Tuesday 26 June 2018

বাংলা লেখা ... ২

গান তো গাইব নিজে কিন্তু নিজের ঢাকটা কি নিজেই পেটাব ? এর নামই কি স্বনির্ভরতা ?

বিষয়বাসনায় আবদ্ধ, নইলে মুক্তি তো এখনই হয় |

সরস্বতী আমাদের মা, আমাদের কি বিদ্যার অভাব ? ব্রহ্মজ্ঞান পর্যন্ত অধিগত হতে পারে মায়ের কৃপায় |

অন্নব্যঞ্জন একটি খাদ্য, ব্যবহার অপরটি |

মানুষকে ভালোবাসেন ? তাহলে তো আপনি ভক্ত |

স্বার্থপর ভালোবাসার কি বোঝে ?

ভক্ত হতে চান তো সংস্কৃতিবান হন | স্নায়ু সূক্ষ্ম না হলে ঈশ্বরলাভ সুদূরপরাহত |

পারিবারিক কল্যাণ চান তো নিরহঙ্কার হন |

পৃথিবীতে নিদারুণ কষ্ট, নিবারণ করুন, নিবারণ করুন, নিবারণ করুন |

" মিষ্টি কথায় জগৎ জয় করা যায় | " ... পরমপূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ

যা কিছু দেখছেন, সব ময় দানবের রচনা | সব মায়া, ভুলবেন না |

শোষিতের শোণিতে সিক্ত সভ্যতার সৌধ |

কথামৃত পাঠ নিত্য করলে অবশ্যই ঠাকুরের অনুভূতি পাবেন | কিন্তু পাঠ নিয়মিত করছেন কি ?

মোহ পোষণ করে মনে কি ঈশ্বরলাভ হয় ?

অসত্যের সাথে আপোষ কখনও করবেন না, কিন্তু মিথ্যার বিরুদ্ধে শুধু না লড়ে, সত্যলাভে সচেষ্ট হন |

দুর্ব্যবহার পেলে নীরব থাকবেন আর নিজেকে আধ্যাত্মিতভাবে পরিপুষ্ট করার সংকল্প গ্রহণ করে কার্যে রূপায়িত করবেন |

লক্ষ্মীশ্রীযুক্ত হওয়ার একটি লক্ষণ হলো মৃদুভাষী হওয়া |

যে যত স্বার্থপর, তার ততই দুর্গতি |

বুড়ো মানুষেরা বড় নিঃসঙ্গ | তাঁদের কেউ চায় না | তাঁদের সঙ্গ দিন, সেবা করুন, তবে তো মানুষ |

দুটি বেলুর মঠ --- একটি অন্তর্বেলুর ও একটি বহির্বেলুর |

ধার্মিক তিনি যিনি সংসারকে ধারণ করেন, তিনি নন যিনি সংসারকে দ্বিখন্ডিত করেন | হৃদয়ের প্রসারেই ধর্মলাভ |

ক্ষুদ্রপরিসর জীবনযাপনের মধ্যে আধ্যাত্মিকতা কোথায় ? হৃদয়ের সম্প্রসারণের মধ্যেই তার প্রকাশ |

চেতনার উন্মেষ যেথা, সেই স্হানে পদ্ধতি করেছে কুঠারাঘাত | অবদমিত মন শৃঙ্খলার বেড়াজালে জর্জরিত |

অবাধ্যতার মধ্যে স্বাধীনতা কোথায় ? ও তো নীচ দাসত্বের নামান্তর |

যাঁকে অষ্টপ্রহর কটুভাষণ করেন, তিনি যে আপনারই প্রতিরূপ |

No comments:

Post a Comment