Wednesday 14 February 2018

গুরু কৃপাহি কেবলম্ ... ১

জপের দ্বারা চিত্ত শুদ্ধ হয় | বাসনার প্রলেপে চিত্ত মলিন হয়ে থাকে ও অন্তর্নিহিত শক্তি থাকে সুপ্ত | সেই নিদ্রিত সত্তাকে জাগ্রত করতে হয় জপের দ্বারা ও সেই হেতু ইষ্টমন্ত্রের আবশ্যকতা | তাই দীক্ষা আধ্যাত্মিক পথে অপরিহার্য | দীক্ষা যে শুধু শরীর মনকে শুদ্ধ করে তা নয়, দীক্ষাকালে শ্রীগুরু শিষ্যের পূর্বকৃত পাপক্ষালন করেন ও স্বীয় পুন্যফল শিষ্যের মর্মকেন্দ্রে প্রদানপূর্বক তাকে অধ্যাত্মপথে উন্নীত করেন | এই সংস্কারের আদানপ্রদান শ্রীগুরুর অকৃত্রিম কৃপার প্রথম নিদর্শন | তিনি তাঁর সাধনলব্ধ ধন অকাতরে বিলিয়ে দেন শিষ্যের কল্যানার্থে | এর নাম মানবপ্রেম এবং এই অবস্থায় উপনীত হন কতিপয় মানুষ যাঁরা ঈশ্বরপ্রেরিত, ঈশ্বরপ্রণোদিত কিংবা স্বয়ং ঈশ্বরাবতার | এছাড়া আছেন অগণিত অপরিণত অর্বাচীন যাঁরা আপন অহমিকায় প্রমত্ত হয়ে নিজের অধ্যাত্ম অন্ধকার অপরের মধ্যে সংক্রমণ করেন | আজ এদের কথা থাক | আজ শুধু সদ্গুরুর অহেতুক কৃপালাভের আনন্দবার্তায় অবগাহন করি আসুন | জয় গুরু |
রচয়িতা ঃ সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment