অহংকার ও লীলাসংঘটন
অহংকার মানুষের চৈতন্যহরণ করে | অথচ, একথা অহমিকার মদিরা পানে সাময়িক কালের জন্য বিলুপ্ত হয় চেতনার পুরভাগ হতে ও প্রমত্ত মানব নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর জ্ঞানে প্রতিনিয়ত ভুল করে যার পরিসমাপ্তি হয় পরাজয় ও মৃত্যুতে | স্বৈরাচারির এই পরিনতিই পরিশেষে পরিলক্ষিত হয় যখন ভুলুন্ঠিত হয় তার মস্তকের মুকুট ও পরিসমাপ্ত হয় তার স্বীয়স্বার্থের সাম্রাজ্যস্থাপন | মায়ের দূর্বোধ্য লীলার আর এক যবনিকা পতন হয় ও ঘটন-অঘটন পটীয়সী মহামায়ার নেপথ্যের সঞ্চালণপ্রস্তুতিপর্ব চলতে থাকে এই বিশ্বনাট্যের আর এক মহাঙ্কের রূপদানের উদ্দ্যশ্যে | অসীম কর্মসমুদ্রে প্রবহমান ঊর্মিমালার এই উত্থানপতন অনাদি অন্তহীন |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
অহংকার মানুষের চৈতন্যহরণ করে | অথচ, একথা অহমিকার মদিরা পানে সাময়িক কালের জন্য বিলুপ্ত হয় চেতনার পুরভাগ হতে ও প্রমত্ত মানব নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর জ্ঞানে প্রতিনিয়ত ভুল করে যার পরিসমাপ্তি হয় পরাজয় ও মৃত্যুতে | স্বৈরাচারির এই পরিনতিই পরিশেষে পরিলক্ষিত হয় যখন ভুলুন্ঠিত হয় তার মস্তকের মুকুট ও পরিসমাপ্ত হয় তার স্বীয়স্বার্থের সাম্রাজ্যস্থাপন | মায়ের দূর্বোধ্য লীলার আর এক যবনিকা পতন হয় ও ঘটন-অঘটন পটীয়সী মহামায়ার নেপথ্যের সঞ্চালণপ্রস্তুতিপর্ব চলতে থাকে এই বিশ্বনাট্যের আর এক মহাঙ্কের রূপদানের উদ্দ্যশ্যে | অসীম কর্মসমুদ্রে প্রবহমান ঊর্মিমালার এই উত্থানপতন অনাদি অন্তহীন |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment