Tuesday 13 February 2018

মায়ের জপাৎসিদ্ধিযোগ

জপ করতে করতে মন তন্ময় হবে | দিনে ১৫০০০ জপ করা চাই | এভাবে জপতে থাকলে কিছুকাল পর অজপা জপ শুরু হয়ে যাবে ভেতর থেকে | তখন নিরন্তর জপ হতে থাকবে | ফলে জপের সংখা বেড়ে যাবে অনেক, যদিও সংখা বাড়ানো বড় কথা নয় | চাই ইষ্টে অনুরাগ | হৃদয় মথিত করে যে নাম করা যায় তার তুলনায় সংখার পরিমাপ অতি তুচছ বস্তু | তাই ওদিকে অধিক দৃষ্টি দেওয়ার দরকার নেই, নামে অনুরাগ থাকলেই হল | তবুও শুরুর দিকে নিয়মপালনহেতু রোজ ১৫০০০ জপ করা একান্ত আবশ্শক | নিষ্ঠাসহকারে সংখা রাথলে মন সংযত হয় ও ইষ্টে তন্ময়তা আসে| ধীরে ধীরে মন শান্ত হবে ও শান্তি নেমে আসবে সমস্ত সত্তায় | এই হল শ্রীমা সারদা দেবীর জপাৎসিদ্ধিযোগ |
রচয়িতা ঃ সুগত বোস

P.S. : Sugata Bose This has been my first attempt at writing using the Bengali script from my cell phone. Being unused to writing thus, I have been unable to figure out how to write the correct spelling of certain words. Hence, the regrettable and unintended errors of spelling that have crept in. Hope to get past this inadequacy in future posts. Your forbearance is solicited.

No comments:

Post a Comment