Monday, 9 December 2019

অনন্ত ও সান্ত


অনন্ত ও সান্ত
-------------------

জ্ঞান অনন্ত, তাই কর্মও অনন্ত সাধারণ দৃষ্টিতে কিন্তু ভক্তি সান্ত | ক্ষুদ্র মানবদেহ অবলম্বনেই তার যাথার্থ | ভক্তির প্রস্রবণ মানবহৃদয়ের অন্তরতম প্রকোষ্ঠে, যেখানে স্বচ্ছসলীলা ফল্গুর ন্যায় প্রেম ঊদ্ধলোকের আরাধনায় নিভৃতে ব্যাপ্ত | সান্ত হতে মধুর -- এই পরিব্যাপ্তি তার |

ক্ষুদ্রের মধ্যে প্রকাশ কিন্তু ক্ষুদ্রকে অতিক্রম করেই তার সার্থকতা | নিরাভরণার স্বাভাবিক সৌন্দর্যে যেমন তাঁর রূপের সীমাহীন প্রকাশ, ভক্তির সসীমতায়ই তার অসীমের আবাহন | বিগ্রহপূজা, গুরুপূজা, অবতারপূজা তাই বিধিসিদ্ধ | পৌরাণিক এই পদ্ধতি তাই বেদবিধির প্রকৃত পরিণতি, অপভ্রংশ নয় | হিন্দুর সভ্যতা তাই আজও চলমান সমৃদ্ধির পথে |

অনন্ত ও সান্তের সমন্বয়ে এই সভ্যতার পথপরিক্রমণ | দেহ থেকে দেহাতীত ভূমিতে উত্তরণ স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়মানুযায়ী সম্পন্ন হওয়াই উৎকৃষ্ট উপায় -- এই সিদ্ধান্তেই উপনীত হন সনাতন মুনিঋষিগণ | আজও সে ধারা অব্যাহত |

অনন্ত জ্ঞানে উত্তীর্ণ হওয়ার এই প্রকৃষ্ট পথ | যুগান্তকারী ধর্মের এই সিদ্ধান্ত অভ্রান্ত জানবেন | অতএব, নির্দ্বন্দচিত্তে অগ্রসর হন সধর্মপালনে ও স্বীয় সিদ্ধির দ্বারা জাতির জীবন পরিপুষ্ট করুন |

বন্দে মাতরম !

রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment