Sunday 5 May 2019

প্রীতিলতা ওয়াদ্দেদার (৫ মে, ১৯১১ --- ২৩ সেপ্টেম্বর, ১৯৩২)


প্রীতিলতা ওয়াদ্দেদার (৫ মে, ১৯১১ --- ২৩ সেপ্টেম্বর, ১৯৩২)

আজ প্রীতিলতা ওয়াদ্দেদারের শুভ জন্মদিন | ১৯১১ সালের এই দিনে যাঁর আবির্ভাব, মাস্টারদা সূর্য সেনের নির্দেশে যিনি পাহারতলী ইয়োরোপিয়ন ক্লাব অভিযানের সফল নেতৃত্ব দেন ও সংঘর্ষে গুলিবিদ্ধ হলে সায়ানাইড খেয়ে আত্মত্যাগ করেন, সেই বিরাঙ্গনার চরণে আজ আমার সশ্রদ্ধ প্রণাম | মাতৃমুক্তির সেই পুণ্যতিথিটি --- ২৩ সেপ্টেমবর, ১৯৩২ --- আজও স্বর্ণাক্ষরে লেখা আছে সকল স্বাধীনতাপ্রেমীর চিত্তে | মাত্র ২১ বছর বয়সে আত্মাহূত প্রীতিলতার স্মরণে আসুন আজ সমবেত হই চট্টগ্রামের সকল বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাপূর্ণ স্মরণে |

রচনা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment