Wednesday, 25 September 2019

শ্রীযুক্ত স্বপনকুমার ঘোষ মহাশয়ের (Swapan Kumar Ghosh) সর্বজনকৃত অধোগামী রাজনৈতিক পোস্ট পরিহারের শুভ সংকল্পে সাধুবাদ জানিয়ে স্বীয় সংক্ষিপ্ত প্রতিবেদন

শ্রীযুক্ত স্বপনকুমার ঘোষ মহাশয়ের (Swapan Kumar Ghosh) সর্বজনকৃত অধোগামী রাজনৈতিক পোস্ট পরিহারের শুভ সংকল্পে সাধুবাদ জানিয়ে স্বীয় সংক্ষিপ্ত প্রতিবেদন
-----------------------------------------------------------------------

সঠিক সিদ্ধান্ত আপনার | সর্বান্তঃকরণে সমর্থন করি | নির্মোহ দৃষ্টিসম্পন্ন হয়ে বিবেক আশ্রয়পূর্বক অনাসক্তচিত্তে যে কর্মসম্পাদন করা যায়, তাই কর্মযোগের অন্তর্গত ও পরিশেষে মোক্ষমার্গে আকর্ষণকারী | এই সাধু প্রচেষ্টায় সফলকাম হোন, এই শুভকামনা করি | এখন আত্মকৃপার পালা কারণ গুরুকৃপা তো আছেই ছায়াসঙ্গীরূপে আলোকদিশারী হয়ে | জয় হোক !

সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment