Sunday 29 April 2018

যাক, ঘুঁচে যাক সকল ভ্রান্তি ঊষার কিরণস্রোতে



যাক, ঘুঁচে যাক সকল ভ্রান্তি ঊষার কিরণস্রোতে
আমি নেতাজী বংশদ্ভূত তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অধ্যাপক ঐতিহাসিক ডঃ সুগত বোস নই | আমি অতি নগণ্য এক ভারতসন্তান, আর এক সুগত বোস যিনি নেতাজীপ্রেমিক নিঃসন্দেহে কিন্তু যাঁর ধমনীতে ওই বংশের রুধীর প্রবহমান নয় | আপনি যে ভ্রান্তির শিকার হয়েছেন, তা আপনার একক মনঃস্খলন নয়, সারা বিশ্ব এ ভুল করে চলেছেন বিগত বর্ষকয়েক | অতএব, নিজসিদ্ধান্ত পরিবর্তন করলেও করতে পারেন আমার ব্যক্তিসম্বন্ধে, আমার বৃত্তিবিষয়ক, হে বন্ধু আমার!
নমস্কারান্তে,
বিনীত, ক্ষুদ্রাতিক্ষুদ্র তৃণসম মূলরহিত আপনার এই সহদর,
অপর এক সুগত বোস |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment