' গুরুতে ইষ্টবুদ্ধি হলেই হবে, নইলে ছাই হবে '
অন্তরের বক্র ভাব যতক্ষণ না যাবে, যতক্ষণ না মন সরল হবে, ততক্ষণ নিজেরই ফাঁদে পড়ে নিজেকে সংসারের কুহকে ঘুরপাক খেতে হবে | গুরুকে অসম্মান করার মত গুরুতর অপরাধ আর নেই | জগতের যাবতীয় কাজের জন্য যাঁরা গুরুর সঙ্গ ত্যাগ করেন ও ব্যস্তবাগীশের ন্যায় হাবভাব করেন, তাঁদের কস্মিনকালেও ভগবান লাভ হয় না কারণ ত্যাগমূর্তি গুরু স্বয়ং ঈশ্বর যাঁকে ত্যাগ করা আর ঈশ্বরকে ত্যাগ করা সমার্থক | তাই গুরুর অবমাননা করলে আধ্যাত্মিক বিপর্যয় ঘটে | গুরু যদিও ক্ষমার প্রতিমূর্তি, তবুও প্রকৃতির অমোঘ নিয়মে গুরুকে অসম্মান করার ফল পেতে হয় | এ হলো কর্মের অপ্রতিরোধ্য অনিবার্য ফললাভ | এর প্রতীকার এক শ্রীগুরুর প্রতি পুনঃ ভক্তিশীল হওয়ার মধ্যেই নিহিত |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment