সংগীতের সমাধি ... ১
যিনি মহান শিল্পী, তিনি নাম, যশ, অর্থ, প্রতিপত্তি, এ সবের পশ্চাতে ধাবিত হন না | তিনি শুধু আপন শিল্পকর্মে নিবিষ্ট থেকে আত্মসাধনা করে যান | এতেই আসে তাঁর যথার্থ শিল্পসার্থকতা ও জীবনে পরমপ্রাপ্তি | যাঁরা সাধনার এই মূল সুরটি ধরতে পারেন না অথবা নিম্নবৈষয়িক স্বার্থের দ্বারা চালিত হয়ে পার্থিব সুখসম্পদ আহরণে ব্যস্ত হয়ে পরেন, তাঁদের আর শিল্পী হয়ে ওঠা হয় না, তাঁরা সফল শিল্পব্যবসায়ী হওয়ার কৃতিত্ব অর্জন করে থাকেন | এই দ্বিতীয় অংশেরই সদস্যসংখ্যা অতিমাত্রায় অধিক | নিতান্তই সংখ্যালঘু প্রকৃত শিল্পীকুল | আজ এইটেই উত্তরভারতীয় শাস্ত্রীয় সংগীতের সবচেয়ে বড় সঙ্কটস্থল | ব্যবসায়ীককুলের প্রাদুর্ভাবে যথার্থ সংগীত বিপন্ন ও উচ্চমার্গের শিল্পীর বড়ই অভাব আজ | শাস্ত্রীয় সংগীত বালখিল্য শিশুর ব্যবহারের ক্রীড়াপুত্তলিকায় পরিণত হয়েছে ও তার গাম্ভীর্য, মাধুর্য ও অধ্যাত্মভাবটি হয়েছে সর্বতভাবে ক্ষুন্ন | এহেন অবস্থায় মূমুর্ষূ সংগীতের স্বাস্থোদ্ধারকল্পে সুচিকিৎসার আশু প্রয়োজন, নচেৎ, উত্তরভারতীয় শাস্ত্রীয় সংগীতের সমাধি অবশ্যম্ভাবি | আসুন, হয় সংগীতের উদ্ধারকল্পে প্রাণপাত করি নয় তাঁর অন্তেষ্টিক্রিয়ার যথাযথ ব্যবস্থা করি | রাম নাম সত্য হ্যয় !
কয়েকটি উৎকৃষ্ট শ্রোতব্য উপস্থাপনা সন্নিবিষ্ট হলো এইস্থলে ইউটিউবের সৌজন্যে :
https://www.youtube.com/ watch?v=AVuxjNxJVwk(Pandit Pannalal Ghosh)
https://www.youtube.com/ watch?v=5lH9MdykG2c(Pandit Buddhadev Dasgupta) ... Part 1
https://www.youtube.com/ watch?v=MkraCesUeYE(Pandit Buddhadev Dasgupta) ... Part 2
https://www.youtube.com/ watch?v=dbL1srZqkxo(Pandit Buddhadev Dasgupta and Tagore) ... Part 1
https://www.youtube.com/ watch?v=lIsFrf4_Z8g(Pandit Buddhadev Dasgupta and Tagore) ... Part 2
https://www.youtube.com/ watch?v=YsO8E38y2E4(Pandit Buddhadev Dasgupta)
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
যিনি মহান শিল্পী, তিনি নাম, যশ, অর্থ, প্রতিপত্তি, এ সবের পশ্চাতে ধাবিত হন না | তিনি শুধু আপন শিল্পকর্মে নিবিষ্ট থেকে আত্মসাধনা করে যান | এতেই আসে তাঁর যথার্থ শিল্পসার্থকতা ও জীবনে পরমপ্রাপ্তি | যাঁরা সাধনার এই মূল সুরটি ধরতে পারেন না অথবা নিম্নবৈষয়িক স্বার্থের দ্বারা চালিত হয়ে পার্থিব সুখসম্পদ আহরণে ব্যস্ত হয়ে পরেন, তাঁদের আর শিল্পী হয়ে ওঠা হয় না, তাঁরা সফল শিল্পব্যবসায়ী হওয়ার কৃতিত্ব অর্জন করে থাকেন | এই দ্বিতীয় অংশেরই সদস্যসংখ্যা অতিমাত্রায় অধিক | নিতান্তই সংখ্যালঘু প্রকৃত শিল্পীকুল | আজ এইটেই উত্তরভারতীয় শাস্ত্রীয় সংগীতের সবচেয়ে বড় সঙ্কটস্থল | ব্যবসায়ীককুলের প্রাদুর্ভাবে যথার্থ সংগীত বিপন্ন ও উচ্চমার্গের শিল্পীর বড়ই অভাব আজ | শাস্ত্রীয় সংগীত বালখিল্য শিশুর ব্যবহারের ক্রীড়াপুত্তলিকায় পরিণত হয়েছে ও তার গাম্ভীর্য, মাধুর্য ও অধ্যাত্মভাবটি হয়েছে সর্বতভাবে ক্ষুন্ন | এহেন অবস্থায় মূমুর্ষূ সংগীতের স্বাস্থোদ্ধারকল্পে সুচিকিৎসার আশু প্রয়োজন, নচেৎ, উত্তরভারতীয় শাস্ত্রীয় সংগীতের সমাধি অবশ্যম্ভাবি | আসুন, হয় সংগীতের উদ্ধারকল্পে প্রাণপাত করি নয় তাঁর অন্তেষ্টিক্রিয়ার যথাযথ ব্যবস্থা করি | রাম নাম সত্য হ্যয় !
কয়েকটি উৎকৃষ্ট শ্রোতব্য উপস্থাপনা সন্নিবিষ্ট হলো এইস্থলে ইউটিউবের সৌজন্যে :
https://www.youtube.com/
https://www.youtube.com/
https://www.youtube.com/
https://www.youtube.com/
https://www.youtube.com/
https://www.youtube.com/
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment