Thursday 5 November 2020

রঞ্জিত যাঁর চিত্ত, সেই দেশবন্ধু


রঞ্জিত যাঁর চিত্ত, সেই দেশবন্ধু

সমস্ত সম্পত্তি দান করলেন দেশের কাজে | আদর্শ নেতৃত্ব দিলেন স্বাধীনতা সংগ্রামে নিঃস্বার্থপরতার নিদর্শন হয়ে রইল যা | শেষে অমানুষিক পরিশ্রমহেতু শরীর দান করে গেলেন | রেখে গেলেন আদর্শ শিষ্য সুভাষচন্দ্রকে যিনি আনলেন স্বাধীনতা | আইন ব্যবসাকে যিনি উন্নীত করেছিলেন সাধনার স্তরে, সেবাযোগে করেছিলেন রূপান্তরিত, সেই ভারতচিত্ত উদ্ভাসনকারি আত্মবলিদান দিয়ে চলে গেলেন অমৃতলোকে ১৬ জুন, ১৯২৫, মাত্র ৫৪ বছর বয়স যখন, মধ্যগগনে যখন স্থিত | দেশ হারাল তার জ্যোতিঃস্তম্ভ | চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে রয়ে গেলেন দেশবন্ধু |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment