হলদিঘাটি
--------------
হলদিঘাটির রণভূমি আজ যোধগণে সমাগম,
রাজপুতরাজ সাজা দিবে আজ যবনেরে নরাধম |
অসির ঝঞ্ঝা বাজিছে রে ঐ, রণিছে বিপুল তাণ্ডব,
আজি প্রচণ্ড হানিবে আঘাত, নবযুগের এই পাণ্ডব |
চৌদিকে যত পরাধীন রাজ, মোগলের কিংকর,
তারই মাঝে জাগে প্রলয় নৃত্যে ভীম প্রলয়ঙ্কর |
মহাবিপ্লবে মহারাণা আজি যুঝিছে অরি বিপুল,
কুলপতিগণ, যুগবিভীষণ, দাঁড়ায়েছে প্রতিকুল |
ক্ষাত্রধর্ম বর্জন করি দেশদ্রোহী মানসিং,
স্বাধীনতা করি পন্যদ্রব্য, যবনপদে আসীন |
রাজপুত আজ হানে রাজপুতে, জয়চাঁদকুলবংশ,
নিঃশেষে করে জাতির পতন, রোধিবে কে মহাধ্বংস ?
বর্বরজাত, নৃশংস অতি, হানিছে ভারতভবিষ্যৎ,
মহাবাহো খোঁজে, প্রবলপ্রতাপ, চক্রব্যূহের পথ |
অসমযুদ্ধে রুধিরে সিক্ত রাজপুত কুলবীর,
মৃত্যুপতিত, ভূলুন্ঠিত হল কত সহস্র শীর |
চেতক তবে প্রভুরে লইয়া ছাড়িল যুদ্ধভূমি,
পণ করিলেন মহারাণা তায়, স্বদেশের মাটি চুমি,
" ফিরিয়া আসিব, লইব মেওয়ার, চিতোর জিনিয়া লব,
যবনেরে দেশ হতে বিতাড়িব, তথা তপস্বী রব |
শয়ন করিব অরণ্যতলে, তৃণফলমূল অন্ন,
রচি অভিযান নব নব রূপে, হইব না অবসন্ন |
যতদিন ঐ রাজধানী মোর চিতোর করি না জয়,
এ প্রতাপ রবে মাতৃবিয়োগে, জেনো জেনো নিশ্চয় |"
বহুদিন গেছে কালস্রোতে, বহু অভিযান ক্ষান্ত,
নরপুঙ্গব বিপ্লবী আজও রণে নাহি তবু ক্লান্ত |
চিতোর ভিন্ন সকল প্রদেশ প্রায় অধিগত আজি,
উদয়পুর নব রাজধানি, নবকলেবরে সাজি |
তবু প্রতিজ্ঞা পালন লাগি মহারাণা দৃঢ়চিত্ত,
চিতোরবিজয়ে প্রতিষ্ঠিবে মেওয়ারের অস্তিত্ব |
হলদিঘাটি আজ বহু পশ্চাতে, বহুবসন্ত ক্রান্ত,
অস্তগামী দিনমণি, তবু মহারাণা অশ্রান্ত |
আজিও চলিছে তপঃজীবন, ভূমিতলে নিশাযাপন,
তৃণগুল্মাদি দেহের সেবন, মাতৃমুক্তিপণ |
আজিও হানিছে বারে বারে রাণা, চিতোর করিতে জয়,
বরষে বরষে কাল কাটে, ঐ বজ্রশরীর ক্ষয় |
শেষে এক প্রাতে অরুণআলোয় নৃসিংহ হন লীন,
রেখে যান তাঁর স্বাধীন মেওয়ার, আর চিতোর পরাধীন !
রচনা : সুগত বসু (Sugata Bose)
--------------
হলদিঘাটির রণভূমি আজ যোধগণে সমাগম,
রাজপুতরাজ সাজা দিবে আজ যবনেরে নরাধম |
অসির ঝঞ্ঝা বাজিছে রে ঐ, রণিছে বিপুল তাণ্ডব,
আজি প্রচণ্ড হানিবে আঘাত, নবযুগের এই পাণ্ডব |
চৌদিকে যত পরাধীন রাজ, মোগলের কিংকর,
তারই মাঝে জাগে প্রলয় নৃত্যে ভীম প্রলয়ঙ্কর |
মহাবিপ্লবে মহারাণা আজি যুঝিছে অরি বিপুল,
কুলপতিগণ, যুগবিভীষণ, দাঁড়ায়েছে প্রতিকুল |
ক্ষাত্রধর্ম বর্জন করি দেশদ্রোহী মানসিং,
স্বাধীনতা করি পন্যদ্রব্য, যবনপদে আসীন |
রাজপুত আজ হানে রাজপুতে, জয়চাঁদকুলবংশ,
নিঃশেষে করে জাতির পতন, রোধিবে কে মহাধ্বংস ?
বর্বরজাত, নৃশংস অতি, হানিছে ভারতভবিষ্যৎ,
মহাবাহো খোঁজে, প্রবলপ্রতাপ, চক্রব্যূহের পথ |
অসমযুদ্ধে রুধিরে সিক্ত রাজপুত কুলবীর,
মৃত্যুপতিত, ভূলুন্ঠিত হল কত সহস্র শীর |
চেতক তবে প্রভুরে লইয়া ছাড়িল যুদ্ধভূমি,
পণ করিলেন মহারাণা তায়, স্বদেশের মাটি চুমি,
" ফিরিয়া আসিব, লইব মেওয়ার, চিতোর জিনিয়া লব,
যবনেরে দেশ হতে বিতাড়িব, তথা তপস্বী রব |
শয়ন করিব অরণ্যতলে, তৃণফলমূল অন্ন,
রচি অভিযান নব নব রূপে, হইব না অবসন্ন |
যতদিন ঐ রাজধানী মোর চিতোর করি না জয়,
এ প্রতাপ রবে মাতৃবিয়োগে, জেনো জেনো নিশ্চয় |"
বহুদিন গেছে কালস্রোতে, বহু অভিযান ক্ষান্ত,
নরপুঙ্গব বিপ্লবী আজও রণে নাহি তবু ক্লান্ত |
চিতোর ভিন্ন সকল প্রদেশ প্রায় অধিগত আজি,
উদয়পুর নব রাজধানি, নবকলেবরে সাজি |
তবু প্রতিজ্ঞা পালন লাগি মহারাণা দৃঢ়চিত্ত,
চিতোরবিজয়ে প্রতিষ্ঠিবে মেওয়ারের অস্তিত্ব |
হলদিঘাটি আজ বহু পশ্চাতে, বহুবসন্ত ক্রান্ত,
অস্তগামী দিনমণি, তবু মহারাণা অশ্রান্ত |
আজিও চলিছে তপঃজীবন, ভূমিতলে নিশাযাপন,
তৃণগুল্মাদি দেহের সেবন, মাতৃমুক্তিপণ |
আজিও হানিছে বারে বারে রাণা, চিতোর করিতে জয়,
বরষে বরষে কাল কাটে, ঐ বজ্রশরীর ক্ষয় |
শেষে এক প্রাতে অরুণআলোয় নৃসিংহ হন লীন,
রেখে যান তাঁর স্বাধীন মেওয়ার, আর চিতোর পরাধীন !
রচনা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment