গুরু কৃপাহি কেবলম্ ... ২
গুরুর প্রতি শ্রদ্ধা পোষণ আধ্যাত্মিক জীবনে অগ্রগতির মূলধন | গুরুকে ত্যাগ করেন যিনি তাঁকে পঞ্চাশ ঘাটে বিষয়রস পান করে পুনরায় ভগবৎ চরণে ফিরে আসতে হয় | হতভাগ্য তিনি কারণ জীবনে সীমিত সময় ও এত বিক্ষেপ সয় না | তাই, প্রায়শঃই গুরুত্যাগের ফলে ইহজীবনে আর ঈশ্বরলাভ হয় না | অতএব, সিদ্ধান্ত এই যে গুরু অবশ্যবরণীয় জীবনে মরণে ও তাঁর প্রাপ্য সম্মান দেওয়া শিষ্যবর্গের একান্ত কর্তব্য | ঠাকুর তাই বলেছেন : " গুরুর মধ্যে মানুষবুদ্ধি করলে ছাই হবে, গুরুর মধ্যে ঈশ্বরবুদ্ধি করলেই হবে | " গুরুকৃপা শ্রদ্ধাবানের প্রতি হয় ও তারই শক্তিতে শিষ্য এই দুর্গম আধ্যাত্মিক পথপরিক্রমা সম্পন্ন করে পরমার্থলাভে ধন্য হন | আসুন, আমরা সকলে শ্রীগুরুর যোগ্য অনুগামী হই | জয় গুরু !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment