Tuesday, 5 June 2018

POESY ... ' চিরকুমার সুভাষচন্দ্র '

 ' চিরকুমার সুভাষচন্দ্র '

চিরকুমার সুভাষচন্দ্র, চিরপবিত্র অকৃতদার,
চিরঞ্জীবি দেশবরেণ্য, ব্রহ্মবীর্যধৃত উদার |
স্বদেশ যাহারে করিল ত্যাজ্য, স্বজন যাহারে হানিল হায়,
সেই সুমহান সন্তান মোর, জীবিত রহিয়া মৃতের পার ?
নিষ্কলঙ্ক যৌবন যার, প্রৌঢ়ে কী হবে মতিভ্রম ?
স্বাধীনতা ভুলে বিপ্লবমূলে হানিবে সে কী ধৃতকুঠার ?
মাতৃস্তন্যে বর্ধিত ঐ বীরবিপ্লবী চিরকুমার,
মাতৃজ্ঞানে পূজিয়াছে সবে, শক্তিরূপিণী যত আধার |

শূণ্যে লুপ্ত, বারতা গুপ্ত, বিস্তারিল ভুবনভোর,
এমত ক্ষণে রটিল সহসা, সুভাষিনী যথা প্রণয়ডোর |
দুহিতা জুটিল, ছুটিল ফোয়ারা, পিয়াসী প্রেমের প্রণয়ভার,
লঙ্ঘিত হল সকল শাস্ত্র, কালিমালিপ্ত নিজ দুয়ার |
অন্তরালে রণাপরাধি দুখ দুর্দশা সহি অশেষ,
কহিল দৃপ্ত, মিথ্যার জাল, রচিছে সবাই, ভুলি স্বদেশ |
আমার এ গ্লানি স্বজনের দান, দেশপরিবারে নাহিকো ঠাঁই,
অজ্ঞাত তাই মৃতবৎ ঘুরি, স্বাধীনতালাগি ছুটিয়া বেড়াই |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment