Wednesday 25 September 2019

সুভাষিত মহাজাতি সদন

সুভাষিত মহাজাতি সদন

আহা দিগন্ত (Diganta Sengupta), এ কোন রচনা দিলে ? সম্ভ্রমে, বিস্ময়ে, শ্রদ্ধায় আজ আমি অবনতচিত্ত | কবির এই অপরিসীম প্রেম যে নায়কের শীষে আশীষরূপে বর্ষিত হল, সে কোন মহাপুরুষ দেশমাত্রিকার শৃঙ্খলমোচনে নরকায়ে আবির্ভূত ? আর কে এই কবি যাঁর বীণাসম বাণীরূপ আহ্বান বাংলাদেশের দিকে দিকে প্রবাহিত, রোমঞ্চিত করেছে ঘরে ঘরে অগণিত স্বদেশপ্রেমী মুক্তিকামী মানুষকে ?

বাংলার কবিই বটে আর বিরাট বাংলার নায়ক | কিন্তু উভেয়েই এই পরিধির বহু ঊর্ধে উঠে সমগ্র বিশ্বকে আলিঙ্গন করে বিশ্বমানবের শৃঙ্খলমোচনে নিজ নিজ কর্ম সম্পাদন করে গেছেন যার প্রভাব আজও প্রকাশ্য | বৌদ্ধিক, নান্দনিক জগতে কবির যে বিস্তার, বিপ্লবের ভীষণ পথে দেশনায়কের সমপ্রভাব |

কিন্তু আজ কবি ও দেশনায়ক উভয়ের যুগ্ম আবির্ভাব হোক বাঙালীর চিত্তে এক ঐকতানিক সুরমূর্ছনায় যার আন্দোলনে স্বদেশ আবার জাগবে, আর তারই সাথে জেগে উঠবে বিশ্ব সনাতন ভারতের শাশ্বত চেতনার সাম্যস্পন্দনে |

জয় হোক মাতৃভূমির, জয় মহাভারতের !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment