মধুময় হোক জীবন !
আনুষ্ঠানিক ত্যাগ ভালো লাগে না, প্রাতিষ্ঠানিক ধর্মও ভালো লাগে না | জীবন হবে স্বচ্ছ সলিলের ন্যায়, সহজ, প্রাণবন্ত, স্বতঃস্ফুর্ত, অথচ, প্রগাঢ় গম্ভীর, প্রশান্ত | এই দুই বৈপরিত্যের সংযোগ ও সাধনলব্ধ সংমিশ্রণের ফলশ্রুতি চলার পথের স্বাভাবিক স্বকিয়তা বজায় রাখে ও সৃষ্টিৃশীল মানুৃষের সৃজনপ্রয়াসকে করে সার্থক |
শিল্পীমনের মাধুর্য তখনই অক্ষুন্ন থাকে যখন তার প্রকাশপথ থাকে অবারিত ও প্রেরণার অনুপ্রবেশের দ্বারটি থাকে উন্মুক্ত | স্বাবাভিকতার এই সাধনা প্রকৃতির দাসত্ব নয়, কৃত্রিমতার ওপর প্রভুত্ব, চৈতন্যের পূর্ণাহূতি | মানবমুক্তির সাধনার সোপানমাত্র এই যোগ, সাধনার শেষ কথা নয় | এ এক প্রস্তুতিমাত্র, পরিসমাপ্তির প্রান্তরেখা রচনা নয় | তাই জীবনের জয় হোক ভোগে ও যোগে, শুধু যতি থাক টানা সুন্দরের সাধনায় নিরন্তর |
একদিন ঋষিকন্ঠে ধ্বনিত হয়েছিল মধুমন্ত্র | আজ সেই মধুমন্ত্রেই করি মানুষের আবাহন | সর্বচরাচর মধুময় হোক ! ওঁ মধু ! ওঁ মধু ! ওঁ মধু !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
আনুষ্ঠানিক ত্যাগ ভালো লাগে না, প্রাতিষ্ঠানিক ধর্মও ভালো লাগে না | জীবন হবে স্বচ্ছ সলিলের ন্যায়, সহজ, প্রাণবন্ত, স্বতঃস্ফুর্ত, অথচ, প্রগাঢ় গম্ভীর, প্রশান্ত | এই দুই বৈপরিত্যের সংযোগ ও সাধনলব্ধ সংমিশ্রণের ফলশ্রুতি চলার পথের স্বাভাবিক স্বকিয়তা বজায় রাখে ও সৃষ্টিৃশীল মানুৃষের সৃজনপ্রয়াসকে করে সার্থক |
শিল্পীমনের মাধুর্য তখনই অক্ষুন্ন থাকে যখন তার প্রকাশপথ থাকে অবারিত ও প্রেরণার অনুপ্রবেশের দ্বারটি থাকে উন্মুক্ত | স্বাবাভিকতার এই সাধনা প্রকৃতির দাসত্ব নয়, কৃত্রিমতার ওপর প্রভুত্ব, চৈতন্যের পূর্ণাহূতি | মানবমুক্তির সাধনার সোপানমাত্র এই যোগ, সাধনার শেষ কথা নয় | এ এক প্রস্তুতিমাত্র, পরিসমাপ্তির প্রান্তরেখা রচনা নয় | তাই জীবনের জয় হোক ভোগে ও যোগে, শুধু যতি থাক টানা সুন্দরের সাধনায় নিরন্তর |
একদিন ঋষিকন্ঠে ধ্বনিত হয়েছিল মধুমন্ত্র | আজ সেই মধুমন্ত্রেই করি মানুষের আবাহন | সর্বচরাচর মধুময় হোক ! ওঁ মধু ! ওঁ মধু ! ওঁ মধু !
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment