Friday, 16 February 2018

'যার জন্য মর ভেবে, সেকি তোমার সঙ্গে যাবে?'

'যার জন্য মর ভেবে, সেকি তোমার সঙ্গে যাবে?'
কিছুই তো থাকবে না, তবে কেন এত আসক্তি? যাদের আজ আপন বলে বোধ হচ্ছে, তাঁরা কেউই শেষের সেই ভীষণ দিনে তোমার সাথে পরপারে যাবেন না, 'যখন সবাই কবে কথা, তুমি রবে নিরুত্তর |' মৃত্যুর সেই মুহূর্তে বোধ হবে 'तात मात भ्रात बन्घु अपनो ना कोई ' কিন্তু তখন যে বড় দেরী হয়ে গেছে | আর তো সময় নেই | কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বেই মৃত্যুর অতল গহ্বরে তলিয়ে যাবে অজ্ঞান অচেতন অবস্হায় যদি না আজ মৃত্যুকে জয় করার যুদ্ধে নামো | বারংবার এই কথাটি স্মরণ রাখতে হবে যে 'আমি একা এসেছি, একা আছি ও পরিশেষে একাই যেতে হবে, কেউ সঙ্গে যাবে না |' নিরন্তর এইরূপ মননের দ্বারা প্রাথমিক বিমর্ষতার পর মনে আসবে অমিতবিক্রম | তখন স্বামিজীর সেই বিখ্যাত উক্তি ' তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ ' হৃদয়ে জাগ্রতমন্ত্রের ন্যায় প্রতিভাসিত হবে এবং সকল আসক্তিজনিত দুর্বলতা সমূলে উৎপাটিত হয়ে বিনষ্ট হবে চিরতরে | তখনই বোধ হবে : 'এ সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি |'
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

'He who you dwell on now, will such a one accompany you when your hour of reckoning comes?'

Nothing will remain forever, so, why this attachment? Those who you reckon as your own now, none of them will accompany you to the other side on that terrible day of reckoning 'when all will speak save you who will muted remain.' At that moment of death will the realisation dawn that 'father, mother, brother, friend, none of these are my own' but it will be too late an hour of understanding. No more time is there. Before arriving at a confirmed conclusion you will sink into the abyss of death, unconscious, unless you declare war on death today. Repeatedly remember : 'I have come into this world alone, am living alone and shall die alone, none will accompany me.' Ceaseless reflection on this theme will after initial despondency fill the heart with limitless strength. Then the immortal utterance of Swamiji, 'Life and death are but of little consequence', like vibrant mantra in the heart, will be flashing and all weakness fraught with attachment will be uprooted en masse and destroyed in the seed forever. Then alone will this perception be : 'This world is a humorous home. I eat, drink and in frolic roam.'

Written by : Sugata Bose

No comments:

Post a Comment