' আমি মলে ঘুঁচিবে জঞ্জাল ' ... ২
অহঙ্কারই মানুষের সর্বনাশের মূল | এত দূর্ভোগ এই অহকারহেতু, তবু মানুষ একে ছাড়বে না, এমনই অজ্ঞানতা | যা নয় মানুষ, তাই নিয়ে বৃথা আস্ফালন, অযথা বিরম্বনা | আর যা তার স্বরূপ, তা তো ভুলেই বসে আছে, এমনই মায়ার আচ্ছাদন | এই নিয়েই জীবন, অজ্ঞানতার অশেষসুত্র, মুহূর্তমাত্র যার অবস্থান, যা প্রলম্বিতচেতনায় প্রতিভাত হয় প্রপঞ্চময় জগৎ রূপে | অহংবোধ এর মূলে, তাই একে ত্যাগ করা এতই দুষ্কর যতক্ষণ প্রাণশক্তির প্রাঙ্গনে অবস্থিত প্রাণী | অথচ, অহং ত্যাগ ছাড়া না আছে অগ্রগতি, না আছে শান্তি | তাই যৌগিক বিবর্তনের পন্থানিরূপণে ঋষি অহংনির্মূলসাধনার উপায় বলে দিয়েছেন | এই অহংনাশই সনাতন ধর্মের নিবৃত্তিমার্গের ব্যবহারিক মূল সাধনা যার লক্ষ্য মোক্ষলাভ |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment