Tuesday, 17 March 2020

প্রাতঃপ্রণাম



প্রাতঃপ্রণাম
----------------

প্রাতঃপ্রণাম !
পৃথিবীর মুক্তিদাতা ঋষিদ্বয় ।
গান্ধী নয়, গান্ধী নয়,
নহে কোনো হীন অবক্ষয় ।
এ যে অখণ্ড অমৃতময়
দিব্য দুই আলোর বলয় ।
দরশে করে কর্মনাশ,
অখণ্ড, অক্ষয় ।

ইন্দ্রিয়ের বিষবৃক্ষ
শিকড় হতে নাশি,
রিপু করি জয়,
হে মহীমময়,
কৃপা করো আজি
যেন রণাঙ্গনে সাজি
নেতাজীর বীর যোদ্ধা
রণে অকুতোভয় ।

জয় ভারতের জয় !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment