎপশ্চাৎ ভাবীকালের ধর্মাচার্যগণের দ্বারা | ভারতের এই অভ্যুত্থান ঘটবেই ঘটবে | এতেই ভারতকল্যাণ নিহিত, এতেই বিশ্ববাসী রক্ষা পাবেন জড়বাদ ও মধ্যপ্রাচ্যের কুসংস্কৃত অন্ধ ধর্মপন্থাগুলির নিপীড়ন হতে, এতেই মানবসমাজ দেবসত্তায় উন্নীত হবার অবকাশ পাবে | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment