Wednesday 13 June 2018

POESY / SONG (CHHAYA KEDAR) : এমন দিনে বাদল ছায়ে, কে গো তুমি এলে ?

এমন দিনে বাদল ছায়ে, কে গো তুমি এলে ?
আপন গরবে চলিছ একাকী হৃদয়ের পথ চেয়ে ||
এ কোন্ সঘন মধুরবায়ে হরষ গীত হে ?
হৃদয় মাঝারে তুমি বঁধুয়া বরশ প্রীত হে ||

এ মন লাগে না জীবন জোয়ারে তোমা বিনা বঁধু / প্রভু হে |
তোমার মূরতি নেহরিয়া কাটে, মিলিব কী কভু হে ?

এ কোন বিপুল প্রলয়ঘাতে, সব বাধা টুটি আজি প্রভাতে,
হৃদয় জুড়িয়া বিরাজিছ তুমি, নয়নাভিরাম হে |

No comments:

Post a Comment