সান্ধ্য সম্ভাষণ ... শ্রীযুক্ত কেশব ভট্টাচার্য
'চক্রব্যূহে নেতাজী' গ্রন্থের প্রণেতা শ্রীযুক্ত কেশব ভট্টাচার্য মহাশয়কে আজ আমার সান্ধ্য সম্ভাষণ, "আপনার নিরলস প্রচেষ্টায় আমরা একটি প্রামাণ্য গ্রন্থ পেয়েছি যা নেতাজী রহস্য সমাধানে অনেকটাই এগিয়ে দিল আমাদের । ভাল থাকবেন, সুস্থ থাকবেন, কেশব বাবু ।" ... সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment