Wednesday 18 March 2020

প্রাতঃপ্রণাম । ইলা বসু ।



প্রাতঃপ্রণাম ।

নেতাজীর ভ্রাতস্প্রুত্রী, সেজদাদার কন্যা, ইলা বসু, যিনি নেতাজীর মহানিস্ক্রমণের ঠিক পূর্বে তাঁরই দ্বারা প্রেরিত হয়ে দক্ষিণেশ্বর কালীমন্দির যান মায়ের প্রত্যাদেশ আনার জন্য । নেতাজীর এই আদরের ভাইঝির প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম । তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূমিকা পালন, দেবীর প্রত্যাদেশ আনার মাঝে লুকিয়ে আছে ভারতমুক্তির নায়কের সেদিনের স্বাধীনতার সংকল্পকে সফলকাম ও নিষ্কণ্টক করার আত্মিক অভিপ্রায় যা সকল ভারতীয়কে মাতৃৠণে আবদ্ধ করেছে । কারণ এই সাধিকা ভ্রাতস্প্রুত্রীটি, আধ্যাত্মিকতার দিক দিয়ে বিচার করলে, তাঁর রাঙাকাকাবাবুরই যথার্থ উত্তরসূরী ছিলেন । তাঁর অকালপ্রয়াণ নেতাজীঅনুরাগী সকলের কাছেই গভীর দুঃখের কারণ হয়েছিল ও তাঁর পিতা, শ্রীযুক্ত সুরেশচন্দ্র বসুকে নিদারুণ কষ্ট দিয়েছিল । নেতাজী কি সেদিন বেঁচে ছিলেন এই শোকসংবাদ শোনার জন্য ?

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment