------------------
স্বামীজী যখন বারংবার মা কালী ও মহাবীর হনুমানজীর পূজা করতে আহ্বান করেছেন দেশবাসীকে, তখন তিনি দেশবাসীর শৌর্য বীর্যকেই আহ্বান করেছেন | ক্ষাত্রবীর্যেরই প্রতীক স্বামীজী স্বয়ং ছিলেন ও ক্ষাত্রবীর্যের প্রকাশকেই তিনি দেশহিতের ক্ষেত্রে সর্বোচ্চ আবশ্যক বলে পরিগণিত করেছিলেন | তাই পুনঃ ক্ষাত্রবীর্য অবলম্বনপূর্বক ক্ষাত্রধর্ম পালনই স্বাদেশিকতার উৎকৃষ্ট মার্গ |
দেশসেবার উপায় দুর্বল কাপুরুষতা হতে পারে না | দেশসেবা বীরের ধর্ম | তাই সর্বতভাবে শক্তিমান হন ও মাতৃভূমির মুক্তিকল্পে জীবন উৎসর্গ করুন | দেশের জন্য প্রাণ বিসর্জন করা যত প্রয়োজন, দেশের জন্য বাঁচা তার থেকে কোন অংশে কম প্রয়োজন নয় | তাই জীবনমরণ উভয়ই দেশের জন্য উৎসর্গিকৃত হোক, আসুন, এই সংকল্প নিই ও বাস্তবে রূপায়ণ করি |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
স্বামীজী যখন বারংবার মা কালী ও মহাবীর হনুমানজীর পূজা করতে আহ্বান করেছেন দেশবাসীকে, তখন তিনি দেশবাসীর শৌর্য বীর্যকেই আহ্বান করেছেন | ক্ষাত্রবীর্যেরই প্রতীক স্বামীজী স্বয়ং ছিলেন ও ক্ষাত্রবীর্যের প্রকাশকেই তিনি দেশহিতের ক্ষেত্রে সর্বোচ্চ আবশ্যক বলে পরিগণিত করেছিলেন | তাই পুনঃ ক্ষাত্রবীর্য অবলম্বনপূর্বক ক্ষাত্রধর্ম পালনই স্বাদেশিকতার উৎকৃষ্ট মার্গ |
দেশসেবার উপায় দুর্বল কাপুরুষতা হতে পারে না | দেশসেবা বীরের ধর্ম | তাই সর্বতভাবে শক্তিমান হন ও মাতৃভূমির মুক্তিকল্পে জীবন উৎসর্গ করুন | দেশের জন্য প্রাণ বিসর্জন করা যত প্রয়োজন, দেশের জন্য বাঁচা তার থেকে কোন অংশে কম প্রয়োজন নয় | তাই জীবনমরণ উভয়ই দেশের জন্য উৎসর্গিকৃত হোক, আসুন, এই সংকল্প নিই ও বাস্তবে রূপায়ণ করি |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment