Wednesday 31 March 2021

নন্দী-ভৃঙ্গী সংবাদ

নন্দী-ভৃঙ্গী সংবাদ

-------------------------

ভৃঙ্গী : ভাই নন্দী,

তোর ওখানে আজ কি রে ?


নন্দী : ফুটবল ম্যাচ |

এক পায়ে শট,

গোলকীপার ফট্ |


ভৃঙ্গী : বলিস কি রে ?

এ যে বাইচুঙের ছেলে,

বাংলার পেলে |

ভাই, এমনও কি মেলে ?


নন্দী : ছেলে নয়, ছেলে নয়,

কিন্তু বসে করে ড্রিবল্ |

হাই ভোল্টেজ খেলা ভায়া,

রেড কার্ডে স্ক্রিবল্ |

ভায়া, গেরাম এখন খেলার মাঠ,

তিন বামুনের খেলা |

শট মেরে করে বোল্ড আউট,

বাকি, গালাগালির মেলা |


ভৃঙ্গী : এপক্ষে তো পেলে |

হ্যাঁরে, উল্টোদিকে কে ?


নন্দী : ঘরের ছেলে অধিকারী,

গেরাম আছে ছেয়ে |

বাকি সব বহিরাগত,

কহেন বাংলার মেয়ে |


ভৃঙ্গী : এ বহিরাগত কি বটে ?


নন্দী : হিন্দীতে কথা কয়,

ভারত করেছে জয়,

বাংলার মেয়ে যাকে

মনেপ্রাণে পায় ভয় |


ভৃঙ্গী : তোর কি হবে, ভাই ?


নন্দী : কালচক্রে আবর্তন,

যথার্থ পরিবর্তন |

পরাণ যাবে মোর,

রক্তিম অম্বর,

ওই ফুটছে দেখো ভোর |

শিল্প হবে শেষে,

চোদ্দ বছর এসে,

মাঠে যাবে মিশে

মোর প্রাচীন পরিচয় |

জয়, পরিবর্তনের জয় !

জয়, মানুষের জয় !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

Monday 29 March 2021

THE NATIONAL NEED ... 27


THE NATIONAL NEED ... 27

The British are a hypocritical race. Do not ever believe in their 'sense of fair play and justice'. It is all a sham. They have destroyed us as a nation and it is time we grow into a self-respecting nation devoid of any connection with Britain with a view to gain on the economic front as in our alliance with them by our remaining a member of the British Commonwealth of Nations. We should forthwith sever all such affiliation and declare to ourselves and the world our true sovereign status. Should we fail to do so, it will be proof of our continued colonised status in some sense of the term and we can surely then not claim to be truly independent. Tall talk by our leaders on international fora on Buddha and Ashoka and Gandhi will not impress any more but an affirmative stance with respect to our sovereignty will do a great deal more towards winning national and international respect. Let every citizen of India work towards this end of attaining self-respect by contributing to national good. Let every Indian manifest that high strength of character whereby the Government will be forced to alter stance and uphold national respect like China does on the internationals scene. May we through our individual excellence make India strong and a force to reckon with in the world !

Written by Sugata Bose [ Sugata Bose ]

THE LONG ARM OF KARMA


THE LONG ARM OF KARMA

The British crooks came to India to loot her and build their homeland. Britain has the blood of her colonies, especially India, on her hands, and this bloodstain like Lady Macbeth's will never be washed off so easily despite the most pretentious of efforts. Britain will have to repay for every coin she has plundered off the coffers of her colonies. The long arm of history and the inviolable law of karma will render unto the races she ravaged the justice they have thus far been denied.
Written by

THE SHAMELESS COLONIAL HANGOVER


THE SHAMELESS COLONIAL HANGOVER

Our Prime Minister must study the history of the deceitful British ascendancy in India before setting foot on Britain again and offering his cordial hand of friendship to that dastardly country which had reduced us to penury and eventually effected the dismemberment of our motherland. Should the PM fail to do so, it will be proof of his unpatriotic stance for sure.

The PM must exhibit greater self-respect while making his trips to Britain and in this regard must take the cue from the Chinese Premier Xi Jinping. When Narendra Modi visited England the first time, he literally sold his self-respect in apologetically stating that he hailed from the most humble background of a tea vendor. This was immediately cashed in by the British Prime Minister who craftily rubbed a verbal insult in to the Indian PM. This made headlines as the BBC then played the edited video clip of the aforesaid statements to the exclusion of all else in their newscast the whole of that day and the next. Contrast this with the way Xi Jinping conducted himself when in Britain a few months later. The Chinese Premier said that China was a powerful and a prosperous country which had nothing to gain from his visit to Britain and that he had done so only at the express invitation of Britain which he had out of courtesy accepted merely. This was a powerful statement and stood in sharp contrast to our PM's slovenly attitude when in Britain the first timed despite the fact that he was enormously popular among the Indian diaspora there.

But why care so much for those who have left India to settle in Britain which has historically been the worst enemy of India? Why remain in the British Commonwealth of Nations any more? Why bother about British investment in India? Why criticise Nehru for his Britain-friendly stance while carrying on shamelessly the same thing even now by way of official and unofficial attitude and policy? When will we learn to be self-respecting as a nation? Alas, when?
Written by

WHERE ELSE TO LIVE ?


WHERE ELSE TO LIVE ?

After driving the British away from India who despoiled and dismembered our motherland, I would have found it impossible to have made Great Britain my homeland and settle there for good. So, having been born in India, I have lived in India whole life and wish to die here in India, my beloved motherland. And may I be born over and over again to serve this, my motherland and her countless children !

Written by

THE DECLINE OF CULTURE ... 1


THE DECLINE OF CULTURE ... 1


Commercialisation of culture is leading to its decadence. This may be reversed only by dissociating money from cultural pursuits the way it is today and by proper patronage of the arts as in the days of old when kings and noblemen sustained the art forms. The government must do the job but will fail to do justice to it on account of politicisation of the process and undue favouritism practised. The decadence will thus continue as an inevitable feature of an expanding polity, population-wise, and culture continue to erode as mediocrity replaces merit but is deemed meritorious nonetheless. Industrial houses are largely to blame for this induced decadence through their advertising culture which seeks to sell at the cost of the soul, as the saying goes. Hence, it is puerile to bank on the patronage of these colossal corroders of culture for its very sustenance. It is an irreversible trend and only an absolute overhauling of human society the world over can undo it and set culture on its upward course once again. But that is not to be.



Written by

Friday 26 March 2021

বাঙালী বীর বুদ্ধিজীবি !


উচ্চশিক্ষিত মানুষ প্রায়শই আরো বেশী অশালীন বলে প্রতীত হন স্বল্পশিক্ষিত মানুষের চেয়ে যখন তাঁরা ভারতবর্ষের দেবদেবী, অবতার, মহাপুরুষ ও সনাতন সংস্কৃতি সম্বন্ধে সুললিত ভাষায় অসংযত ভাব প্রকাশ করে থাকেন | এ অপরাধে বুদ্ধিজীবি বাঙালী সর্বাপেক্ষা দোষযুক্ত বলে বোধ করি | হিন্দুর সংস্কৃতিকে গালি দেওয়ায় যাঁদের এত রুচি ও দুঃসাহস, তাঁদের সমসাহস কিন্তু দেখা যায় না মুসলমানের ধর্ম সম্বন্ধে একই ভাষায় কটাক্ষপাত করাতে | পরিণামচিন্তা এসে পড়ে তখন | বাঙালী বুদ্ধিজীবিকে তাই বীর আক্ষায় যথার্থই ভূষিত করা যায় | এঁরা হলেন হিন্দুবিদ্বেষী শ্রদ্ধাহীন কাপুরুষের দল শিক্ষা যাঁর সংস্কৃতিতে রূপায়িত হয়নি | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

Thursday 25 March 2021

FACEBOOK NEW MESSAGES AND TWEETS ... 31

FACEBOOK NEW MESSAGES AND TWEETS ... 31

1. Heavy research should be done on Maharana Pratap Singh and his ideals and exploits held before the people of India for them to understand what true patriotism is.

2. ওই এক বোকা বোকা কথা, 'মাবোনেরা, হাতাখুন্তী, খেলা হবে |'

3. ঝানুগিরি করে কি আর জেতা যাবে ? এটাই পশ্ন |

4. পার্থী, পাপ্য টাকা, তিনোমূল, পয়োজন -- এ যে দেখছি রফলায় হোঁচট ! উচ্চারণের উন্নয়নও হবে কি তিতীয়বার জিতলে ?

5. বাংলার সাংবাদিকতার নতুন জোক ( joke ) -- R.বাংলা !

6. ডুবেছে ? না, এখনও ডোবেনি | ডুবছে | ওই, গেল, গেল ! S.O.S., S.O.S., _ _ _ drowning.

7. Did the BJP Government act right in renaming Aurangzeb Road A.P.J. Abdul Kalam Road?

8. দুর্যোধন ও দুঃশাসন কিন্তু এবার খুব রেগে যাবেন ! এর'ম যখন তখন তাঁদের অনুমতি ছাড়া তাঁদের নামে যা তা বলা আর কদ্দিন মেনে নেবেন ? মাননীয়া, শীঘ্রই যোগাযোগ করুন তাঁদের সাথে | খুব চটে আছেন কিন্তু তাঁরা |

9. মমতার পায়ে ঠিক কি হয়েছিল ? আজও পরিস্কার হল না |

10. We have to save Bengal from becoming a Bangladesh.

11. ​Sanskrit must be declared the National Language and taught universally with governmental patronage.

12. বিদ্যা অর্জন করলে অবিদ্যাটিই অর্জন হয় বেশী | তা নাহলে কি আর শ্রীরামচন্দ্রের প্রতি দুর্বাক্য প্রয়োগ করেন শিক্ষিতজন ? এই জন্যই ঠাকুরের এবার বিদ্যা, অর্থাৎ, অপরাবিদ্যা অথবা অবিদ্যা ত্যাগ |

13. ২০১১ তে রাজ্য নির্বাচনে জয়লাভ করার সাথে সাথে বিপুলবেগে রাজ্যজুড়ে লাল রং নীল করা হয়েছিল কেন ? কার টাকা এভাবে অপচয় করা হয়েছিল ?

14. ঠিক কি খেলা হবে ?

15. বাঙালী কি আজও সত্যিই সংস্কৃতিবান জাতি ? তাহলে বাংলার রাজনীতিতে এত অপসংস্কৃতি কেন ? কেনই বা এত হিংসা ?

16. এই কি খেলার নাম ? শুরু হয়ে গেল তাহলে ?

17. What is God? Freedom.

18. স্বামী বিবেকানন্দ হলেন ঈশ্বরকোটি আর রবীন্দ্রনাথ ঠাকুর হলেন জীবকোটি |

19. সব শ্রী করে দেব কিন্তু উচ্চারণশ্রী করতে পারব না | ওটায় আমার বাধাশ্রী, মাবোনেরা !

20. জ্যোতি-বুদ্ধের পরই অন্ধকার !

21. Mass scale এ ঘুষের প্রতিশ্রুতি ! ভোটের এবার বেশ দাম !

22. ওঃ, কি হিন্দুই না হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী ! পুরো ভোটেশ্বরীর ভক্ত ! জয় ভোটেশ্বরী! থুড়ি, থুড়ি, জয় ভোটশ্রী ! নতুন পকল্প !

23. বহুরূপী !

24. দেড়খানা ভোটের বাবুল সুপ্রিয় আধখানা ভোটের কোন মানুষকে মারলেন একটি সটাং চড় ? এরকম সোনার বাংলা আসছে নাকি ? মন্ত্রী, আত্মমন্থন করো |

25. দেড়খানা ভোটের বাবুল সুপ্রিয় আধখানা ভোটের কোন মানুষকে মারলেন একটি সটাং চড় ? এরকম সোনার বাংলা আসছে নাকি ? মন্ত্রী, আত্মসংশোধন করুন | নইলে, ভবিষ্যৎ করুণ !

26. মুখ্যমন্ত্রী ! বানানটা ঠিক আছে তো ?

27. মহারাণা প্রতাপ সিংএর ঠাকুরদাদার নাম কি ছিল ? লড়াই সিং না সংগ্রাম সিং ? অতএব, 'লড়াই'এর অধিক বলিষ্ঠ, অধিক উপযুক্ত, সঠিক প্রতিশব্দ, 'সংগ্রাম', ব্যবহার করুন |

28. We are what our diet of thoughts makes us.

29. Union Minister Babul Supriyo (BJP), while on election campaigning, was caught on camera slapping a person. Has a case been filed against him? Or, does slapping a citizen come within Ministerial privilege?

30. Republic TV encourages rowdyism on screen. এখন জোড়তলব R.বাংলা ওই এক অসভ্যতা শুরু করে দিয়েছে | অর্ণব গোস্বামীর শিক্ষাদীক্ষা অর্থলোলুপতার যূপকাষ্ঠে বলি হল |

31. The Chief Minister has become an embarrassment to civic culture today.

32. She is a liar and a shame unto Indian womanhood. Just recall what Swamiji's ideal of womanhood, that of Seeta, Savitri and Damayanti, was.

33. Bengal will develop like never before by Mamata magic. P. C. Sorcar, you have been badly beaten in your trade !

34. We who criticise the political leaders at every bend and turn must ourselves be dead honest in our dealings. This tendency to cheat each other in small ways gives birth to bigger corruption in society at large.

35. Politicians who are opportunists and alter allegiance to suit timely self-interest can never be trusted to serve the nation despite tall claims to practised honesty. Armchair politicians must be trusted even less.

36. দিনরাত খালি 'আমি' আর 'আমি' | এবার জিতলে 'আমিশ্রী' প্রকল্প শুরু হবে | ঐটেই শেষ প্রকল্প হবে কারণ বিনাশকালে 'আমি'রূপ বিপরীতবুদ্ধি হয় |

37. কী ভয়ঙ্কর মিথ্যেকথা বলতে পারেন এই মহিলা ! মুখে কিছুই আটকায় না | ক্রমাগত অশ্রাব্য মিথ্যাভাষণ | ধর্মের কল বাতাসে নড়বে এবার !

38. 'কথামৃত' দিকে দিকে ছড়িয়ে দিন |

39. কলকাতা-ঢাকা বাসে বেজায় ভীড় হবে ২রা-৩রা মে |

40. "দুধ-কলা দিয়ে সাপ পুষেছি |" মানুষকে সাপ বলা বাংলার মানুষেরও অপমান, সাপেরও অপমান | মুৃখ্যমন্ত্রী মানুষ থেকে সরীসৃপ পর্যন্ত সকলের অবমাননা করছেন | এদিকে আবার আর এক বিপত্তি | মিঠুনভায়া নিজেকেই সাপ বলছেন | কি করি রে বাবা ?

41. অশ্রাব্য ভাষায় কথা বলাটা যতটা গর্হিত তার থেকে কম গর্হিত নয় সুললিত ভাষায় মানুষকে অপমান করা | এইটি মনে রাখবেন |

42. বাংলার এই চারিত্রীক অবক্ষয়ের ক্ষণে আসুন রামকৃষ্ণ-বিবেকানন্দের আদর্শে মানুৃষকে অনুপ্রাণিত করি |

43. কী শাসায় রে বাবা ! জেতার আগেই এই ? জিতলে তো হইয়ে গেল !

44. শ্রীমা সারদাদেবী বলেছিলেন, "শান্তি যদি চাও মা তো কারো দোষ দেখো না |" কিন্তু বর্তমানে মাবোনেদের মনে দোষগ্রাহিতার বিষ সংক্রমণ করে চলেছেন বাংলার মেয়ে মায়ের কথা একেবারে অমান্য করে |

45. High-voltage game, Very wild, not tame. Peace only in name. Shame ! Shame ! Shame !

46. হিন্দু দুর্বল থাকলেই কি সুন্দর ?

47. যখন সুষুপ্তিতে স্বয়ং ভুলে থাকি, তখনও সজাগ প্রভু আমার পানে চেয়ে | চিরজাগ্রত আত্মা !

48. এবার একটা 'অ্যান্টি গেরুয়া ব্রিগেড'এর তালিকা বানাতে হবে | কে জাফর আর কে মিরজাফর তা তো জানা চাই | নইলে গদ্দার্ণীকেই যে সদ্দার্ণী বলে ভুল করে ফেলব |

49. হাজার বছরের দাসত্ব -- সেই দাসসুলভ মানসিকতা কি একদিনে যায় ? স্বাধীন হয়েও পরাধীন | কি করে বেচারারা ?

50. The first quality of a Chief Minister or a Prime Minister should be truthfulness and sincerity of purpose. The next should be civility and culture. The third attribute must be genuine feeling for the people they are representative of. And the last quality should be humility and dead honesty in dealings.

51. বি.জে.পি. যাবার নয় সহজে, ঢুকেছে মানুষের মগজে |

52. 'খেলা হবে' কথাটা এখন হিংসা ও ন্যাকামি উভয়েতেই পরিণত হয়েছে |

53. A pack of scoundrels are ruling here as elsewhere in the country and ruining her future prospects. Unless the citizens manifest character, their hopes will be smashed. Rogues are running riot in this holy motherland of ours.

54. We have to purify Hindi and free it of its overload of Urdu, Persian and Arabic words. We must Sanskritise Hindi.

55. Our country is sleeping. Urban India must overcome this dependence on the Western way of living and the Western sources of historical information about our country and civilisation. We must be self-reliant in thought and in action and must seek strength in our Sanskrit texts. The Sanskrit language and literature needs governmental patronage for its flourishing. Only then will India arise when every child of India resonates to the rhythms of the Sanskrit shlokas pronounced with perfect intonation and understanding.

56. Politicians quote and misquote statistics to suit their sins. But the wrath of the people will be visited upon them.

57. মাওবাদী যেকালে বর্জনীয়, মাও সেকালে কেমন করে গ্রহণীয় ?

58. এত চ্যাঁচালে কি কিছু শোনা যায় টেলেভিসনের অনুষ্ঠানে ? সাধারণ মানুষ কি এত অসভ্য যে রাজনৈনিক কর্মীরা এভাবে চ্যাঁচামিচি করেন ?

59. কথার মাঝে কথা বলা জাতিয় সংস্কৃতিতে পরিণত হয়ছে | বড়ই লজ্জাকর !

60. মিস্টি মিস্টি কথাযুক্ত ধর্মকথা সাধারণ গৃহীর ভাল লাগতে পারে কিন্তু তার দ্বারা দেশের বিপদ কাটবে না | এখন চাই বজ্রনিনাদে বিবেকানন্দ প্রচার |

61. So long as the universe has form, God has form. When the universe vanishes, God vanishes, too, into His formlessness.

62. জয় রামকৃষ্ণ ! তাঁর দয়ায় মমতা-মোদি রাজত্ব করছে । ভুলে যায় না যেন ।

63. কি অহিংস খেলাই না হচ্ছে ! অধিনায়িকার ডাকে খেলা হচ্ছে বটে !

64. গণতন্ত্র সত্যিই নেই পশ্চিমবঙ্গে গত দশ বছর | একনায়কত্ব ধ্বংস করেছে তাকে |

65. যে মানুষ সদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তাকে বিশ্বাস করব কি করে ?

66. আত্মহনন হতে বাঙালীকে রক্ষা কর ঠাকুর |

67. আবার মায়ের মৃত্যু ছেলেকে বাঁচাতে গিয়ে !

68. স্বপন দাশগুপ্ত বাংলার রাজনীতিতে বৌদ্ধিক স্তরে এক ব্যতিক্রম |

69. পশ্চিমবঙ্গের নির্বাচনী হিংসা দেখেই বাঙালীর সংস্কৃতির কতদূর অধঃপতন হয়েছে তা বোঝা যায় | বাংলার সংস্কৃতি একটি মিথ তাহলে ?

70. গত দশ বছরে বাংলায় গণতন্ত্র আর চীনে মানবাধিকার সমার্থক |

71. যা দ্বেষের রাজনীতি চলেছে গত দশ বছর ধরে বাংলায়, 'দেশ' শব্দটি বুঝি যুক্ত হতে চলেছে 'বাংলা'র সাথে | কী ভয়ঙ্কর এই নব পরিণতি !

72. দিনে দিনে মানুষ লঘুচিত্ত হচ্ছে | বিজ্ঞাপনের নিঃসারতা দেখলেই তা বোঝা যায় |

73. 'ভারতরত্ন' টেলেভিসনে বিজ্ঞাপন দিচ্ছেন | মন্দ নয় ! ভারতের রত্ন বটে ! আজ যেমন ভারত, তেমনি রত্ন !

74. পশ্চিমবঙ্গের বাংলাদেশ হতে আর কতদিন ?

75. পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ -- পদ্মের জয়জয়াকার সর্বত্র |

76. প্রধানমন্ত্রীর কথায় এতটুকুও আত্মপ্রত্যয় নেই | কী দুর্বল নিজভাষণে অনাস্থাশীল উপস্থাপন ! মনে হয় যেন নিজের কোনো বক্তব্যেই বিশ্বাস নেই |

77. ঘরে ঘরে অভদ্রতা আর নেতা করে কি ?

78. বিজ্ঞাপনের এই ঘুনধরা গানগুলো মানুষকে জেলিফিশে পরিণত করবে |

79. বাংলায় কি এখন একটিই পুরুষমানুষ ?

80. বাঙালী এত মিথ্যকথা বলতে পারে বঙ্গসংস্কৃতির নামে ? এ তো দেখছি রঙ্গসংস্কৃতিতে পরিণত হয়েছে !

81. Cottage industry should be massively encouraged, patronised, developed. It will generate huge employment, simplify life, cut down pollution and indigenise commercial culture.

82. সত্ত্বগুণীর চিহ্ন সে সময়ের আগে চলে ; রজোগুণীর চিহ্ন সে সময়ের সাথে চলে ; আর তমোগুণীর চিহ্ন সে সময়ের পিছে চলে |

83. Work and bring efficiency to India. That will be national service.

84. A little labour for others in the true spirit of service will bring strength to the nation.

85. Do you care for yourself ? Then care for the country. She is the Great Mother, the Ancient One embodied in a billion souls.

86. বাংলাভাষার অবক্ষয়রোধে কৃতসঙ্কল্প হইয়া অবতীর্ণ হইলাম সাধুভাষার পুনঃপ্রচলন প্রকল্পে | ইহার অকালবর্জনে একদা বাংলাভাষা সংস্কৃতিবিহীন হইয়া পড়েন | তাই এই নবপ্রযত্ন ভাষার উন্নতিকল্পে |

87. স্বামীজী বলিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবকাল হইতে সত্যযুগের সূচনা হইয়াছে | কিন্তু রাজনৈতিক নেতৃবর্গের অনৃতভাষণে এহেন সত্যযুগও কলঙ্কিত হইল |

88. অপরাধ করিব আমি ও আমার কৃতকর্মের জন্য দোষযুক্ত হইবেন কেন্দ্রীয় বাহিনী তার অপরাধনিবারণে অকৃতকার্যতাহেতু -- এ কেমন দুষ্ট যুক্তি ?

89. রুধিরসিক্ত বাংলা ! তাহা হইলে ইহাই কি ভারতবর্ষের ভবিষ্যৎ পরিণাম ? কারণ গোখ্লের বিখ্যাতবচন, "বাংলা অদ্য যা চিন্তন করেন, ভারত কল্য তাহাই চিন্তন করেন |"

90. বৈশ্যযুগে প্রায় সকলেই তৃতীয় রিপুর বশবর্তী | তাই সংস্কৃতির আজ এহেন অবক্ষয় |

91. নির্বাচনচিন্তন ----------------------- এমন অবিবেচক, দায়িত্বজ্ঞানহীন, ক্ষমতাপিপাসু, সংখ্যালঘুতোষণকারী, অদূরদর্শী নেত্রী এ রাজ্যের কিবা কল্যাণসাধন করিতে সক্ষম হইবেন ? যথার্থ কল্যাণকর্ম কিবা করিয়াছেন ? উন্নয়ন ? তাহা তো ভবিষ্যতের অলীক আশ্বাসনমাত্র | এক দশক অতিক্রান্ত | কোন্ শিল্প সংস্থাপিত হইয়াছে এই কথিত উন্নয়নকল্পে এযাবৎ যে ভবিষ্যৎ আশ্বাসনে বিশ্বাসস্থাপন করিতে প্রবৃত্ত হইবে জনগণেশ ? এই সকল ভাবিবার বিষয় | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

92. বর্বরতার চূড়ান্তে উপনীত হইয়াছে বাংলার রাজনীতি | ক্ষমতার পালাবদলে এই হিংস্র লোকব্যবহারের পরিবর্তন হইবে কি ? বাঙালী আজ কি তাহা হইলে অসভ্য আচরণের জন্যই বিশেষিত হইল ?

93. নির্বাচনের প্রচার এত অর্থবহুল যে স্বভাবতই প্রশ্ল উঠে এই বিপুল অর্থসমাগম কিরূপে সম্ভব হইতেছে | উপায় যেকালে সীমিত, এই ব্যয়ভার সাধারণে শীঘ্রই ধার্য হইবে অধিক মূল্যবৃদ্ধির রূপ পরিগ্রহ করিয়া | অতএব, মানুষের আর্থিক ক্লেশ বৃদ্ধি পাইতেই থাকিবে যে রাজনৈতিক গোষ্ঠিই ক্ষমতায় আসুন না কেন | ইহাই অর্থনীতির অমোঘ পরিণাম | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

94. চরিত্রহীন জনতার চরিত্রহীন নেতানেত্রী প্রাপ্তিই তো স্বাভাবিক | নেতানেত্রী তো সমাজ হইতেই উদ্ভূত হইয়া থাকেন | তাঁহাদের কি সমাজ হইতে পৃথক অস্তিত্ব আছে যে তাঁহারা অন্যরূপ হইবেন ? অতএব, রাজনীতির শুদ্ধিকরণ সমাজের শুদ্ধিকরণ হইলেই সম্ভব, নচৎ নহে | তাই সমাজে সনাতন আদর্শের আজ এতো প্রয়োজন | আধ্যাত্মিক পরিপ্লাবনের দ্বারাই সমাজ শুদ্ধ হইবে ও উক্ত প্রভাবে রাজনীতিও পরিশুদ্ধ হইবে | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

95. পশ্চিমবঙ্গ বাংলাদেশ হইয়া যাইবে শীঘ্রই | বিলম্ব নাই অধিক | কয়েক দশকমাত্র আর | এই মন্তব্যের যাথার্থ কতদূর বলিয়া বোধ করিতেছেন ?

96. The chains of love are on the mind of man. He cannot unchain himself and dissolve in the ocean of God. Human love binds.

97. তিনি বিশ্বরূপে নিত্য প্রকাশিত হয়ে রয়েছেন | তাই সর্বান্তঃকরণে বিশ্বের সেবা করাই সর্বশ্রেষ্ঠ ধর্ম |

98. পৃথিবীতে আজ দুই তৃতিয়াংশ বাঙালী মুসলমান সম্প্রদায়ভুক্ত | হিন্দু বাঙালীর সংখ্যা ক্ষয়িষ্ণু | শেষে হিন্দুধর্ম লোপ পাবে না তো বাংলায় ?

99. গঙ্গাজলে পূজো চলে, বৈজ্ঞানিক পরিশুদ্ধ প্রক্রিয়া চলে না | তার জন্য চাই অতিগঙ্গাজল |

100. ছিঃ ! ছিঃ ! নিজের (লকেট চট্যোপাধ্যায়) গাড়ীর কাচ নিজেরাই ভাঙছেন গাড়ীর ভেতর থেকে প্রতিপক্ষ দলকে দোষ দেওয়ার জন্য | কোথায় নামছে দুর্নীতি ?

101. চরিত্রবান ও চরিত্রবতী মানুষের বড়ই অভাব আজ | যেখানে আধ্যাত্মিক জগতে এই পরিমাণে ভণ্ডামি ঢুকে পড়ছে ও বানিজ্যে লোভ, সেখানে দেশের দুর্দিন অবশ্যম্ভাবী |

102. গেরুয়া পড়লেই যেমন কেউ সাধু হন না তেমনি নামকরা প্রতিষ্ঠানের সন্ন্যাসী হলেই চরিত্রবান হন না | আজ সন্ন্যাসের বড়ই দুর্গতি এই সকল ভণ্ডের আগমনে |

103. আসুন, সবাই একসাথে চেঁচাই | শুধু রাতে টিভির পর্দায় দেখে ক্ষান্ত হবেন কেন ? আসুন, কার্যে পরিণত করি | এই হল আজকের উৎকৃষ্ট স্বদেশসেবা |

104. "হাতা, খুন্তী ও বোঁটি -- এই নিয়ে নেমে পড়ুন মাবোনেরা |" (মমতা বন্দ্যোপাধ্যায়) মুখ্যমন্ত্রীর মুখে এই ভাষা শোভা পায় ?

105. ভবিষ্যতের বাঙালী শিশুদের ভাষাশিক্ষার আদর্শ সূত্র হয়ে রইলেন মমতা বন্দ্যোরাধ্যায় |

106. পশ্চিমবঙ্গের অতিহিসাত্মক নির্বাচনের কারণ আপনারা কি বলে মনে করেন ? নিজ মতামত জানান কিন্তু ভদ্রভাষায় |

107. মাবোনেরা, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলুন | এক দল ঘিরে ফেলুন, আর এক দল ভোট দিন | -- মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মর্মে বক্তব্যকে শীতলকুচির হিংসার প্ররোচনামূলক কারণরূপে কি কেউ মনে করেন ?

108. ক্ষমতালোভী মন্ত্রী সব -- এঁরা মানুষের দুঃখ কি বুঝবেন ?

109.



স্বামীজী বাংলার বুকে শৃঙ্গার রসের বিষ সংক্রমণের কথা বঙ্গসংস্কৃতির অন্যতম ধারকবাহকরূপ সম্ভ্রান্ত ঠাকুর পরিবার সম্বন্ধে বলেছিলেন নিবেদিতার কাছে, এই রকম শোনা যায় | স্বামীজীর এই উক্তির ঐতিহাসিক সত্যতা জানার ইচ্ছা আছে আমার | তাই আহ্বান করছি সকলকে কারোর কাছে যদি এই উক্তিটির প্রামাণ্য আকর সূত্র থাকে তো জানাবেন সঠিক উক্তিসহ সংযুক্ত কথোপকথন ক্ষেত্রে | ইতি, সুগত বসু |

110. গণসংস্কৃতির নামে বাংলার সংস্কৃতির অবক্ষয় অনেকদিনের | রাজনীতির ক্ষেত্রে তার বিষাক্ত প্রতিফলন দেখা যাচ্ছে |

111. মিথ্যার স্রোত বওয়াচ্ছেন | শেষরক্ষা হবে তো তাতে ? নাকি সম্মানও গেল, গদিও গেল ? ভাষা অসংযত, ভাব অনুরূপ | রাজ্যের কল্যাণ হবে কি করে ?

112. Ramakrishna Mission (Advaita Ashrama) has published SHIVAJI THE GREAT. It is a welcome change from such customary addresses like AKBAR THE GREAT. Now MAHARANA PRATAP THE GREAT is awaited.

113. বিশ বছর চেঁচালে গান হয়না | ভেতরে সুর থাকা চাই | চাই সৌন্দর্য্যবোধ | নচেৎ, ওই তৃতীয় সুর আর ষষ্ঠ সুরের সংমিশ্রণরূপ জীবে পরিণত হওয়া ছাড়া আর গত্যন্ততর নাই | অপসংস্কৃতি একেই বলে |

114. Hindus keep on affirming that Islam is also a path to God but Muslims disagree. They say that Islam is the only true path to God and not one of the many paths as Hindus say.

115. Amit Shah dreaming : "You resign ! Resign ! Resign ! Conspirator !"

Amit Shah waking : "Didi daraa diya !"

116. মমতা জাগরণে হুঙ্কার দেন, অমিত শাহ স্বপ্নে ভয় পান |

117. Mamata Banerjee has a fluency about her comic mannerisms. Spontaneous flow, an audio-visual delight !

118. হায় মমতা ! গদি যায় তবু আশা না যায় | আর যত পরগাছা, ছেড়েও ছাড়ে না তায় | হায় !

119. বাঙালী তো জানে শুধু নাচ, গান, কবিতা আর নাটক | এদের দিয়ে সোনার বাঙলা গড়বে ? হিটলার কেঁদে ফেলত, মোদী-শাহ তো কা কথা !

120. রাজনৈতিক নেতানেত্রী যতদিন স্বার্থান্বেষী, মিথ্যাশ্রয়ী হবেন, ততদিন তাঁদের বিশ্বাস করব না | মনুষ্যত্ববিহীন, মূল্যবোধবিবর্জিত সবচেয়ে নিকৃষ্টমানের ব্যক্তিসকল আজ রাজনীতি করেন | আর বাকীরা তাঁদেরই তাঁবেদার, লোলুপ, নির্লজ্জ পদলেহনকারীমাত্র | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

121. The country is ruined because of a plethora of idiots at the helm of affairs. The academic system needs urgent reform to arrest this national decline.

122. Mamata banned from campaigning for 24 hours till Tuesday 20:00 hours for making inflammatory speeches followed by failure to provide sufficient cause for doing so.

123. মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তেজক নির্বাচনী প্রচারের জন্য ও নির্বাচন কমিশনের শো কজ্ নোটিসের সন্তোষজনক উত্তর না দেওয়ার জন্য ২৪ ঘন্টার জন্য প্রচারকর্ম হতে নিষিদ্ধ করলেন নির্বাচন কমিশন |

124. Politicians defending the indefensible inflammatory speeches of religious polarisation done by the Chief Minister by stating that the word 'minority' is not to be misconstrued as religious minority must look deep to discover, if they can, any semblance of residual character inside their morally bankrupt selves.

125. "চালাকির দ্বারা মহৎ কাজ হয় না |" (স্বামীজী) রাজনৈতিক নেতানেত্রীরা মনে রাখবেন |

126. কাদের হাতে আমাদের ভবিষ্যৎ ?

127. CM to sit at the base of Gandhi statue to lodge silent protest against campaign ban for a day. Using Gandhian goodwill this time to bolster an un-Gandhian case. Masterstroke or folly?

128. Manifest manhood in your dealings. Strength is the basis of manhood. Give up effeminacy.

129. নিবার্চন প্রচার তো নয়, শুধু লোভ দেখানো !

130.


ওঃ ! যা ঠ্যাঙানি খাচ্ছে বাঙালীর কাছে রোজ অর্ণব গোস্বামী R.বাংলা চ্যানেলে, মনে আশা জাগছে that all is not lost with Bengal. Bengalees are still alive and kicking.

131. Let it not be that what Bengal thinks today, India has thought yesterday.

132. The recovery of Hinduism has begun since the advent of Adi Shankaracharya and the process is still on and gaining acceleration. The Sanatan Dharma shall prevail in the entire subcontinent.

133. The BJP leaders have an air of affluence about them which is not people-friendly. This dandiness of the Prime Minister especially is a bit of an eyesore in a country reeling under economic hardship.

134. মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা খুব খারাপ | একজন শিল্পী, কবি ও সংগীতরচয়িতার কাছ থেকে এটা আশা করা যায় না | নাকি যায় ? শিল্পের যা হাল বাংলায় !

135. How you solve a problem like Mamata? How you solve a problem like Mamata? How you solve a problem like Mamata? (The Sound of Modi)

136. রবীন্দ্রনাথ ছাড়ুন, বিবেকানন্দ ধরুন, মানুষ হোন | ব্রহ্মচর্য ব্যতীত পৌরুষ অথবা নারীত্ব, দুইই অসম্ভব | কিছুকাল নাচগানকবিতানাটক স্থগিত থাক | শরীরচর্চা, খেলাধূলা, ধ্যানজপ, শাস্ত্রপাঠ, বিজ্ঞানসাধনা ও জীবিকানির্বাহের কর্ম চলুক পূজাবুদ্ধি, সেবাবুদ্ধিকে আশ্রয় করে | শরীরমন হতে অবিদ্যামায়া দূর হোক | দেহমন সতেজ হোক, নিষ্কাম, নিষ্কলঙ্ক, পবিত্র, একাগ্র, একীভূত | নিজে জাগ্রত হলে দেশ জাগবে | আর স্মরণ করুন রাসবিহারী বসুকে, অধ্যয়ণ করুন তাঁর জীবন | সবার ওপর স্বামীজীর চিন্তায় দিবারাত্র অতিবাহিত করুন | এই হল পথ | দূর্বল কাব্যচর্চা ও ভোগসর্বস্ব জীবনে কিছুই নেই | ফেলে দিন ওসব | স্বামীজী প্রদর্শিত পথে চলুন | মানুষ হওয়ার এইটি শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথ | লেখক : সুগত বসু (Sugata Bose)

137. Innocent lives being lost in foolishly responding to inflammatory political speeches. The CRPF and the Election Commission are being rudely targeted by rogue politicians in their bid to perpetrate terror in the State. The leaders seem intent on leading from the front in this dastardly offensive. Bengal has plummeted to its cultural nadir.

138. নাটক, নাটক, আরো নাটক | Spontaneous playacting. এত বড় অভিনেতা, অভিনেত্রী থাকতে ভবিষ্যতের নাট্যকার ও পরিচালকদের কোনো চিন্তা নেই | Glycerine লাগে না, ওমনিই চোখের জল পড়ে | তারপরই আবার সেই পুরোনো প্ররোচনামূলক মন্তব্য | আর শিক্ষতজন এই অর্ধশিক্ষত নেতানেত্রীদের তাঁবেদারী করেন | বাহবা, বাংলার সংস্কৃতির আজ কি দশা ! আর পুরুষ মানুষ বলতে এখন শুধু বাকি আছে রাজনৈতিক গুণ্ডার দল | ভদ্রলোক কাপুরুষে পরিণত, সংস্কৃতিবান ইন্দ্রিয়ের দাস, ভয়ে পৌরুষবিবর্জিত | স্বামীজী পড়ুন, মানুষ হোন, নির্ভীক, সংযতেন্দ্রিয়, পৌরুষসম্পন্ন, স্বদেশপ্রমী, স্বার্থশূণ্য, আত্মবলিদানে তৎপর, আলোকপ্রাপ্ত, হৃদয়বান মানুষ | লেখক : সুগত বসু (Sugata Bose)

139. গ্যাসের দামের কি হবে ? আবার কাঠে রান্না ?

140. এই দু্র্বল বাঙালী জাতিকে আজও স্বামীজী জাগাতে পারেননি | ইন্দ্রিয়ের দাস কি বিবেকানন্দ বোঝে ? তার রবীন্দ্রনাথই ভাল |

141. মিথ্যার ওপর দাঁড়িয়ে কি দেশ গড়া যায় ?

142. পূজো করার সময় কোথায় ? চালাও বিজ্ঞান | জয় বিজ্ঞানেশ্বরের জয় !

143. একদিকে দিলু ঘোষ, অন্যদিকে অনু মণ্ডল | কী জুড়ি, ভাই !

144. Are we a civilised race ? If so, why are millions of educated people drawn to fraudulent Gurus and astrologers ? Give up these vices and stand firm on your own feet.

145. সব পার্টিগুলোই দেখছি শয়তানে ভরা, top to bottom. তার মধ্যে ক্ষমতায় যারা, তারা topmost শয়তান |

146. I cannot understand why the BJP is taking upon itself to defend the Election Commission. The Election Commission is an autonomous body and can defend itself as and when necessary. Then why is the BJP so aggressively defending it ?

147. তৃণমূল কোনো দোষ করতে পারে না, মনে রাখবেন | তাদের আমলে যা কিছু খারাপ আগের দিকে ঘটেছে, তার সব কিছুর জন্যই বামফ্রন্ট দায়ী, আর যা কিছু খারাপ হালে ঘটেছে বা এখন ঘটছে, তার সব কিছুর জন্যই BJP দায়ী |

148. ধর্মীয় মেরুকরণ কি শুধু বি.জে.পি.ই করে ? তৃণমূল করে না ? মুসলমানতোষণ যা মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত করেছেন বিগত দশ বছর তাও কি ধর্মীয় মেরুকরণের রাজনীতি নয় ?

149. India should not forgive Britain for its colonisation and depredation of India. And how can we ever forgive the perpetrators of Partition ?

150. If high qualification does not lend you the courage to 'call a spade, a spade', then in vain has been your education. It is fortified cowardice.

151. Third grade journalist, Arnab Goswami, whose only aim is to profit from garnering TRP by any means if even at the cost of lowering conversational culture.

152. রাজনৈতিক নেতানেত্রীদের কি সুকৌশলে ক্রমাগত মিথ্যা বলে যেতে হয় ! এতটুকু সত্যনিষ্ঠা নেই যাঁদের, তাঁরা কি দেশসেবা করবেন ?

153. Trained liars, these politicians !

154. Study, chant and love -- let these be your allies as you advance unto the Truth. God awaits those in open arms who render Him service thus.

155. Mamata does not merely play religious politics, she plays a dangerous divisive politics.

156. Hindus need to toughen themselves. This can come about through disciplined concentration practice. Each and every Hindu must study the scriptures and spread the Dharma.

157.

কোরোনা সতর্কতা ----------------------- এই নববর্ষে সঙ্কল্প করুন যে ১) চোখ, মুখ আর নাকে হাত দেবেন না ; ২) ২০ সেকেণ্ড সাবান দিয়ে কব্জি পর্যন্ত হাত ধোবেন ঘন ঘন ; ৩) মানুষের থেকে অন্তত ৪ ফুট দূরত্ব রাখবেন ; ৪) face mask পড়বেন নাক ও মুখ সম্পূর্ণ ঢেকে ; ৫) বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বেরোবেন না ; ৬) বাড়ী ফিরে এসে সোজা স্নানঘরে গিয়ে সাবান দিয়ে সম্পূর্ণ স্নান করবেন ও পরিধানের বস্ত্র ঢাকা বালতিতে কাচার জন্য রাখবেন ; ৭) কোরোনার প্রতিশেধক টিকা নিয়ে নিন | সুগত বসু (Sugata Bose)

158. Effeminacy in Bengal may be counteracted by worship of Bhagavan Shiva, Ma Kali and Hanumanji (Mahaveer), and by the study of Swamiji.

159. বাংলার ছেলেমেয়েরা, স্বামীজী পড়ো ; নইলে মানুষ হবে না | আজ যে শিক্ষাসংস্কৃতি অর্জন করছ, তা অধিকাংশই অবিদ্যার চর্চা, রিপুর দাসত্ব করতে প্রণোদিত করে | এসব ছেড়ে স্বামীজীর বই পড়ো ও তাঁর প্রদর্শিত পথে জীবনগঠন করো |

160. বিজ্ঞান ও বেদান্তের যুগ্মশিক্ষা চাই এখন | নইলে দেশগঠন হবে না | আর এই বেদান্তশিক্ষা আসবে স্বামীজীর বই পড়ে অতি সহজেই | স্বামীজীর প্রতিটি নির্দেশ পালন করা চাই | যুবকযুবতীরা, এই মহৎ উদ্দেশ্যসাধনে এগিয়ে এসো |

161. ঈশ্বরলাভের জন্য তপস্যা ও নারায়ণজ্ঞানে জীবসেবা -- এই দুই হল যুগধর্ম |

162. আর কতদিন wheelchair এ ? Wheelchair ও বলছে এবার, "ছেঁড়ে দে মা, কেঁদে বাঁচি |"

163. বাংলার যুবকযুবতীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি | স্বামীজীকে শ্রদ্ধা করো | তাঁকে শ্রদ্ধা করার মধ্যেই তোমাদের উত্থান | নাস্তিকতা ও ভোগবাদ ত্যাগ করে এই মহামানবের পদাঙ্ক অনুসরণ করো | দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে | কি জবাব দেবে বীর বিপ্লবীদের যাঁরা তোমাদের মুখ চেয়ে স্বাধীনতার জন্য আত্মবলিদান করেছিলেন ওই স্বামীজীর দ্বারাই অনুপ্রাণিত হয়ে ? নেতাজী, বাঘা যতীন, রাসবিহারী বসু, হেমচন্দ্র ঘোষ, অরবিন্দ ঘোষ, আরো অগণিত -- এঁরা সকলেই স্বামীজীর আদর্শে একদিন অনুপ্রাণিত হয়েছিলেন | আজ তোমরা হবে না ? রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

164. The indiscriminate road shows conducted in election campaigning, especially by the BJP national leaders, must bear some responsibility for the terrible spread of Corona infection in West Bengal today.

165. বিশ্ব জুড়ে শুধু দেহের পূজো চলছে | ভগবানের পূজো কই ?

166. পৃথিবীতে শুধু আমৃত্যু মরীচিকার পেছনে ছোটা | এক গাঢ় মায়ার আস্তরনে স্বরূপ ঢাকা পড়েছে | মিথ্যা পরিচয়, মিথ্যা বৃত্তি, মিথ্যা আবরণ, তবু সত্য আবৃত | কী আশ্চর্য !

167. Coronavirus is more powerful than both PM and CM. So, beware ! Observe physical distance, wear mask, wash hands frequently with soap for 20s, do not touch eyes, nose and mouth, and go out only when absolutely necessary. Get vaccinated.

168. Rain ye down all Thy missiles, O Merciful One, but Thy day is done, says the Rishi from Saraswati afar. Yajnavalkya, Shankaracharya, Ramdas, Vivekananda -- they are quickening the current of the Vedas. The reconversion of the subcontinent is on and it shall find its fulfilment within the next few centuries. Ours is to help the process.

169. The sense of separateness creates hatred and violence. Love unifies and showers peace.

170. গত দশ বছর বাংলায় গণতন্ত্র কোথায় ছিল ? আর গত সাত বছর দেশেই বা গণতন্ত্র কোথায় ? শুধু দুর্বৃত্তের দাপানো সর্বত্র | 'একেই কি বলে সভ্যতা ?'

171. টাকার কাছে নতিস্বীকার করে যে, সে চরিত্রহীন |

172. The power-balance in society on account of demographic change is taking increasingly a downward shift. Hence, the degradation of culture and political hooliganism.

173. সি.পি.এম.এর কয়কজন যুবাপ্রার্থী বেশ শিক্ষত ও সংস্কৃতিসম্পন্ন | এঁরা যদি চরিত্রবানও হন তো ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে অন্ধকার হবে না | এঁদের মধ্যে বেশ কয়েকজন ঊজ্জ্বল যুবতী প্রার্থী বিশেষ আশার স্থল |

174. তথাকথিত রাজনৈতিক নেতানেত্রীরা যথার্থভাবে সবাই রাজনৈতিক নেতানেত্রী নন | এঁদের স্বার্থনৈতিক নেতানেত্রী বলা চলে, যেন তেন প্রকারেণ স্বার্থরক্ষার কোনো নীতি যদি আদপেই থাকে | রাজ্যে, দেশে আজ বড় বড় এইরকম সব স্বার্থনৈতিক নেতানেত্রী | অতএব, রাজনীতিকে স্বার্থনীতির সমার্থক ভাবার ভুল করবেন না | প্রকৃত রাজনীতি করতে হলে ন্যূনতম চরিত্রগঠনের প্রয়োজন হয় যা বর্তমান রাজনৈতিক মহলে বিরল |

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

175. মানুষ মরে মরুক, ভোট চাই |

176. ঘরে ঘরে মনুষ্যত্ব বিকাশ করুন | নইলে রাজনীতির ক্ষেত্রে দানবশক্তিই প্রতিক্রিয়াস্বরূপ পাবেন |

177.


হিন্দু একতা মানে শুধু একজোট হয়ে ভোট দেওয়া নয় | হিন্দু একতা মানে মনেপ্রাণে সাংস্কৃতিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিকভাবে হিন্দু হওয়া | দেশের সনাতন সংস্কৃতির সম্যক জ্ঞানলাভ করে সেই অখণ্ডধারাকে বহমান রাখাও হিন্দু একতার অন্তর্গত | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

178. কমিউনিস্টরা অর্থনীতিবাদী, নিরীশ্বর, মানবদরদী, হিংসাত্মক, বৈপ্লবিক আন্তর্জাতিক শক্তি | কার কি মত ?

179. Brainএ brake থাকা চাই | শুধু accelerator থাকলে চলে ?

180. এবার কি তাহলে wheel chairএ শপথগ্রহণ ?

181. টাকার কাছে নতিস্বীকার করবেন না, টিকার কাছে করুন |

182. সোনার বাংলা গড়তে হলে প্রথমে সোনার মানুষ গড়তে হবে | কে গড়বে ? স্বর্ণকার কই ?

183. কথাটি 'আবার', 'আবারও' নয় |

184. কথাটি 'কোরোনা', 'করোনা' নয় |

185.


স্বর্ণকার শ্রীরামকৃষ্ণ সোনার কামারপুকুর বানাতেন যদি জানতেন জগৎ নিত্য | কিন্তু জগতের অনিত্যতাজ্ঞানে তিনি সে কাজে হাত দেননি বৃথা প্রচেষ্টা হবে বলে | তাঁর উত্তসূরী কিন্তু বদ্ধপরিকর এই অসম্পূর্ণ অসম্ভব কর্মটি সম্পাদন করার জন্য | তিনি সোনার বাংলা বানাবেন | ঠাকুর কি বলেন ? রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

186. This is the colour Shivaji chose for his royal flag. He had a deep intent impelling him to do so beyond the fact that he had gifted his kingdom to his Guru Samarth Ramdas and at his bidding thereon ruled in his name. Shivaji had the great idea of a Hindu renaissance inspiring him, an ideal which was inherent in him, had been reinforced by his mother Jija Bai in his boyhood and was finally embedded in his mind by the sage who guided his life and work. Pranam to the great Guru Ramdas !

187.


If you wish to be a Vivekananda, follow Ramakrishna.

188. হিন্দু মায়েরা, মেয়েরা, প্রতিদিন সন্ধ্যাবেলা শাঁখ বাজাবেন জোড়ে |

189. হিন্দুরা গরুর মাংস কোনোমতেই খাবেন না | এটি হিন্দুসংস্কৃতিবিরুদ্ধ |

190. আর নাচ,গান, কবিতা, আবৃত্তি নয় | পুরুষমানুষ মেয়েলি হলে চলবে না | পুরুষোচিত হতে হবে | এইটি স্বামীজী ও রাসবিহারী বসুর নির্দেশ -- আদেশও বলা চলে |

191.


এখন থেকে সব হিন্দুত্ববাদীরা এই ধ্যানচিন্তা করুন যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ পুরো হিন্দু হয়ে গেছে | এই পরিণাম কালে অবশ্যম্ভাবী | তাকে আপনাদের মানসিক ইচ্ছাশক্তির দ্বারা ত্বরান্বিত করুন |

192.


Annapurna Devi, the silent sage of the Maihar Gharana, 'the unheard melody' whose resonance remains in our imagination enlivened by the few phrases we can listen to yet in the audios of her rare performances as at the Ranji Stadium and elsewhere.

193.


Mira Bandopadhyay, disciple of Ustad Bade Ghulam Ali Khan, the singer with the golden voice.

194.


Malabika Kanan, exquisite voice and delightful exponent of Hindustani classical music.

195. একাংশ বাঙালী ব্রাহ্মণদের নাস্তিকতা ও হিন্দুবিরোধিতা দেখলে আশ্চর্য হতে হয় | শ্রদ্ধাবিবর্জিত এই সব মানুষ হিন্দু কহতব্য নয় | এঁরা সনাতন সংস্কৃতির শত্রু | আর শুধু ব্রাহ্মণই বা কেন ? অব্রাহ্মণ নামে হিন্দুও বিস্তর আছেন যাঁরা হিন্দুবিরোধী | তাঁদের সকলের দিন সমাগত | জাগছে হিন্দু অবশেষে সহস্র বৎসরের মোহনিদ্রা হতে |

196. Shree Ramchandra is God. Don't you dare insult Him ?

197. হিন্দুত্ববাদীরা ধর্মান্ধ নয় | তাঁরা সনাতন সংস্কৃতিতে জাগ্রত ভারতবাসী | হাজার বছরের দাসত্বের অন্ধকার কাটছে অবশেষে | স্বামীজীকে নেতারূপে গ্রহণ করে অগ্রসর হও স্বধর্মপালনের যথাযথ পথে | লক্ষ্য আত্মমুক্তি ও স্বদেশসেবা |

198. Is Vivekananda dead ? No, he is alive in the consciousness of thinking humanity. But his followers need to radically implement his programmes of the spiritualisation of the world, beginning of course with India, and in this regard of rendering real manhood to the mission of the Swami much needs to be done. Come ye and join me in the fulfilment of our Master's mission.

199. আজ শ্রদ্ধাবিবর্জিত, হীনবীর্য, কাপুরুষ, নাস্তিক, সনাতন সংস্কৃতি বিরেধী, ইন্দ্রিয়াসক্ত, দেশদ্রোহী, সর্বনাশা বাঙালীর পরিচয় পেয়ে যার পর নাই কষ্ট অনুভব করছি এই ভেবে যে আমার স্বজাতির ভবিষ্যৎ কি ? অবশ্য, সকল বাঙালী এমন নয় | তবে তাঁরা এই অবশিষ্ট সমাজের বুকে বিষসংক্রমণকারী বাঙালীকে প্রতিহত করা নিষ্প্রয়োজন মনে করেন | এ আমাদের জাতির পরম দুর্ভাগ্য | আসুন, প্রতিকার করি | আমি কাজ শুরু করলাম হিন্দুর পুনরোত্থানের | আপনারা আমার সহায় হন, ভাবান্দোলন সুদৃঢ় করুন | জানবেন, ভগবানে সাথে, তাই জয় সুনিশ্চিত | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

200. স্বামীজী সমাজের বুকে ঘুণ ধরানো তথাকথিত বুদ্ধিজীবিদের এই আক্ষা দিয়েছিলেন -- heartless intellectuals | এঁদের দল তখনও ছিল | স্বামীজীর নামে কুৎসা রটিয়েছিলেন এঁরা | আজকের এই সকল পাষণ্ড বুদ্ধজীবির দল তাঁদেরই অধিক অবক্ষয়প্রাপ্ত উত্তরসূরী, their degenerate descendants|

201. নাস্তিকের দল আজ হিন্দু ধর্ম ও সংস্কৃতির সবচেয়ে বড় শত্রু | এর এক বিরাট সংখ্যক হল বাঙালী | এঁদের মধ্যে অনেকেই আবার কমিউনিস্ট |

202.


বাঙালী যুবক যুবতীরা নাস্তিকতা ত্যাগ করে মা কালীর পূজা করো | এতেই পৌরুষ, এতেই নারীত্ব, এতেই যথার্থ কল্যাণ | শিক্ষা ও সংস্কৃতির সাথে ব্রহ্মচর্য ও ধ্যান সংযুক্ত হোক | এই আহ্বান তোমাদের কাছে | শ্রদ্ধাবান, শ্রদ্ধাবতী হও, মানুষ হও | শ্রীরামকৃষ্ণ আর কেউ নন, তিনি নররূপী কালীমা, রাম ও কৃষ্ণের যুগ্ম প্রকাশ, সাক্ষাৎ ভগবান | এই বিশ্বাস বলবতী রাখো |

203.


হে বাঙালী যুবককুল, তোমরা এই মহামানবকে অবলম্বন করে মেয়েলি পুরুষ হতে পুরুষসিংহে পরিণত হও |

204.


Indian youth, follow this valorous soul and transform yourselves from effeminates to real men.

205. নিজস্বার্থে, পরস্বার্থে কোরোনা সংক্রান্ত সব রকম সাবধানতা অবলম্বন করুন |

206. The youth must take to the deep study of 'The Complete Works of Swami Vivekananda' if they wish to emerge as men and women of sterling character. Only then will the nation rise.

207. The plain and simple truth is this : the whole of the Indian subcontinent must be Hinduised once more. Only then will peace be there in the subcontinent and its people flourish. The civilisation that has rolled down millenia here needs to be reaffirmed and humanity shown the spiritual evolutionary way forward. Perhaps it will take centuries yet but it must be done and for sure it will be done. The Indian subcontinent shall be integrated one day, if even in the distant future as yet, under the banner of the Sanatan Dharma.

208. শুধু শিক্ষিত হলে হবে না | তথাকথিত সংস্কৃতিবান হলেও হবে না | স্বদেশের সনাতন হিন্দুভাবধারার ধারকবাহক হতে হবে | এ নাস্তিকের কর্ম নয় | ইন্দ্রিয়পরায়ণ, জড়বাদী, তথাকথিত বুদ্ধিজীবিরও কর্ম নয় | এ হল চরিত্রবান, দেশপ্রেমী, হিন্দুধর্মে গভীর আস্থাশীল, আদর্শপরায়ণ, আত্মশক্তিতে বলীয়ান যুবসম্প্রদায়ের কাজ | সনাতন ধর্মের স্বমহিমায় পুনঃস্থাপনের দ্বারাই হবে ভারতবর্ষের ভবিষ্যৎ উত্থান ও মুক্তি | তোমরা সকলে এই পুণ্যকর্মে একব্রতী হও |

209. চাই চরিত্রবান ও সাহসী কটি যুবক যাঁদের বিশ্বাসের মেরুদণ্ড সবল ও ঋজু, যাঁরা শুধু শাস্ত্রজ্ঞান প্রদর্শনেই পারঙ্গম নন, বরং সহজ সরলভাবে কাজে রূপায়িত করতে পারেন যা তাঁরা বিশ্বাস করেন মানবকল্যাণকারী বলে | এই দিয়ে হোক এই আধ্যাত্মিক বিপ্লবের সূচনা যা হিন্দুধর্মের রক্ষাকল্পে অনুষ্ঠিত হবে |

210. সমগ্র বিশ্বের কল্যাণ হোক ! ভারত সুরক্ষিত হোক ! বাঙালী জাগুক ব্রহ্মবিদ্যায় বলীয়ান হয়ে, নাস্তিক্যবাদে নয় !

211.


আমি CPI(M)কে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে ঘোরতর অন্যায় করার জন্য কখনও ক্ষমা করতে পারব না | পদে পদে মিশনের কাজে বাধা দিয়ে আজ CPI(M) বাংলার মানুষের কাছে ব্রাত্য | দেশ তথা সমগ্র জগতের গৌরব রামকৃষ্ণ মিশন | কোথায় তাঁদের জনহিতকর কর্মে সহায়তা করবেন, তা না, প্রতি পদক্ষেপে তাঁদের বিরুদ্ধাচারণ করা ও তাঁদের শুভ উদ্যোগকে ভণ্ডুল করা ছিল CPI(M)এর লক্ষ্য | ফলও পেয়েছেন এই হিন্দুবিদ্বেষী দল | আজ বাংলার রাজনৈতিক মানচিত্র হতে প্রায় নিশ্চিহ্ন | রচয়িতা : সুগত বসু

212. I see a dangerous trend among quite a large section of Bengalees of opposing the Sanatan Dharma. An equally large section is simply apathetic, unconcerned about the spiritual culture of age-old India which, of course, is the Sanatan Dharma as well. And a third section is the pretentious pseudo-secular one which is geared to aiding the gradual destruction of Hinduism, wittingly or unwittingly, but tending to drag the fate of the ancient spiritual culture of India that way. Regrettable, indeed, is this Bengalee propensity with its communism, atheism, beef culture et al.

213. আমার ফেসবুকের হিন্দু বাঙালী বন্ধু ও বন্ধুনীদের গোমাংসপ্রীতি দেখে বিস্মিত হচ্ছি | যথার্থই এই জাতি অধঃপতনের শেষ সীমায় এসে দাঁড়িয়েছে | বাঙালীর একাংশের বিশ্বাসঘাতকতা ও মেরুদণ্ডহীনতার সাক্ষর শুধু পলাশীর প্রান্তরেই ছিল না, তা ছিল ১৯৪৬এর দেশ বিভাজনের ষড়যন্ত্র রচনাতেও | সুহরাওয়র্দি, মুজীব প্রমুখ তো ভিনধর্মীয় বাঙালীই ছিলেন | আর এই ক্লীবতা ও কাপুরুষতাহেতু বুঝি দুই তৃতীয়াংশ বাঙালী আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন | বাকীরাও এক সিংহভাগ দেখছি গোমাংস ভক্ষণে উদ্যত | তবে আর কি ? প্রকাশিত হোক এই সকল বাঙালীর সঠিক পরিচয় | শিক্ষা ও সংস্কৃতির নামে ভোগপরায়ণতা, ইন্দ্রিয়াসক্তি ও চারিত্রদৌর্বল্য সমগ্র দেশের সম্মুখে প্রকাশিত হোক পূর্ণ নির্লজ্জতায় | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

214. সকলের কাছে প্রিয় হওয়ার প্রবণতা ত্যাগ না করলে সত্যকে আপসহীনভাবে ধরে থাকা যায় না |

215. তৃতীয় রিপুর আজ জয়জয়াকার | মমতা-মোদী-শাহ, সকলেই জনগণকে লোভ দেখাচ্ছেন সমানে ভোট দেওয়ানোর জন্য |

216.


হিন্দুত্ববাদ প্রচার করতে হলে সভ্য হওয়া আবশ্যক | নইলে মানুষ আস্থা রাখতে পারবে না এই মতবাদের ওপর তার অনুগামীদের অশ্রাব্য ভাষাপ্রয়োগহেতু | প্রচারকের ও অনুগামীর চরিত্রগঠন হওয়া চাই সর্বোপরি হিন্দুধর্মের গরিমা প্রকাশের জন্য ও হিন্দুধর্ম রক্ষার জন্য | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

217. হিন্দুর হিন্দুবিদ্বেষ দেখে স্তম্ভিত হতে হয় | শিক্ষিত, শিক্ষিতা, সংস্কৃতিবান, সংস্কৃতিবতী, ব্রাহ্মণ, ব্রাহ্মণীর স্বধর্মবিদ্বেষ আজ জগতের অষ্টম আশ্চর্য বস্তু | আর তা বিশেষতঃ বাঙালীর ঘরে |

218.


অনুগ্রহ করে আমার লেখাকে স্বামীজীর বাণী বলে আখ্যা দেবেন না | এতে স্বামীজীর প্রতি অসম্মান প্রদর্শন হয় | আমি স্বামীজীর একান্ত অনুগত ও যৌবনকাল হতে তাঁর বাণী ও রচনা পড়ে বর্ধিত | ফলে তাঁর বাণী ও রচনার ভাব অজান্তে অবচেতন মন হতে এসে পড়া স্বাভাবিক | অবশ্য, তা ইংরেজিতে হতে পারে কারণ আমি স্বামীজীকে পড়েছি ইংরেজিতে | যাই হোক, কথায় বলে 'Great men think alike' | সেই সূত্রেই বলি, 'Small men also think alike and some small men sometimes inadvertently articulate the thoughts of great men, though, in their own specific linguistic style which by resonance may perchance match the style of the said great ones. Hence ...' | যদি সত্যই সাদৃশ্য থাকে স্বামীজীর লেখার সাথে আমার লেখার, সে তাঁর অহেতুক কৃপা, এইমাত্র জানি | জয় স্বামীজী, আমার জীবনদাতা, চরিত্রগঠনকর্তা ও আলোকবর্তিকা ! রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

219.


বেশ লাগে দেখতে মানুষ কেমন শ্রীরামকৃষ্ণ ও স্বামীজীকে নিজের সুবিধা মত আংশিকভাবে উদ্ধৃত করেন এইটি বোঝাবার জন্য যে আমরা যাঁরা সনাতন ধর্মকে বলিষ্ঠভাবে রক্ষা করার কাজে ব্রতী, তাঁরা হলেন আসলে ধর্মান্ধ বিভাজনকারী | এই সকল অতিবিজ্ঞানী মানুষজনকে কাশ্মীর, পাকিস্তান, সাউদি আরব অথবা চীন কিম্বা উত্তর করিয়ায় কবছর থেকে আসতে বলতে হয় | তাহলেই এই রোগের অনিবার্য উপশম হবে | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

220.


আমাদের ঘরে ঘরে এত শত্রু যে দেশের ভাল হওয়া বড় সহজ সংঘটন নয় | জাতি হিংসারূপ দাসত্বে ভূতলে পতিত | সহস্র সহস্র নির্মল যুবকযুবতী এঁর ভাগ্য পরিবর্তন করতে পারবেন | নীচ মনোবৃত্তি ত্যাগ করে ঊর্ধগামী চেতনার আলোয় দেশের অতীত ইতিহাস যে ধারায় প্রবাহিত, সেই ধারাটিকে অক্ষুণ্ণ রেখে ভবিষ্যৎ নির্মাণ করতে হবে | চাই চরিত্র ও বিদ্যার যুগ্ম সংমিশ্রণ | অখণ্ড মানবতাবোধ, বেদান্ত নির্ঘোষিত দেবত্বতত্ত্বের উপর সংস্থাপিত, সমগ্র বিশ্বে প্রচারের সময় সমাগত | ভারতের সনাতন সংস্কৃতির এহেন বিশ্ববিকাশের দ্বারা সমগ্র মানবজাতির কল্যাণ সংসাধিত হবে | ভারতের এই জগৎ সেবায় নিজ কল্যাণ হবে সর্বোপরি | নীচতা, ঘৃণ্য সংকীর্ণতা ত্যাগের মধ্যেই ভারতাত্মার মুক্তি, সনাতন সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ সংরক্ষণ ও বিশ্বমানবের দেবত্বের
উদ্বোধন | যুবকযুবতী সকলে আসুন, মুক্তিকামী এই কল্যাণকর্মে আত্মবিসর্জনপূর্বক মানবসভ্যতার বিবর্তনের এক নতুন অধ্যায় রচনা করি |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

221. দেশের এই ভয়াবহ পরিস্থিতি ! মৃত্যুরূপা কালী তাঁর প্রলয়নৃত্যে মাতঙ্গিনী | মা দয়াময়ী, দয়া করো |

222. শরীরের ঊর্দ্ধে যাঁরা কিছু বোঝেন না, তাঁরাই জড়বুদ্ধি হন, তাঁরাই বস্তুবাদী নাস্তিক |

223.


সিপিএম যাবার পর পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে | এর কারণ মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসনিক
ক্ষমতার অভাব ও তাঁর দলের সাংগঠনিক দৌর্বল্য | একটি রাজ্য চালনা করতে গেলে যে রাজবুদ্ধি ও কর্মক্ষমতার প্রয়োজন হয় তা মমতা বন্দোপাধ্যায়ের নেই ও কোনোকালেই ছিল না | নেতিবাচক রাজনীতি করে ক্ষমতায় আসা যায় কিন্তু সুশাসন দেওয়া যায় না | ঘটনাও তাই ঘটেছে বাংলায় | এখন এর প্রতিকার কি ?
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

224. সাধারণ মানুষ যতটা অচেতন কোরোনার প্রতিষেধক নিয়মগুলির অবলম্বনের ক্ষেত্রে তার থেকে বেশী অচেতন সে বিষয়ে রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতানেত্রীগণ | তাঁদের অবহেলা দেখে আশ্চর্য হতে হয় | তাহলে কি দাঁড়ালো এই যে ভারতবর্ষ জনবহুল দেশ, দু চার লক্ষ মানুষ সরকারের অমানবিকতাহেতু মৃত্যুমুখে পতিত হলে কিছু এসে যায় না ? মানুষের জীবনের মূল্য আজ কি তাহলে যথার্থই ভোটের মূল্যর চেয়েও কম ? রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

225. কি 'করোনা', 'করোনা' করতে থাকে দূরদর্শনের সংবাদ মাধ্যমগুলি ? কথাটি তো 'কোরোনা' | কেন এই অহেতুক উচ্চারণদোষ ? আমরা কি কোনও দিক থেকেই একটু নিপুণ হতে পারিনা ? এ ভারী আশ্চর্য জাতিগত শৈথিল্য !

226. Our society is fractured on the basis of political, religious, social and economic differences. There can be only one basis for an attempted unity and that is to emphasise and activate in practical life the Vedantic truth of the inherent divinity of all living beings.

227. Theory there is plenty, practice of principles nil, character a rare phenomenon amongst verbose Hindus who will raise a storm over a tea cup. And there are the injurious heretics as well whose prime pastime is to indulge in the sacrilege of everything we, Hindus, hold as sacred and dear to our heart. Such then is the composition of Bengal, nay, India today.

228. What a magical book 'The Gospel of Sri Ramakrishna' is ! The moment you read it, it has a transformative effect on your thoughts. The mind is uplifted and one experiences a strange sense of peacefulness and bliss, as if one is transported over a century back right into the mart of happiness that Dakshineshwar was with the Master in its midst.

229. Manifest more of heart and less of tall talk if even they seem to be backed by the scriptures. Be original and simple such that it touches the heart of things and the hearts of men. There is strength in knowledge but vanity born of delusion in verbosity thereof. Keep things straightforward and your words will weave their special magic with men. Communication is the key.

230. Words can strengthen and words can weaken, too. When words flow spontaneous from the depths of the realised soul, they carry a thunderous force that forges character out of soft clay. Our race has well-nigh been debilitated by soft poetry. Now let people hear thunderous tones, the rumble of the monsoon clouds that announce the showers to rain in torrential terms. This race can no more bear further weakening. May strength flow through the sinews ! May strong blood course through the arteries to bring life to this ancient nation which was once the civiliser of the whole of humanity !

231. Sankritise Hindi. Save it from Urdu infiltration which has robbed it of its pristine character. The Hindi that is spoken today is too full of Urdu words. Hardly anybody speaks pure Hindi. This is attempted linguistic suicide. Save the victim before the deathly deed is done.

232. How with no compunction of conscience the Muslim rulers destroyed Hindu temples (a) to loot their riches and (b) to carry out Jihad ! How on earth can we forget or forgive such sacrilege !

233. How long shall communists be apologists for Islamic intolerance in India for the last 1350 years? And how long will they continue with their anti-Hindu stance to prop up their mischievous political programme of attaining yet historically failed ends?

234. How violent is Bengal of vaunted culture !

235. Mamata Banerjee is a fine footballer. She fouls often but does not get the Red Card.

236. গৈরিকের মানও তো রক্ষা করা চাই | ওমনি গৈরিকধারী হলেই হল না | পূজ্যপাদ বীরেন মহারাজ বলরাম মন্দিরে গৈরিকের মর্মার্থ বুঝিয়েছিলেন আমায় | তাঁর কথার তাৎপর্য আজও অনুধাবন করার চেষ্টা করছি |

237. ভারতের কমিউনিস্টরা তাত্ত্বিক দিক থেকে প্রতিক্রিয়াশীল হয়ে পড়েছেন | বিপ্লবের বিষম বিপর্যয় !

238. My Bengal, arise ! Vivekananda shows the way. Leave all others and follow him.

239. অনুভূতিই শাস্ত্রের প্রমাণস্বরূপ | এই অনুভূতি সাধনসাপেক্ষ, বালখিল্যের ক্রীড়াসম্পদ নয় |

240.


মানুষ হওয়া কঠিন কাজ | বক্তৃতায় কি হবে ? লোকে শুনবে, আবার ভুলে যাবে | স্নায়বিক উন্নয়ন হবে না | তার জন্য চাই সুসংস্কার, উন্নত গুরু, যথাযথ শ্রদ্ধা ও কালের কৃপা (কালেনাত্মনি বিন্দতি) | আর চাই প্রবল পুরুষকার ও একান্ত সরলতা | বুদ্ধি, হৃদয়, মনঃসংযম ও নিষ্ঠা -- এই চতুষ্টয়ের সমন্বয়ে দুর্গম সাধনমার্গ পরিক্রমণ সম্ভব | সাধনার স্তরে স্তরে চরিত্রগঠন হতে থাকবে | গঠিতচরিত্র, প্রজ্ঞা, হৃদয়বত্তা ও বিপুল কর্মক্ষমতা হবে সাধনসিদ্ধির চার ফল | তখন 'শিবজ্ঞানে জীবসেবা' | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

241. The simple folk who does not even know the meaning of the word 'patriotism' is often the bigger patriot than the erudite who speaks voluminously on it.

242. A life well-lived is worth a million speeches.

243. Love is crossing the barrier of the body to embrace another within oneself.

244.


"The highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existence." - Rabindranath Tagore, awarded the 1913 #NobelPrize in Literature.

#WorldBookDay

MY RESPONSE TO THIS STATEMENT OF TAGORE

The highest education is that which induces, inspires and energises us to transcend phenomenal existence as well that is our own relativistic identity and be self-conscious of the Self or the Absolute Existence which alone is. This is the ultimate Truth before which all relative truths pale into insignificance. What Tagore says is wishful thinking for in a universe of endless entanglements and confusing contradictions there can never be a harmony, however dearly aspired for, through both factual data collection or intellectual, emotional and moral reflection and response to such, however creatively endeavoured. All of phenomenal life is bound in the principle of energetic imbalance which never allows harmony as Tagore conceives in his philosophical fancy. Harmony in the real sense is possible only in the transcendence of phenomena which was not the poet's domain. Rishis have internally attained such spiritual balance and lived their lives post-realisation as Jeevanmukta with perfect control over Nature internal and near perfect control of the forces without as our Yogic shastras (Patanjali Yoga Sutra) claim. The harmony Tagore alludes to is wishful and never materialised in his own life but did so in the lives of Ramakrishna, Vivekananda, Shankaracharya, Buddha, Chaitanya and the like through their pursuit of the renunciate's life which was not Tagore's as he himself has affirmed in his celebrated poem 'Bairagya sadhaney mukti shey amar noy...' which adorns his autobiographical analytical study, 'Atmaparichay'. Hence, the poet's noble aspiration notwithstanding, his statement is fallacious and indubitably false.

245. হে আমার শ্রদ্ধাবিবর্জিত বঙ্গসন্তান, শ্রদ্ধাবান হও, জাগো !

246. Coronavirus has evolved, man has not. Hence the pandemic predicament in a second devastating surge.

247. কোরোনা বদলেছে, মানুষ বদলায় নি | তাই এই দ্বিতীয় ভয়াবহ সংক্রমণ স্রোত |

248. Oh, these brahmin communists ! Simply incorrigible bigots preaching morality and tolerance to the Hindu of universal acceptance.

249.Communism will never find sympathy with Indians en masse because it is anti-religion and patently anti-Hindu.

250. হিন্দুধর্ম পালন করা উচিত মানুষের যথাযথ সেবায়, অর্থলোলুপ জীবনযাত্রায় নয় | উপার্জন শুদ্ধ হোক, ব্যক্তিগত ব্যয় পরিমিত হোক ও জনস্বার্থে ব্যয় মুক্তহস্ত হোক |

251. বাঙালী ব্রাহ্মণ কমিউনিস্টগুলোর দশা দেখলে মায়া হয় | না ঘরকা না ঘাটকা !

252. Pacific Ocean এর pacific liar !

253. Slaves tyrannise over others, the master never does so. The master in his self-containment is ever compassionate.

254. বাঙালীরা অধিকাংশই দেহাত্মবাদী | তাই এত নাস্তিকের ভিড় বঙ্গসমাজে, এত কমিউনিস্ট, এত ভোগবাদী নিরীশ্বর গোমাংসভক্ষণকারী অশুদ্ধসংস্কৃতিসম্পন্ন শ্রদ্ধাবিবর্জিত মানুষ |

255. লেখাপড়া শিখে যদি নাস্তিক হতে হয়, গোমাংস খেতে হয়, শ্রদ্ধাবিবর্জিত হয়ে সনাতন ধর্মের বিরোধিতা করতে হয়, তো মূর্খ থাকাই ভাল |

256. আগে নিজে তৈরী হতে হবে হিন্দুধর্ম প্রচারের জন্য | ধর্মপালনের মধ্যেই ধর্মের প্রকৃত প্রচার | যাঁরা বিরোধিতা করেন হিন্দুধর্মের, তাঁরা দেখবেন সব ইন্দ্রিয়াসক্ত নাস্তিকের দল যাঁদের ভগবানে এতটুকুও মতি নেই | লেখাপড়া শিখলেই জ্ঞানী হয় না | তার জন্য চাই বিবেক ও বৈরাগ্য | এটি কথামৃত পড়লেই জানতে পারবেন | অতএব, সনাতন ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্দ্ধাশীল হোন | এতেই কল্যাণ |

257.

ওরে তোরা অধার্মিকের দল ! তোদের নিয়ে কি করব বল ?

258. এক নতুন প্রজন্মকে জন্ম দিতে হবে পিতামাতার শুদ্ধতার দ্বারা যারা হবে জ্যোতির তনয়তনয়া |

259. নিজের মন্তব্যে (commentএ) নিজেই 'like' দেন, এ ভারী অদ্ভূত আত্মসমর্থনকারী আধুনিক শিক্ষিতা, আত্মতুৃষ্টিতে ভরপুর !

260. There is a need for awakening manhood in the urban population and that can be by striking roots in the soil of our ancient civilisation where the epics induce higher imagination leading unto eventual freedom.

261. The Gospel of Sri Ramakrishna contains the concentrated essence of Truth in the recorded words of God.

262. One may if one wishes to but to me it seems Thakur's words in the Gospel are self-explanatory and need no cross-references from the classical scriptures for understanding. The Gospel is God's words simplified and updated to modern needs.

263. Through the dark night of material ignorance man travels unto the sunlit summit of spiritual realisation.

264. There is a need for simplicity to become spiritual. The crooked can never aspire for it nor will they feel inclined to do so. Theirs will ever be the way of the sceptic, the doubting Thomases of the day before dark night drags them into oblivion. Rectitude is the way of the sincere and the seeking.

265. Attitude is everything. Social interaction becomes fluid when the spirit of service is there. Life becomes lubricated, harmony ensues in social organisation and effciency follows.

266. জিতে কি হবে ? হেরেই বসে আছি | মৃত্যুর সময় এসব তুচ্ছ হয়ে যায় | তাই খুব করে নিজের ঢাক পেটান, আমরা শুনি | আপনি বড় ঢাকি ! শিক্ষার বড়াই নিয়েই থাকুন |

267.

বিদ্যার অহংকার বড় অহংকার, না পাওয়া যায় পার | এত খাটিনু সারাটা জীবন, এ কোন্ লেখে ছাড় ?

268. যে বিদ্যা জড়বাদী, তা অবিদ্যা, পরিত্যাজ্য |

269. যদি দেখি পণ্ডিত, তো হৃদয় পরিক্ষা করি | পাশ করলে পণ্ডিত বটে | A man of light with a heart. নচেৎ, মহামূর্খ |

270. প্রমাণ হল শেষে, ভদ্রমহিলা নাস্তিক | তাই প্রমাদ, প্রলাপবাক্য ও পরিশেষে মন্তব্য রেখেই পলায়ন | অর্থাৎ, যুক্তিতে পরাস্ত হয়ে পশ্চাদপশরণ | অবশ্য, আমায় ব্লক করে প্রার্থী পলাতকা | ধন্যি লেখাপড়া, PhD, Post doc, যা মানুষকে প্রায়ই মানুষ হতে দেয় না ও জড়বুদ্ধিকেই সর্বোচ্চ বলে নির্ণীত করে | এমন লেখাপড়া শ্রীশ্রীঠাকুর তাই বর্জন করে সমাজকে আধ্যাত্মিক আলোয় শিক্ষিত হতে অণুপ্রাণিত করেছেন | আর সেই শিক্ষাকেই সারাজীবন মস্তকে, হৃদয়ে, বাহুযুগলে ধারণ করেছি |

271. The illiterate person is more aware of God than the crooked professor of learning. Beware of education that nurtures atheism in you ! It is bent upon perverting your soul.

272. The truth of God becomes apparent to the one who follows the spiritual discipline sincerely. At least read Swami Vivekananda thoroughly for a few years and with utmost shraddha. Atheism springs from unconsciousness about one's own innermost self which is the Atman or the Self, the supreme reality of life and existence.

273. The great difference between man and the animal is that man can transcend physical limitations and realise God while the animal remains helplessly bound to its physical nature and, so, remains Godless. This capacity to realise God is organic in man and man alone. The animal is deficient in this regard. In it the divine possibility remains latent and does not manifest till through the cyclical process of transmigration of the soul it assumes a human birth and gradually reaches that level of nervous refinement where it can dive deep into its innnermost self and discover it as God.

274. I call for that education which not only develops the intellect but manifests the heart as well. Above all it should help in building the character of the students by instilling in them not mere surface scepticism but a deep reverence for knowledge and the attitude of seeking the truth.

275. Control of the senses and purification of the mind are essentials for the proper acquisition of knowledge. Shraddha, that intense aspirational mood seeking perfection, is the prime requisite in this regard.

276. Clever argumentation can win a debate, cannot dispel delusion that will persist and destroy eventually. Spiritual enlightenment alone is the way to cross this vale of delusion and attain immortality.

277. কথামৃত নিত্য পাঠ করুন কয়েক বছর টানা | নাস্তিকতার এই রোগ নিরাময় হবে |

278. বিদ্যায় কিছুই নেই যদি তা ব্রহ্মবিমুৃখ করে | তা অবিদ্যা বলে নির্ণীত হয়েছে সনাতন শাস্ত্রে |

279. বেদান্ত কিছু ঈশ্বরবিমুখ শাস্ত্র নয় | বেদান্তের অপব্যাখ্যা করা হয়েছে ও হচ্ছে জড়বাদীদের দ্বারা |

280. সেবাবুদ্ধি আসতে পারে না যতক্ষণ কর্ম লোভের দ্বারা পরিচালিত | তাই তৃতীয় রিপূ বর্জনীয় |

281.


বিশেষ অনুরোধ রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় আস্থাশীল মানুষজনের কাছে যে তাঁরা যেন বিপুলভাবে ঠাকুর-মা-স্বামীজীর জীবন ও বাণী পৃথিবী জুড়ে ছড়িয়ে দেন |

282. নিজেকে প্রতিষ্ঠা করতেই ব্যস্ত মানুষ, সনাতন ধর্ম প্রচারের তাঁর অবকাশ কোথায় ? পরিবর্তন প্রয়োজন এই মনোভাবের | স্বধর্মরক্ষা সর্বোপরি |

283. হিন্দু, ঘুমোলে বিনাশপ্রাপ্ত হবে অচিরেই | ঘরে বাইরে শত্রু আঘাত হানছে অবিরত | হিন্দু, জাগো !

284.


আদি শঙ্করাচার্যের আবির্ভাব হতে সনাতন ধর্মের পুনর্জাগরণ শুরু হয়েছে | রামকৃষ্ণ-বিবেকানন্দে তা ব্যবহারিক অর্থে পূর্ণতাপ্রাপ্ত হয় | ভারতের ভবিষ্যৎ এই সনাতন ধর্ম | এঁর গতি আজ অপ্রতিরোধ্য | সমস্ত পৃথিবী ভেসে যাবে এঁর অমৃতধারায় |

284. Atheists are like the fly that sits on the sore leaving the rest of the body. So do they quote the dreadfully sensate materialistic philosophy of the Charvaks to support their atheistic agenda and attempt to find passages in the Vedas that could be wrongly interpreted as being atheistic on account of their supposedly linguistic ambiguity. In a like manner these sense-slaves quote our scritures to support their beef-eating eventhough they are Hindus who since the days of the Buddha have shunned it for pertinent reasons.

285. The defeat of Prithviraj Chauhan enslaved India comprehensively although the earlier conquest of Sindh by Muhammad Bin Qasim had initiated the process of a thousand-year slavery of the Hindus to foreign powers. We should learn our lesson from history. Else, we shall perish as a nation. Practise and propagate the Sanatan Dharma.

286. All our political leaders are hypocrites. They held massive election rallies in West Bengal, unnumbered road shows and helped spread the dreaded Coronavirus, and now they sing the restraint tune to combat the pandemic ? Utterly characterless ! Shameless showmen !

287. বিজ্ঞাপনের সংস্কৃতি দেশের সর্বনাশ করছে | ভোগানলে ঘৃতাহূতি প্রদান, বাসনাকে অতিমাত্রায় জাগ্রত করে পণ্যদ্রব্য ক্রয় করিয়ে নেওয়ার প্রয়াস মানুষের মনকে নিম্নমার্গে আকর্ষণ করছে | পরিণতি হল মানবসম্পদের দ্রুত অবক্ষয় |

288.

Apostles of Sri Ramakrishna barring Swami Nirmalananda whose photograph does not feature here. He was the seventeenth monastic male disciple of the Master, Gauri Ma being the Master's female monastic disciple.

289. Our entire interpretation of life owing to western education is tending to be materialistic which is very unfortunate for it is terribly flawed. The Sanatan Dharma teaches us to view life in an integrated way entirely spiritual where matter is the lowest sheath under dense ignorance of the deluded soul.

290. পাশ্চাত্য শিক্ষাই একমাত্র শিক্ষা নয় | আমাদের ভারতীয় সনাতন শিক্ষা তার থেকে অধিকতর উন্নত শিক্ষা কারণ তা মানুষকে শ্রদ্ধাশীল করে ও ভগবানলাভে অণুপ্রাণিত করে |

291. 'আমি' গেল তো সব গেল |

292. অনন্তের আবার উঁচু নীচু !

293. আধ্যাত্মিকতা সংস্কারসাপেক্ষ |

294.
সুর আসে, সুর যায়, কে বা তারে বাঁধিবারে পায় ?

295. নাস্তিকতা সর্বদা ত্যাজ্য |

296.

এ দেশ সনাতন ধর্মের দেশ | স্বামীজী বলেছেন এ দেশে নাস্তিক হওয়া অসম্ভব | তাই সে চেষ্টা করা বৃথা পণ্ডশ্রম | উনি নিজেও একবার সে চেষ্টা করেছিলেন ও বিফলকাম হয়েছিলেন | 'সংশয়রাক্ষসনাশমহাস্ত্রং' শ্রীরামকৃষ্ণ তাঁকে শক্তি ও ব্রহ্ম উভয় মার্গেই উন্নীত করে ঈশ্বরোপলব্ধি ও আত্মোপলব্ধি করিয়ে সে সন্দেহভঞ্জন করেছেন | আমরাও তেমনি ঠাকুর-মা-স্বামীজীর শ্রীচরণে শ্রদ্ধাবনতচিত্তে শরণাপন্ন হলে সাধনমার্গে উন্নীত হয়ে পরমপদ লাভ করে সংশয়মুক্ত হতে পারব | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

297. যে নাস্তিক, সে নিজের অস্তিত্বকে অস্বীকার করে |

298. Planning leads nowhere in the spiritual path. It is a floating in the divine current in total surrender to the divine will that constitutes the trajectory of the spiritual aspirant. The impelling force is God and the destination is God as well.

299. আমাদের জীবনের কেন্দ্র শ্রীরামকৃষ্ণ | We are like live planets orbiting the stellar form of Sri Ramakrishna. And the star showers divine light and love which we drink and synthesise into a forest of flora and fauna animate with the root rhythm of life.

300.

The choicest thing of life is love and love is enshrined best in memory.

301. No love is ever lost between men when their common focus is God.

302. This world is like a laundry where the great washing machine of karma is cleansing us for appearance before the royal court of God.

303. This universe is the problem and God is its solution.

304. There is no way to peace but to accept everything as the will of God.

305. নাস্তিকতা ভাল নয়, মানুষকে শ্রদ্ধাহীন বানায় | এতেই বিলুপ্তি, সভ্যতার অবক্ষয়, ব্যক্তিগত জীবনে, সমাজগত বিবর্তনের পথে|

306. Atheists are polluting Bengal. Swami Vivekananda was disdainful about these irreverent atheists of degenerate sense-culture. He had exhorted the youth of Bengal to cultivate shraddha.

307.

Each comment you make to pervert the population with your atheistic views, I make a fresh post against it to rectify the direction of social evolution from its degenerate materialistic trajectory to the sublime spiritual one.

308. Living at the mercy of God, these fools of deluded understanding deny His existence and again and again come into the clutches of Death. Knowing Him, one attains immortality.

309. ব্রহ্মচর্য না করলে কি আর যথার্থ আস্তিক্যবুদ্ধি আসে ? বাঙালীর নাস্তিকতার এই হল মূল কারণ |

310. Men who have never bothered to practise self-restraint and study religion and higher spirituality in earnest, nonetheless, feel equipped to quip on its supposed utter hollowness. Their surface logic is pseudo-scientific and is expression of their inadequacy in learning and light, their sufficiency in self-conceit and their worldliness to a fertile fault.

311.

ভোগ ক্ষয় না হলে কি আর ভগবানে মতি হয় ? যতক্ষণ ইন্দ্রিয়াসক্তি, ততক্ষণ জড়বুদ্ধি, নাস্তিক্য, সংশয় ও বস্তুবাদ | ভোগান্তে পবিত্রতা, বিশ্বাস, শ্রদ্ধা, সাধনা, দর্শন ও শান্তি | ... সুগত বসু (Sugata Bose)

312. The brahmin is the ideal of the Hindu race, although not the modern degenerate Bengali version of it who is vile in his opposition to religion and its sublimest aspect, brahminhood.

313.
ভীতু আমি বাড়িতে থাকি, বীর আপনারা বাইরে | ভীতু থাকাই ভাল বাবা, বাইরে গিয়ে কাজ নাইরে |

314.


COVID is claiming so many souls. Swami Sampurnananda Puri ji the other day, now Swami Shantimayanandaji of Kochi RKM. May Mother protect the Mission ! May Mother protect all !

315. Making Sri Ramakrishna our centre we must engage in patriotic activity. Otherwise, all our effort will be in vain as we will deviate from the path on account of entanglement in Maya.

316. We must not infect spirituality with worldliness. Unless the life is lived, preaching is useless.

317. Political consciousness that is devoid of spiritual consciousness is an evil that must be countered.

318. ভোট পেতে হলে কাজ করতে হয় | শুধু স্লোগান দিলে কাজ চলে না, মানুষ ভোলে না |

319. তাহলে বামেরাই জিতছে তো ? কি বলেন লেনিনপন্থীরা ?

320. তৃণমূল কি তাহলে তৃতীয়বার ?

321. Mere polarisation along religious lines seemingly does not work in a modern world. One must sincerely work for the people to merit votes.

322. Character, dear politician, is what the people look for, not empty slogans. It is time to introspect and rectify course once evening sets in.

323. যে যার মত বলে চলেছে এখনও জিতবে বলে | শুধু বামেরা নির্বাক | কেন ভাই ?

324. হারিব তবু আশা ছাড়িব না |

325. লম্বা লম্বা কথা শেষ | ২০০ পার আর হল না | খেলা ঘুরে গেল | অতঃপর ?

326. If Mamata scores a landslide victory as seems ever so likely every passing moment, her national role will amplify beyond bounds and could alter the nation's immediate political future. The scenario of the 2024 Lok Sabha elections will alter significantly with Mamata in all likelihood emerging the prospective PM nominee for the prospective Grand Alliance against the ruling dispensation.

327. Whoever wins, vandalism must stop in the political sphere in West Bengal. Otherwise, the wrath of the people will be felt by the politicians who patronise these rogues, in the future.

328. যেই জিতুক, সাধারণ বাঙালী কিন্তু ফেসবুকে তাঁদের নানা মন্তব্যের দ্বারা তাঁদের অসংস্কৃত মনের পরিচয় বহন করে চলেছেন | শিক্ষিত মানুষের এই অসভ্য মনোভাব বিশেষ পীড়ার কারণ |

329. Now that TMC is ever so firmly entrenched in West Bengal, what will be the political future of BJP here? Will it also in effect disappear like the Left parties have?

330. Inducement did not work with Bengal. Good work could have. Now work for the good of Bengal and you will win its heart in the future. There is no other way.

331. মূলত সভ্যতারক্ষা প্রয়োজন তৃণ পর্যন্ত | বিজয়গৌরবে প্রমাদ যেন ভবিষ্যতের পতনের কারণ না হয় |

332. It seems the simple acts of help to the girls and women in general tilted the scales so heavily in favour of TMC.

333. Mamata on the verge of winning by the narrowest of margins. The seventeenth and last round of count is on. She leads by only 800 odd votes.

334. The fact that electoral prophecies by politicians have backfired like anything is proof of the fact that these political soothsayers are a bunch of liars whose words can never come true nor their promises ever fulfil.

335. So, negative politics and polarisation along religious lines practised by all the parties including the Conjoined Aliiance of the Left and the ISF has finally resulted in Mamata Banerjee sweeping to power for the third consecutive time.

336. With this third consecutive victory Mamata Banerjee etches her name in the annals of history. A woman of tremendous grit and single-mindedness, she epitomises the never-say-die spirit that is truly remarkable and worthy of emulation minus the demerits that she brings in in gaining such electoral success.

337. Mamata's earnestness of appeal, her capacity to touch the hearts of the people in her homely, simple way wins her this lanslide mandate over the superficial Modi brigade led by the PM himself which failed to catch the imagination of the people. Eventually, the woman of simple lifestyle and quick delivery on small promises made wins over the PM of lavish expenditure and tall promises left unfulfilled.

338. Is the PM coming to grace the CM's swearing-in ceremony ? He should to witness the tables turned on him.

339. বাংলার দুর্ভাগ্য হায় ! 'সোনার কেল্লা'র স্রষ্টার শতবার্ষিকীর দিনে 'সোনার বাংলা'র স্বপ্ন চূর্ণ হল |

340. TMC wins but has Mamata lost?

341. We need to combine force if we are to make any impact in the act of propagation of the Dharma. Individualism is good but isolation not so. The former must be maintained within the ambit of conjoined effort. Only then a substantial stir among the people will be possible to quicken.

342. তপস্যাই সর্বোচ্চ প্রচার |

343. অহংকার ভাল নয় | সরল না হলে আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়া অসম্ভব |

344. Our work is with individuals. One man spiritualised is worth a million lectures. This is what the view of Swamiji was.

345. Holy Mother Sri Sarada Devi remains the ideal for Indian womanhood. Each and every Indian girl must read her life and cast herself in the model of the Mother.

346. A monk must be devoid of Maya. Else, the ideal of renunciation will get lowered. There must not be a shadow of association with even a woman's portrait in a renunciate's mind. This was the view of both Sri Ramakrishna and the Holy Mother. The Ramakrishna-Vivekananda Movement will weaken if care to this effect is not taken.

347. By compromising character and pandering to sense weakness that masquerades as spiritual propagation one cannot achieve the desired spiritual end which stands on the adamantine foundation of absolute chastity.

348. The violence unleashed post-polls by the ruling dispensation augurs not well for the future of West Bengal and the security of Bengalis. It is a failed order in inertial continuance of its violent past with added force of vengeance compounding matters worse.

349. A rotten society throws up a rotten leader.

350.

Safe distancing and wearing the mask indeed ! An enlightened leader leading by example ! We will all follow you, rest assured, for we are the flock even unto drowning in the sea of ignorance when the shepherdess shows the way !

When pretension takes centre-stage
And playacting comes to the fore,
What hope there can of redemption be From gory deeds as before ?

351. আশ্চর্য ! নির্বাচন শেষ, হইলচেয়ারেরও ছুটি ! কী টাইমিং, গাঙ্গুলীর স্ক্যারড্রাইভের মত ! মানতেই হবে, খেলতে জানেন !

352. যেমন জাতি তার তেমনই নেতানেত্রী ! নিজে মানুষ হন, নইলে বিনাশ অবশ্যম্ভাবী |

353. What we now need is accumulation and conservation of power in silence, as Swamiji wanted us to do, and activation thereof of such along fruitful channels in the spirit of worshipful service. This is the way ahead. Not a bit of energy must in vain be lost.

354. Patriots are civilised. All uncivilised individuals are unpatriotic in that sense, for ruffians can never love their motherland. He who hates one, hates all. Love is a welling up of divine feeling, never merely selfishly politically so.

355.

আমাদের বাঙালীদের দুর্গতির দিন শেষ হতে এখনও অনেক দেরী | শিক্ষিত হলেই সংস্কৃতিবান হন না মানুষ ; সংস্কৃতিবান হলেই অধ্যাত্মচেতনাসম্পন্ন , সম্যক বোধসংযুক্ত
হন না | তাই জাতির আমূল সংস্কারসাধনের মধ্যেই জাতির ভবিষ্যৎ উত্থান সম্ভব | বাঙালী যদি রামকৃষ্ণ-বিবেকানন্দকে আদর্শরূপে না ধরে যথার্থভাবে, তো বাঙালীর ভবিষ্যৎ উন্নতির আশা সুদূরপরাহত |

356. 'ভদ্রলোক' জাতিটি শীঘ্রই extinct species এ পরিণত হবে |

357. Optics is one, efficiency another.

358.



এঁরা হলেন মায়ের যথার্থ ছেলে | রাজনৈতিক নেত্রী, শিখুন | তারপর রাজ্য পরিচালনা করুন মানুষের মতন |

359. In an exploding population scenario declining culture is the natural result. Demographic degeneration is inevitable. This is the law of social gravitation.

360. Communism is a totalitarian, intolerant, violent philosophy, atheistic and materialistic in character, which is unsuited to India with its predominantly spiritual temper geared towards higher realisations. Man does live by bread but not by bread alone. Beyond the body and the gross mind there yet are subtler realities that go by the name of Spirit, Soul, Self, call them what you will, but, indeed, 'there are more things in heaven and earth than are dreamt of in your philosophy', Marx.

361. What will it do to say, "I am a humanist and I love all human beings without distinction."? Has the heart expanded to love all of humanity ?

362.

ভগবান আছেন অবশ্যই | বোঝার জন্য সৎ সংস্কার লাগে ও পরিপূর্ণ অনুধাবনের জন্য লাগে সাধনা | বালখিল্য নাস্তিকের ক্রীড়াক্ষেত্র নয় সনাতন ধর্ম |

363. মিথ্যাবাদিনীর কথা শুনতে ভাল লাগে না |

364. সাধুর মন হবে নির্মল | তিনি সকলকে ভালবাসবেন | তিনি যদি তাঁর ভালবাসায় পক্ষপাতিত্য করেন পাত্রের অবস্থাভেদে তাহলে বুঝতে হবে তাঁর গভীর অন্তর্দৃষ্টি এখনও জাগেনি | অতএব, তিনি ধর্মপথের পথিক হলেও সাধুসত্তায় উপণীত হননি এখনও | সাধুর উদারদৃষ্টি | তিনি মানুষের বাইরের দোষগুণের খোলস দেখে বিচার করেন না | তাঁর অন্তর্ভেদী দৃষ্টিতে প্রকটিত হয় মানুষের দেবসত্তা | সেই সত্তাসন্দর্শনে সাধু আত্মপর দেখেন মানুষকে ও আত্মপ্রেমে বিশ্বকে আলিঙ্গন করেন |

365. When a leader resorts to lies right and left, what is left of leadership?

366. Spiritual practice itself is a great social help for it pacifies animated feelings in society, spreads peace and wisdom which creates the necessary conditions for society's fulfilment. The man of God is the man of Man.

367. Modern Bengal's pronounced atheistic, materialistic tendency is the cause of its downfall. It is time for Bengal to reverentially revert to Ramakrishna-Vivekananda as our ancestors of foremost fame in the freedom struggle did.


368.

OFF WITH EFFEMINACY IN MUSIC !

Vigorous music ought to replace this effeminacy in music as afflicts Bengal even upto the highest echelons of her spiritual societies. What a denial of the words of Swami Vivekananda who repudiated such music when they proliferate even in his own monastery ! One needs a disinfatuated manhood in renunciation and a vigorous coursing of blood in the arteries to be able to appreciate the words of the leonine Swami of perfected manhood whose only aspiration even above propagating the principles of the Vedanta or of Ramakrishna was to awaken manhood in this debilitated race. India has failed Swamiji. Bengal has utterly failed him. Today the two questions that rock one's mind are as follows : 1) Has Bengal utterly lost manhood ? 2) Has India overall become pronouncedly effeminate ?

Written by Sugata Bose

369. আমাকে ছোট করে তুমি বড় হবে ? সে হবার নয় |

370. একটা ছেলে বা মেয়ে চোখে পড়ে না যার মধ্যে শ্রদ্ধার ভাব জাগ্রত | এ বড়ই দুর্দিন বঙ্গসমাজের |

371. A mild moderation is not the call of the hour but a forthright affirmation of one's conviction. If one shies away from calling a spade a spade, one shall be compromising with untruth and, so, betraying Swamiji who never so made common cause with falsity to appear humble or good in the eyes of all. Swamiji's famous letter to Mary Hale bears testimony to this effect.

372. কাপুরুষতা দূর হোক ! এখন বলিষ্ঠ মানুষ চাই যাঁরা মুক্তকন্ঠে সত্যভাষণ করতে পারেন আদর্শে স্থির থেকে |

373. Our absolute allegiance is to Truth and not to Organisation that is its votary in a limited sense. However, for effective work of the regeneration of humanity, our conditional allegiance must also be to Organisation that works for the Cause.

374.

ইনি হলেন বাঙালী যুবক যুবতীর আদর্শপুরুষ | এঁকে অনুসরণ করলেই তাদের মঙ্গল | বাকীরা মায়ার বিভ্রান্তিতে জড়াবেনই জড়াবেন | তাই তাৃঁদের পরিহার করে স্বামীজীকে ধরো |

375.

সরল হলেই ভগবানে ভালবাসা জন্মায় আর তাঁর প্রতি ভালবাসা এলেই তাঁকে দেখার প্রবল আকাঙ্ক্ষা জাগে | তথনই সাধনা যার পরিশেষে তাঁর কৃপায় তাঁর দর্শনলাভ |

376. সাধনায় প্রকটিত হবে শাস্ত্রের গূঢ়ার্থ | শুধু বই পড়ে কি বোঝা যাবে ?

377. লোকের কাছে মান্য হবার বাসনা থাকলে ঈশ্বর বহু দূর |

378. সাধনার শেষে সমাধিতে এই উপলব্ধি হয়ে সাধক অবাক হয়ে যান, "যাকে এতদিন ঈশ্বর বলে জানতাম, তিনি আমি স্বয়ং ?"

379. পবিত্রতা ও প্রেম -- এই দুইটি হল আধ্যাত্মিক পথের সম্বল যার সহায়ে ঈশ্বরদর্শনরূপ জীবনের অন্তিম লক্ষে পোঁছানো যায় |

380.

Such monks are rare. Now it is compromise all the way with the ways of the world with delusion ruling divinity and the ochre pandering to the vanities of the world. It is degeneracy indeed and time for the Lord to manifest Himself again to rectify things. A new spiritual dispensation is in the offing. Be watchful. It is coming and will set the decadent order of society right.
Photo : Swami Vireshwaranandaji Maharaj, the 10th President of the Ramakrishna Math and Ramakrishna Mission. He was a disciple of the Holy Mother Sri Sarada Devi.

381. ভাল আধার প্রায়ই পাওয়া যায় না | অধিকাংশই ভোগমুখী |

382.

বিষয়বুদ্ধি অনেকাংশে প্রশমিত না হলে কি আর মানুষ ঈশ্বরপরায়ণ হয় না তার ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে নিশ্চয়াত্মক বুদ্ধি আসে ? তাই বঙ্গসমাজে এত নাস্তিকের প্রাদুর্ভাব | এ কিছু বাঙালীর গৌরবগাথা নয় বরং তার নিম্নভোগপরায়ণতার পরিচায়ক |

383. The life of an individual and the life of a nation depends on its chastity. If ever the average purity of a people sinks beneath a critical level, that civilisation is cast into the wastebin of history and humanity moves on.

384. ভারতের বর্তমান শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন | পাশ্চাত্য ভোগবাদ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ উচ্চশিক্ষিতদের শ্রদ্ধাবিবর্জিত উদ্ধত স্বার্থান্বেষীতে রূপান্তরিত করেই চলেছে | এতে ভারতের অশেষ ক্ষতি হচ্ছে | আশু প্রতিকার প্রয়োজন | চাই সনাতন শিক্ষা | বর্তমানে সর্বশ্রেষ্ঠ মেধাসম্পন্ন ছেলেমেয়েরা পাশ্চাত্যের প্রয়োধারায় শিক্ষিত হয়ে অমানুষ তৈরী হচ্ছে আর নিম্নমেধার ছেলেমেয়েরা বৈদিক শিক্ষায় পরবর্ধিত হচ্ছে | এর বিপরীত হওয়া আশু আবশ্যক | তবে এ দেশ জাগবে |

385. নোঙ্গর ফেলে দাঁড় টানলে কি হবে ?

386. A monk is one who does not unduly associate with woman. If he does in any remote sense also, then he loses his monastic status in the eyes of Thakur.

387.

Absolute brahmacharya for a monastic dictates complete abstinence from association with woman. A monk ought not to even look at the picture or wooden form of a woman, said Holy Mother Sri Sarada Devi. Such strictness is only for the monk who has assumed his dead-to-the-world status after performing his own final rites prior to assuming sannyas. Householders are enjoined to renounce carnal connections within societal bounds. Virtue thus maintained manifests vigour and strength in a race making it blossom unto its spiritual end. Written by Sugata Bose

388.

Narendranath Datta, 23 years, at Kashipur, 1886 -- model for the Bengali youth today, much deluded by Marxism and other materialistic Western derivatives.

389.

বৈজ্ঞানিক বিজ্ঞানে পারঙ্গম, ঈশ্বরতত্ত্বে নয় | তাই তাঁর ঈশ্বরের অস্তিত্ব-অনস্তিত্ব বিষয়ক মন্তব্য আধ্যাত্মিক পথের পথিকের কাছে মূল্যহীন | ঈশ্বর জড়যুক্তিগ্রাহ্য তত্ত্ব নন | তিনি অতিন্দ্রিয় অনুভূতিদৃষ্ট | তাই জড়বিজ্ঞানবিশারদ তাঁর হদিসই পান না | অতএব তাঁর ঈশ্বরসম্বন্ধীয় বক্তব্য অবান্তর ও ধর্তব্যের বিষয় নয় অধ্যাত্মপিপাসুর কাছে | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

390. ছবির জয় ভাল নয় | ওটা দেহকেন্দ্রিকতা, মায়ার কবলে পড়ার লক্ষণ |

391. নিজেকে না ভুললে কি আর ঠাকুরের সেবা করা যায় ? আত্মবিস্মরণেই ভগবৎস্মরণ |

392. The difference between human love and divine love is that the former is the play of the ego while the latter is the overflow of its transcendence. Human love is that same divine love clothed in the apparel of impurity, that of the dust of desire hindering its full flow.

392. অন্তর্মুখীনতাই আধ্যাত্মিকতা |

393. Rising above the organic level is spirituality.

394. Generations hence we shall be regarded as the ones who were born within the first century of the Master's presence on earth. Sri Ramakrishna was God in earthly attire sporting with His children on Paradise Planet.

395. A genuine spiritualisation of the world is the way to rise above the material maladies afflicting the world. Sri Ramakrishna shows the way.

396. হয় অহংকারকে পাবে নয় ভগবানকে পাবে | এখন দেখ কোনটা চাও |

397. The hankering for name and fame is dangerous for the monastic. 90% of the monks are bound by it, says Swamiji.

398. When Maya catches you, you do not know it for She intoxicates you unto egotistic submission to Her devious ploys. Monks must ever be watchful of Maya for renunciation is the journey along the razor's edge and the slightest inadvertence can lead to a precipitous fall.

399. মায়ায় আবদ্ধ, তাই নাস্তিক, দেহাত্মবাদী |

400. If we are going to be so full of ourselves, how shall we serve God ? It will be a travesty to call self-promotion service to God. Total annihilation of the self is the necessary condition. Beware !

401. How hard people try to preserve their puny personality and yet it inevitably perishes ! If futility ever there was in an exercise on earth, it was in this foolish misadventure.

402. This Reality is too subtle for even the man of erudition to perceive. Maya envelopes everything, covering this Supreme Truth. Once Maya lifts, immediate perception follows and Existence-Consciousness in its essence reveals Itself to Itself as it were.

403. Man, poor man ! Either for a piece of bread he dies or for a bit of recognition he lives !

404. অমরত্বের বাসনা, তবু বস্তুবাদ যায় না | কি আশ্চর্য জিনিস ! ওরে ভোগা, সনাতনদাকে কি চিনিস ?

405. We are all caught in little worlds of our own while the vast world around goes unnoticed.

406.

Manhood - this is what Swamiji strove to awaken in his fallen countrymen. Unfortunately, the nation progressively today, especially my community, the Bengalis, continue to be significantly a race of effeminates with their so-called soft culture their staple diet even unto impending extinction as a virile race of vigorous possibilities.

407.

একমাত্র ব্রহ্মচর্যের দ্বারা এই পতিত হিন্দু জাতির উত্থান সম্ভব | স্বামীজীর বাণী বজ্রনির্ঘোষে দিকে দিকে প্রচার করতে হবে | ঘরে ঘরে পাঠচক্র করুন যেখানে পরিবারের সকলে সম্মিলিত হবেন ঠাকুর-স্বামীজীর চর্চায় | তবে তো হিন্দুর ঘরে ছেলেমেয়েরা যথার্থ মানুষ হবে | নচেৎ, বিজ্ঞাপনের ভাঁড়, নইলে নাস্তিক কমিউনিস্ট কিম্বা শ্রদ্ধহীন অর্থলোলুপ অমানুষে পরিণত হবে তারা যেমন এখন হচ্ছে | এখনও সময় আছে | এই নাচ-গান-কবিতা-নাটক-চলচিত্রের সংস্কৃতি ছেড়ে নিজেরা মানুষ হন, সন্তানকে মানুষ হওয়ার পারিবারিক আবহাওয়া তৈরি করে দিন | রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

408. আর কত সুন্দর হব আয়নার সামনে ? এবার একটু চর্মচর্চা ছেড়ে চরিত্রচর্চা হক | লোকের বাহবাও বেশী পাওয়া যাবে তাতে যদি তাই লক্ষ্য হয় | আর তা না হলে কালে অমৃতত্বলাভ |

409. Young men and women of Bengal, for a while learn archery, shooting, horse-riding, fencing, wrestling and body-building instead of pursuing effeminacy along diverse soft artistic lines. Be men !

410. When a nation loses character, it is meet that it reanchors itself in the teachings of its greatest men. In the case of India one such was very recently among us and has left behind his solutions to India's present maladies. Swami Vivekananda is his name. Have you heard of him or has he got lost in the crowd that is dancing to the tune of the copious composers of dubious disposition ?

411.

Do not spread Maya. People are already much deluded. Do not add on to the delusion. The inebriated need to be brought back to normalcy. Do not intoxicate them further till they are senseless. Do not inject
the poison of lustfulness cloaked in the garb of soft, debilitating literary and artistic culture. Allow manhood to have free play. Celebrate Swamiji and become like him, a man to the very marrow.

412. If you are spiritual, you are self-effacing. Does a spiritual person advertise himself so much ?

413. একটা ভাল ছেলে বা মেয়ে দেখি না যার মধ্যে একটু সরল আধ্যাত্মিক জিজ্ঞাসা ও পথপরিক্রমণের শুভ ইচ্ছা আছে | আর থাকবেই বা কোথা থেকে যেখানে সাধুদের পর্যন্ত আজ এই হাল ? শুধু আত্মপ্রচার আর আত্মপ্রচার, বিন্দুমাত্র তপস্যা নেই |

414. তেজ, বীর্য বিন্দুমাত্র নেই, শুধু শাস্ত্রের বুলি কপচানো | ওতে ভবি ভুলবে না, চাই চরিত্র |

415. যার হৃদয় জাগ্রত, তার কি লোকমান্যে আসক্তি জাগে ?

416. He whose heart has been awakened, can such a one be sold to seeking name and fame ?

417. Not a bit of courage or continence, just uttering scripture parrot-like. The Lord will not be moved by such magic. What is needed is character.

418.


For my young friends. This is your youth icon, this your ideal person in life, in contemplation and in vigorous action thereof.

যুবকযুবতীদের প্রতি | ইনিই তোমাদের আদর্শপুরুষ, ধ্যানে, কর্মে, জীবনের প্রতিটি পদক্ষেপে |

419.

প্রতিটি ভারতীয় মেয়ের ইনি আদর্শ | অথচ, তোমরা সকলে মায়ের জীবন ও বাণীর সাথে সম্যকভাবে পরিচিতও নও | মেয়েরা, এবার মায়ের জীবন অনুধ্যান করো ও অনুরূপ চরিত্রগঠন করো |

She is the ideal of every Indian girl. And, yet, most of you are barely acquainted with her life and teachings. Now, girls, take to the earnest study of the Mother's life and build your lives around it.

420. এখন তো আমরা কালীর পুত্র, কাপুরুষ !

421. আর প্রার্থনা নয় | এবার ব্রহ্মচর্য |

422.



Swami Gahanananda, then a newly admitted novice at Bhuvaneshwar Ramakrishna Math : Bless me, Maharaj, that I can spend this life well. Swami Nirvanananda : Everything depends on yourself. And the keynote of the future Swami Gahanananda was struck.

423.


স্বামীজী, তোমার মহা পরাজয় ! এই মেরুদণ্ডহীন জাতি তোমায় পরিত্যাগ করে নাচতে গাইতে আর কবিতা লিখতে শিখেছে তোমার সতীর্থের কাছে, তাও spiritless effeminate representation of it | তোমার মর্ত্যে
আসা আপাতত এরা বাঞ্চাল করেছে, করছে, করে চলেছে | ধৈর্য ধরো | তুমি যদি পরিত্যাগ করো তো এ জাতি অচিরেই কাব্যগীতনৃত্যসমেত কালগর্ভে অবলুপ্ত হবে |

424. The average intellectual level is abysmally low among the educated in India as evident from social media interactions. Spirituality then is a far cry.

425.


Do not be deluded by these apologists for the senses in the form of your favoured poets and composers of immortal national recognition. Follow Vivekananda and be free of this terrible bondage to body.

426. Rare individuals observe truth to perfection, organisations seldom do. They are all compromised one way or the other to untruth, however little.

427.


খুব কম ভক্ত ও সাধু আছেন বা ছিলেন যাঁরা স্বামীজীর বাণী যথাযথভাবে অনুসরণ বা পালন করেন বা করেছেন | স্বামীজীর জাতির উদ্দেশ্যে পৌরুষজাগরণবিষয়ক আজ্ঞা, সেই সংক্রান্তীয় আচরণমূলক সাবধানবাণী ও নিষেধাজ্ঞা খুব কম মানুষই অনুধ্যান ও অনুসরণ করেছেন |

428. Not a minute must be wasted in fruitless activity but every moment must be spent in awakening the sleeping lion within all. 'Arise, awake and stop not till the goal is reached !'

429. The infinite stretch of time is but the moment's apparent undulation. It is an Eternal Presence in essence.

430. Do not dilute spiritual truth by seeking to make it compatible with the sensory man's sensual living. Better by far that the worldly man rises to truth than truth stooping to reach him and, so, falsifying itself.

431. Do not lower your guard, O monks, in your bid to spread the Word, and, so, downgrade the mark of monasticism that you verily ought to uphold. The Master would not approve of such dilution.

432. A flaming character is the need of the hour who the youth can ardently follow and model their lives on. Know you any such ?

433.


স্বামীজীর এই যে বাণী, "চালাকির দ্বারা মহৎ কাজ হয় না," এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য যার মর্মার্থ অনুধাবন করলে মানুষের জীবনে আমূল পরিবর্তন হতে পারে শ্রেয়ের দিশায় |

434. Few, alas, so few are interested in spiritual matters ! Most are immersed in worldliness.

435. Every movement of yours must be manly, every fibre of your being radiating the power of personality springing from your spiritual divine essence. Be the conduit of infinite strength.

436. It is a pity that we are so careless in our spellings and punctuation when we write on Facebook. This is proof of our national negligence when it comes to perfection in executing anything. We must turn on a new leaf in this regard. Else, national efficiency will never be.

437. Are we the nation that built the Taj Mahal ?

438.


This is the Mother. Be like Her, heroes and heroines of the highest order of humanity where divinity touches your being and lifts you unto the ethereal.

439. Give up soft sentimentality and manifest a large love for the world in tangible terms so that humanity rises from its mire of material ignorance.

440. এই বিজ্ঞাপনগুলো হচ্ছে সবচেয়ে জঘন্য, চরিত্র দুর্বল করে | মুম্বাইয়ের চলচ্চিত্র জগৎ ভারতের সাংস্কৃতিক সর্বনাশের এক অন্যতম কারণ |

441.


নিজের বয়স লুকোনো একপ্রকার নিজের জন্মের মুহূর্তকে অস্বীকার করা | এ তো নিজের মায়ের পবিত্রতম প্রজননলগ্নটিকে অস্বীকার করা যা তাঁর চরম অসম্মান | তাই, বয়স লুকোবেন না | কি হবে ? হোক না বয়স | লোকে জানলে কি আসে যায় ? সত্যজ্ঞান তো ভালই | আপনি নিজের সঠিক পরিচয়জ্ঞাপনে সমর্থ বোধ করবেন, নিশ্চিত জানবেন |

442. There needs to be a far greater and vigorous propagation of the life of the direct disciples of Sri Ramakrishna. There is an abysmal national ignorance about it.

443. I am convinced that if every child in India gets to hear about the life and message of Swami Vivekananda, India will with an electric effect change for the better.

444. Hinduism is too broad-based, too diverse to have focus in propagation. What is needed now is to heavily propagate the life and message of the divine duo, Ramakrishna-Vivekananda, in effective terms for the general message of Hinduism to reach the world with its consequential transformative effect. The world will die otherwise.

445. Humanity sold to commerce ? If this continues, we are in for treacherous times.

446. Profile-locking is good but locking the senses better. Would it were that more people engaged in such self-restraint instead of this cosmetic captivity !

447. এত ভয় পাবেন না সকলকে | নিজসংরক্ষণস্বার্থে অনাবশ্যক ভীতসন্ত্রস্ত হওয়া নিরর্থক | এই কথাটি সাধারণ অর্থে লিখলাম | কোরোনার সাথে কোন সংযোগ নেই এর |

448. এত লিখি কিন্তু পাঠক যাঁরা, তাঁরা প্রায়ই বোঝেন না মর্মার্থ |

449. নিশ্বাস যেমন ধরে রাখি না আমরা, সাধু তেমনই কিছু সঞ্চয় করেন না | তাঁর স্বতঃস্ফূর্ত আহরণ ও তাৎক্ষণিক বিসর্জন | সাধু নিত্যে বিদ্যমান |

450.



Two dear monks departed recently, claimed by COVID. Bottom, Swami Sampurnananda and top, Swami Shantimayananda, both of Ramakrishna Mission. I was personally associated with Swami Sampurnananda Puri who had visited me twice at my residence. He was in close communication with me.

451. The food that you eat leaves its mark on your body. The imprint it leaves on the mind is even more significant. Hence, beware what you eat and what you think thereof, for diet affects directly the thoughts.

452.


এ পৃথিবীতে তো আমরা দুদিনের জন্য আছি -- একদিন বর্ধনের, আর একদিন ক্ষয়ের | এরই মধ্যে অভিজ্ঞতা -- অনাধ্যাত্মিক, আধ্যাত্মিক, দুইই | ঈশ্বরলাভই অন্তিম লক্ষ্য, উপলক্ষ্য অনেক |

452. From the lush green leaf of Brahman fall droplets of crystal clear water, each a complete universe. Endless is the fall and endless the stream of creation.

453. The defence of Hinduism is not merely a political or a social enterprise but a spiritual one too. Power must percolate through every pore of Hindu society in an inward and an outward current till each and every Hindu vibrates to its very effect with palpable force and finds himself/herself transformed. The conquest of the world with Hindu thought is the agenda, its spiritual conversion to the Eternal Religion. This is the future fate of humanity and to this effect we must with unfailing zeal serve. Fanatical zeal with universal idealism -- that must be the way ahead. I have joined in this ancient stream. Now join in all of you and fulfil our national destiny, the preservation and propagation of the Sanatan Dharma.

454.


Resist conversion of Hindus to Christianity and Islam. These are antinational forces that are threatening to break India by eating into the solidarity of Hindu society. If you are patriotic, then defend Hinduism vigorously. Upon its survival depends the future survival of our civilisation. Develop an intense love for the Sanatan Dharma as Swamiji had exhorted you to do. Do not let him down. Do not let your motherland down. Love each and every Hindu as your very own and bring them up to life and fulfilment.

455. Leaders with donkey's brain have precipitated matters till death has become next-door neighbour to most and threatens to break into our houses any moment.

456. Reduce human interaction. Save yourself.

457. Overcentralisation of governmental apparatus has resulted in the serious health crisis we are in the states today. The federal structure has been undermined to disastrous effect.

458. মানুষের সাথে ব্যবহারটুকু ভাল করুন অনুগ্রহ করে | এতে সামাজিক সম্প্রীতি, সংহতি ও কর্মদক্ষতা বাড়ে যা আজ বিজ্ঞানমনস্কতার সাথে সমভাবে আবশ্যক এই ভয়ানক অতিমারী হতে পরিত্রাণ পাওয়ার জন্য |

459. Do not insult your own ones. It is like cutting the branch of the very tree on which you are sitting.

460. সব ব্যবসা হে, সব ব্যবসা ! এ দুনিয়ায় সব বানিজ্য করছে | ভালবাসা কোথায় ?

461. কত অহেতুক শক্তিক্ষয় ! কী বিপুল পণ্ডশ্রম ! এই শক্তি গঠনমূলক কাজে লাগলে কত ভাল হত !

462. অজ্ঞতা যখন পাহাড়প্রমাণ হয়, তখন দুর্যোগের ঘনঘটা ঘনিয়ে আসে | ছেলেমেয়েরা, লেখাপড়া করো যাতে একদিন তোমাদের মাঝখান থেকেই তোমরা শিক্ষিত দেশনেতানেত্রী নির্বাচন করতে পারো | সেদিন দেশে সুদিন আসবে |

463. মা !

464. Now neither darkening of the electric night for nine minutes on the 5th night of the 4th month from 9 to 9.09 p.m. and lighting lamps, torches or candles in its place will help. Only the illumination of medical science will. Medievalism ought now for good to be relegated to the wastebin of history, superstition cast aside and a scientific temper fostered among the nincompoops masquerading as messiahs of the teeming millions of the motherland.

465.


জ্ঞানের চিহ্ন, প্রথম — শান্ত স্বভাব ; দ্বিতীয় -- অভিমানশূন্য স্বভাব। - শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যার প্রচেষ্টামাত্র : শান্ত, অর্থাৎ, গুণের আন্দোলন অতি সামান্য, সত্ত্বগুণে স্থিত | অভিমানশূণ্য, অর্থাৎ, প্রকৃতিকে কর্ত্রী জেনে নিজেকে অকর্তাবোধ অথবা দেহমনবিশিষ্ট সত্তাকে প্রকৃতিরই গুণসম্পন্ন ভৌতিক সত্তা জ্ঞান করা | ... সুগত বসু (Sugata Bose)

466.



The prestigious international journal 'Nature' has categorically blamed the Modi Government for the pandemic disaster obtaining in India today. Gross mismanagement, executive failure of the Union Government to implement medical directions afforded by the international scientific community. This comes close on the heels of the damaging report by the reputed international medical organisation, Lancet, which highlighted the Modi administration's abysmal failure in multiple terms to tackle the terrible spread of the dreaded Coronavirus.

467.


How hard it is to believe another, if even he be a seer of Truth ! We must always reason and reason but never test it out sincerely to find the Truth for ourselves. As if reason will lead us beyond itself where Truth in its transcendence of phenomena abides. Caught in the quagmire of logic and word, we are deluded into perpetual scepticism when the very source of Truth abides within us, holding us together amidst the whirl of delusive desire whose dust-storm raises a fine cover over our deepest comprehension.

468. প্রতি মুহূর্তে বদ্ধতা, প্রতি মুহূর্তে মুক্তি | কিন্তু প্রলম্বিত বিষয়স্মরণ (persistence of sensory perception) ঘটায় আপাত স্বরূপবিস্মরণ |

469. Education must make us humble and not violent as it so often does where the vanity of little learning (doctoral thesis included) covers consciousness and brings to fore the brutality of the primal man instead of the sanity of the pristine principle.

470.


বাংলা কবিতা পাঠ করতে হবে বলিষ্ঠভাবে ; সচরাচর যে অতিনমনীয়, অতিকমনীয়ভাবে তা পঠিত হয়ে থাকে, সেভাবে নয় | জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি আচরণে, অঙ্গসঞ্চালনে, ব্যবহারে, বাক্যে, বাচনভঙ্গিতে, সংগীতে, শিল্পে, কর্মে, ভাবে, সাহিত্যে, শোকে, সুখে, সর্ববৃত্তিতে শক্তি প্রবাহিত হওয়া চাই | স্বামীজী এমন বাঙালী জাতিই চেয়েছিলেন |

471. The Sanatan Dharma is the eternal way of the evolving soul en route to freedom from the cycle of birth, life, death and rebirth. It is the science of life, of soul, existence et al.

472. Do not forget the glory of the human soul. It is the one thing that is spiritual in a web of material name and form. It is you. You are it.

473. Religion must become practical. Only then is its efficacy. Nothing in life is beyond the scope of the Sanatan Dharma.

474. Anarchy going on in West Bengal after the elections. People being violently targeted, rendered homeless, women molested. The entire law and order machinery in parts of the state has broken down. Government blissfully inactive. Bengal, you have dug your own grave !

475.



আদর্শের কি অসীম প্রভেদ ! 'ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার |' ... রবীন্দ্রনাথ ঠাকুর 'বঞ্চন কামকাঞ্চন অতিনিন্দিত ইন্দ্রিয়রাগ |' ... স্বামী বিবেকানন্দ

476. Whatever you may do, do not sell yourself. Self-publicity is noxious but when you advertise your relatives as well, it becomes toxic to a fault. Have a modicum of civic propriety, some sense of shame !

477. Atmasthanandaji's very voice and delivery of speech bespoke of potent spirituality. He was a rare monk, indeed, even among the galaxy of his illustratious predecessors and compatriots. And he was recognised by all as such, and no less loved and revered as well.

478. Love, divine love free of fleshly desire is the way to God.

479. These sages and saints are our lighthouses in a tempestuous sea of delusion. We must steer our national ship guided by the light streaming from them.

480. The Avatar is the sun shining in the dark night of delusion.

481. We are gestating in the womb of the Mother. We shall be born when we attain liberation.

482. Biography is a failed document of the life of an individual. Personal recollections of varied individuals carry the imprint of the depicted one in terms of intimate varying perspectives. Autobiographical self-revelation of psychological undercurrents lend further insight into the depths of the personality. Letters reveal yet more of the person. Mere assortment of events in narrative form make not a life nor embellishments in the aforementioned elements lend comprehensiveness to a biographical study. The person studied in depth and superficially from varied angles eventually assumes wholeness in the understanding of the reader.

483. Prevent deforestation, promote afforestation.

484. Children should be taught patience by parents practising patience with each other instead of getting at each other's throats.

485. Bhakti is the welling up of the Spirit in love terms -- pure, blissful, all-embracing, all-encompassing love, free of pain save that of separation that tears souls apart and rushes them unto union.

486. When we as individuals improve, society all around improves with it. Hence, due self-culture and not pursuit of petty self-interest is the key to social regeneration.

487. One set of Bengal is uncultured, another set effeminate. Rare are the cultured in Bengal with a semblance of manhood yet in them. Bengal, thou hast sunk to thy worst decadence

488. The greatest person born after Swami Vivekananda was Mother Teresa.

489. Love is the deepest mantra that lends legitimacy to a union. Social sanction is a secondary consideration and pales before pure mutual adoration of souls.

490. The Missionaries of Charity work with the poorest of the poor where few dare to even enter, much less work. They behold in the poor the living Christ.

490. Hindus must be more earnest in their daily devotions like Muslims are. Sri Ramakrishna by way of relative reference had cited the utmost devotion of the Muslims to their religious practices in this regard.

491. If you make malicious personal remarks against me, you will be instantly blocked. Maintain civility of discourse. We hopefully are yet a civilised race and we ought to prove that in our daily demeanour.

492. Both Swamiji and Netaji were leftists of the Indian spiritual kind.

493. Fanaticism will not make us strong. Spiritual practice is necessary. Mere verbal abuse hurled at each other will weaken us further and precipitate limitless danger for our polity.

494. Today is the 250th birthday of one of the greatest sons of India, Raja Rammohan Roy.

[22 May, 1772 - 22 May, 2021]

495. Masses of fanatics do not make a nation, neither are they conducive to the well-being of Hinduism or the Hindu society en masse.

496. If hate could defend the Sanatan Dharma, Sri Ramakrishna would have hated as well. But he loved all and hated none. Let us follow him.

497. Hindus should observe their religion more religiously and in an enlightened manner at that instead of spewing venom at other proselytising religions like Islam and Christianity all the time. Negativity never yields good results in the long run and brings about decay. Hence, for the strengthening of the Sanatan Dharma Hindus ought to strengthen themselves through regular observance of their daily devotions.

498. আর কি বলি ? এই তো দেশের দশা !

499. Hate none, love all. Be strong enough to defend the weak. This world is divided into two categories of people : those that hurt and those that heal.

500. I am ashamed to see that instead of revering Raja Rammohan Roy today on his 250th birthday and 249th birth anniversary, all that some people did was to castigate him.

501. Another man of Gandhiji's stature may not be born in the world may be in a thousand years. We are blessed that such a soul trod the soil of this holy motherland of ours and was himself sanctified thus.

502. Karl Marx was one of the greatest intellectuals ever born on this planet. His ideas were not only revolutionary but revealing.

503. But for Friedrich Engels' support Marx might have perished of poverty, the flame of his genius snuffed out in bud.

504. India's best intellectuals are nearly all leftists. So, leftism cannot be all that bad.

505. I do not endorse the evil that capitalism is which humiliates the masses by reducing it to grinding poverty while indulging a few with the luxuries of life.

506. Ever since the far right has started asserting itself in the political sphere in India, culture is precipitously falling, nay, it is almost on a free fall.

507. NDTV is perhaps the only television channel of India with an international standing.

508. দুঃখ কিসের ? যার কোনো আশা নেই, তার তো হতাশা নেই |

509.