Wednesday 25 September 2019

ভাদ্রের প্রারম্ভে আষাঢ়ে গল্প

ভাদ্রের প্রারম্ভে আষাঢ়ে গল্প

১৯৪৫ এর ১৮ই অগষ্ট তাইহকু বিমান দুর্ঘটনায় ৭ জন যাত্রী প্রাণে বেচেঁ গিয়েছিলেন যার মধ্যে ৬ জনের জবানবন্দি ধরা আছে | একথা ঐতিহাসিক ডঃ সুগত বসু বললেন | কিন্তু তথ্যটি তো সর্বৈব ভুল | যাত্রীরা সকলেই বেঁচে গিয়েছিলেন, কেউ মারা যাননি এই বিমান দুর্ঘটনায়, একজনও না | কারণ বিমান দুর্ঘটনাই তো ঘটেনি আদপে | যে যার বহাল তবিয়তে ছিলেন ও ভাদ্রের প্রারম্ভে আষাঢ়ে গল্প ফাঁদতে ব্যস্ত ছিলেন, তাই আর ওড়ারও সুযোগ পাননি | উড়েছিল মাত্র সেদিন একটি গল্প যা আজও পাখা মেলে বেড়াচ্ছে বহু মানুৃষের চিত্তাকাশে |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment