Wednesday 25 September 2019

মায়ের বাড়ী যাচ্ছেন ?


মায়ের বাড়ী যাচ্ছেন ?

মায়ের বাড়ী ? মায়ের বাড়ী কি একটা ? এ শরীর মায়ের বাড়ী, এ মন মায়ের বাড়ী, মাতৃগর্ভ মায়ের বাড়ী, যে গৃহে থাকি, সে গৃহ মায়ের বাড়ী, বাগবাজারে মায়ের বাড়ী, ধরিত্রী মায়ের বাড়ী, বিশ্বব্রহ্মাণ্ড মায়ের বাড়ী | জগজ্জননী তিনি, কোথায় তিনি নেই ?

আছেন অন্তরে বাহিরে, স্থাবরজঙ্গমে | আছেন চৈতন্যে অনুস্যূত হয়ে, পরিব্যাপ্ত শক্তিরূপে | আছেন হৃদয়কন্দরে, মস্তিস্কে, সর্ব অঙ্গে, অণুতে পরমাণুতে বীজাকারে বিস্ফোরকরূপে | সর্বত্র মাতৃমন্দির, চতুর্দিকে মায়ের বাড়ী |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment