Tuesday, 10 March 2020

'আজি বসন্ত জাগ্রত দ্বারে ।'


'আজি বসন্ত জাগ্রত দ্বারে ।'

পরের পঙ্ক্তিটি তাৎপর্যপূর্ণ ।

'তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে ।'

রবীন্দ্রনাথের গানকে নিয়ে আজকের সাংস্কৃতিক অবনমন এই বিড়ম্বনার পরিচায়ক ।

অবগুন্ঠিত আজ চৈতন্য, কুণ্ঠিত তাই সভ্যতা, জীবন ।

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment