Sunday, 29 April 2018

যাক, ঘুঁচে যাক সকল ভ্রান্তি ঊষার কিরণস্রোতে



যাক, ঘুঁচে যাক সকল ভ্রান্তি ঊষার কিরণস্রোতে
আমি নেতাজী বংশদ্ভূত তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অধ্যাপক ঐতিহাসিক ডঃ সুগত বোস নই | আমি অতি নগণ্য এক ভারতসন্তান, আর এক সুগত বোস যিনি নেতাজীপ্রেমিক নিঃসন্দেহে কিন্তু যাঁর ধমনীতে ওই বংশের রুধীর প্রবহমান নয় | আপনি যে ভ্রান্তির শিকার হয়েছেন, তা আপনার একক মনঃস্খলন নয়, সারা বিশ্ব এ ভুল করে চলেছেন বিগত বর্ষকয়েক | অতএব, নিজসিদ্ধান্ত পরিবর্তন করলেও করতে পারেন আমার ব্যক্তিসম্বন্ধে, আমার বৃত্তিবিষয়ক, হে বন্ধু আমার!
নমস্কারান্তে,
বিনীত, ক্ষুদ্রাতিক্ষুদ্র তৃণসম মূলরহিত আপনার এই সহদর,
অপর এক সুগত বোস |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment