-------------
'যত মত তত পথ' -- শ্রীরামকৃষ্ণের এই ব্রহ্মবাণীটি বড়ই ভ্রান্ত ব্যাখ্যার স্বীকার হয়েছে | তাই ২ + ৩ = ৬ অবলীলায় ২ × ৩ = ৬ এর সাথে ভ্রান্তিতে মিলেমিশে একাকার | ঠাকুর কি এমনটিই বোঝাতে চেয়েছিলেন তাঁর ওই ঐশী অভিব্যক্তির দ্বারা ? ভেবে দেখুন, শিক্ষার কী পরিহাস করছেন এই সব লঘূক্তির দ্বারা !
অবশ্য, বলা যেতে পারে যে ২ + ২ = ৪ এবং ২ × ২ = ৪ | অতএব, উপরোরক্ত গাণিতিক হিসাবটি তত্ত্বোপস্থাপনায় ভ্রমাত্মক ও ত্রুটিপূর্ণ | কিন্তু পক্ষান্তরে বলা যেতে পারে যে ২ + ২ = ৪ ও ২ × ২ = ৪ সিদ্ধান্তটি অনন্য ও বিশেষ এবং সাধারণ সিদ্ধান্ত নয় | অতএব, তার গাণিতিক যাথার্থ সর্বপ্রযোজ্য নয় | তাই, তা গাণিতিক নিয়মের ব্যতিক্রম, বিশেষ সিদ্ধান্ত বলে পরিগণিত হবে, কিন্তু সাধারণ নিয়মরূপে গ্রাহ্য হবে না | তাই, ২ + ৩ = ৬ ও ২ × ৩ = ৬ -- এই উদাহরণটি অনুপযুক্ত নয় মত-পথের সত্যাসত্য বিচার-বিশ্লেষণের ক্ষেত্রে | গণিতটির গূঢ় মর্মার্থ যিনি বুঝবেন, তিনিই অনুধাবন করবেন এই প্রতিবেদনটির নিগূঢ় তাৎপর্য |
জয় সর্বধর্মস্বরূপ সত্যবিগ্রহ শ্রীরামকৃষ্ণের জয় !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment