Saturday, 7 March 2020

আসুন, সংস্কৃতিবান হই [Series]

আসুন, সংস্কৃতিবান হই ... ১
------------------------------------

ছেলেমেয়েদের স্বামীজীর বই পড়তে আগ্রহী করুন । নিজে যদি প্রত্যহ পাঠ করেন গভীর অনুরাগসহকারে, তাহলে দেখবেন অচিরেই এ ব্যাপারে ফললাভ করছেন । এতে সভ্যতা ও সংস্কৃতি রক্ষা পাবে, সমাজের সার্বিক কল্যাণ হবে ।

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আসুন, সংস্কৃতিবান হই ... ২
------------------------------------

ঠাকুর ব্রহ্মচর্যের যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথ পরিত্যাগ করলেই সমাজের বিপর্যয় দেখা দেবে | তাই ঠাকুরের আদেশ পালন করাই শ্রেয় । স্বামীজীরও একই আজ্ঞা । এই পবিত্রতা রক্ষাই সভ্যতার উন্নয়নের মূল কারণ ।

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment