Tuesday, 20 February 2018

' সত্যকথাই কলির তপস্যা '


সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ যদি আমাদের সত্যভাষণে অনুপ্রাণিত করতে অসমর্থ হন, তো দুর্ভাগ্য আমাদের, তাঁর নয় | তিনি তাঁর স্বীয় মহিমায় অধিষ্ঠিত থাকবেন স্বরূপে, আমরাই অসত্যের মায়াজালে আবদ্ধ হয়ে জর্জরিত জীবন যাপন করব ও অশেষ দুঃখ ভোগ করব | ঠাকুর বলতেন, "সত্য কথাই কলির তপস্যা | ... যে সত্যটি ধরে রয়েছে, সে ঈশ্বরের কোলে শুয়ে রয়েছে |" আসুন, আমরা ঠাকুরের সত্যমন্ত্রে দীক্ষিত হই ও আজ থেকে একটিও মিথ্যা কথা না বলি | আমাদের সঙ্কল্প সত্য হোক, আমাদের বচন সত্য হোক, আমাদের জীবন সত্যে স্হিত হোক ! জয় রামকৃষ্ণ !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose​)

No comments:

Post a Comment