Wednesday 13 June 2018

দিন যায় ... UNFINISHED

'দিন যায়'
দিন যায়,
আর ফিরে নাহি আসে,
তবু আশায় আশায় ঘুরি |
রাত আসে,
আসে ভোরের সকাল,
তায় আশার আলো জুড়ি |
দিন যায় |
সেদিনের সেই প্রভাতবেলায়
যে রাগিনী সুর তোলে,
আজি হেমন্তে তারই পরশ লেগেছে
বসন্তে হিয়া দোলে |
দিন যায় |
সুখস্বপনের মল্লিকা গাঁথি
প্রেমমালিকার তরে,
ডালিব তারে পূর্ণিমারাতে 

No comments:

Post a Comment