Monday 25 June 2018

সুরের সাধনা ... ২


সুরের সাধনা ... ২

সাধনার একটি দ্বার বন্ধ হলে আর একটি দ্বার খুলে যায় | এই ব্রহ্মাণ্ডটি যেন একটি বৃহৎ প্রোকষ্ঠ যার বহিরাগমনের অগণিত দ্বার | আবার এই বিরাট ঘরের মধ্যেই অসংখ্য ঘর যা একের পর এক অতিক্রম করে যেতে হবে মোক্ষলাভ করতে হলে | কোথাও পথ প্রশস্ত, কোথাও সঙ্কীর্ণ, পঙ্কিল | এই বিশ্বপ্রহেলিকার কেন্দ্রস্থলে যে সত্যটি শাশ্বত স্থির রয়েছে, তারই আহ্বানে সমস্ত সংসার ধাবিত পরিধি হতে কেন্দ্রে | এরই নাম বিবর্তন, ক্রমবিকাশ, ব্রহ্মাণ্ডের চলন, অমোঘ গতিপথ |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment