Wednesday 25 September 2019

ঐতিহাসিক হার !


ঐতিহাসিক হার !

এবিপি আনন্দের দূরদর্শনের পর্দায় ডঃ সুগত বসু যুক্তিতে বিধ্বস্ত হলেন চিত্রপরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়ের কাছে | উপায়ন্তর না দেখে ঐতিহাসিক এলোমেলো কথা দিয়ে প্রসঙ্গ চাপা দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করতে থাকেন | প্রাথমিক অপ্রীতিকর দুর্বাক্য প্রয়োগ করে যখন পরিচালক মহাশয়কে দমাতে পারলেন না, তখন চমৎকার সব অযৌক্তিক কথা বলে ও অবান্তর ভাবালুতায় ভরা নেতাজীসম্বন্ধিয় কথার অবতারনা করে এযাত্রা নিষ্কৃতি চান তিনি |

কিন্তু সে গুরে বালী ! শ্রীজিতের তীক্ষ্ণ তথ্যপূর্ণ যুক্তির সামনে টিকতে পারলেন না | অগত্যা সঞ্চালক মহাশয় (সুমন দে) হার্ভার্ডের গার্ডিনার চেয়ারে অধিষ্ঠিত ইতিহাসের অধ্যাপকের হয়ে ওকলতি শুরু করে দিলেন আর ইতিহাসবিদ তারই আড়ালে দাঁড়িয়ে কখনও পরাস্তের শেষ দম্ভের হাসি হাসলেন, কখনও বিক্ষেপশক্তি প্রয়োগের চেষ্টা করলেন, আবার কথনও ক্ষণিকের ন্যায় ক্ষীণ প্রতিবাদ করে উঠলেন অযৌক্তিকতার পরাকাষ্ঠা হয়ে | দেখে মনে হল শেষে, আজ মাৎ দিতে এসে ঘোর মাৎ খেয়ে গেলেন অধ্যাপক সুগত বসু ! আর মুখোমুখী হচ্ছেন না এই তীক্ষ্ণ মেধাসম্পন্ন মৃদুভাষী দৃঢ়চেতা চিত্রপরিচালকের সাথে |

শ্রীজিত যে কুরোসাওয়ার 'রাশোমন' এর ন্যায় ছবি বানাতে পারবেন না, এই সব অপ্রাসঙ্গিক কুকথার কোনো প্রতিবাদমাত্র না করে পরিচালক মহাশয় শুধু ধরিয়ে দিলেন সুগত বসুর যুক্তির ফাঁকগুলো | তাতেই কেল্লা ফতে !

অভিনেতা প্রসেনজিতের নেতাজী বিষয়ক জ্ঞানশূণ্যতার অপমানজনক কথা বলে বেচারা বসু কিছুই করে উঠতে পারলেন না | অবিচলিত ধৈর্য অবলম্বন করে অভিনেতা ও পরিচালক সংস্কৃতিসম্পন্নতার পরিচয় দিলেন আর ঐতিহাসিক তার ঠিক বিপরীত পরিচয়ই দিয়ে বসলেন, হয়ত স্বভাবদোষে নিজের অজান্তেই |

সত্যে স্থীত হলে যে তথাকথিত বিদ্যান বা পণ্ডিতকেও নাজেহাল করতে পারেন অপেক্ষাকৃত সাধারণ মেধাযুক্ত মানুৃষ, এবিপির এই পরিবেশনায় পরিষ্ফুট হয়ে উঠল আজ তাই |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment