স্বর ভেদ করলেই স্বাধীনতা | এইটিই সাধনা | স্বরের কেন্দ্রস্থলে তার কোনো এক শ্রুতির মধ্যভাগ স্পর্শ করলেই হবে না, ভেদ করতে হবে | তবেই স্বরসিদ্ধি | এ তো প্রাথমিক সিদ্ধি | সুরস্রোত এখনও ঘিরে রেখেছে শিল্পীকে, যাতায়াত তার অভ্যন্তরে, বাইরে যাওয়ার পথ বন্ধ | এই সুরলহরীকে বাহন করে মুক্তির দ্বার খুঁজে পেতে হবে ও মায়ার রাজ্য অতিক্রম করতে হবে | বড় সহজকথা নয় | কিন্তু সম্ভব |
সুর, তাল,লয় --- এই ত্রিবেনীসঙ্গম হতে ঊর্ধগামী যাত্রা শুরু | সুরমূর্ছনায় আবিষ্ট হয়ে সৌন্দর্যের পরিমন্ডলে আবদ্ধ হয়ে পড়লে চলবে না | সুরের বাঁধন ভেদ করতে হবে | সুর অার এখন জগৎবিলাসের উপায় নয়, সুর এখন জগৎনাশের মহাস্ত্র | কুলকুন্ডলীনির মূলে বারংবার আঘাত হানছে সুর মহামায়ার নিদ্রাভঙ্গের লাগি | প্রতিটি তেহাই গিয়ে যখন সমে পড়ছে, তখন সম্ভাবনার দ্বার খোলার উপক্রম হচ্ছে | মহাবায়ু ঊর্দ্ধগামি হবেন যথাসময়ে, এরই প্রস্তুতি চলছে | সহসা দুয়ার উন্মুক্ত হলো | মহাবায়ু ঊর্দ্ধগামি | সুর স্তব্ধ | সাধক পরিপূর্ণ |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment