Sunday 5 May 2019

" তিমির-অবগুন্ঠনে বদন তব ঢাকি "


" তিমির-অবগুন্ঠনে বদন তব ঢাকি "
-----------------------------------------------

" আমি সুভাষ বলছি | " বার্লিন থেকে এই বার্তা একদিন বাংলার বুকে আলোড়ন সৃষ্টি করেছিল | সমগ্র ভারত তার তরঙ্গে উদ্বেল হয়ে উঠেছিল | সুভাষচন্দ্রের মায়ের চোখে জল এসেছিল হারানো ছেলেকে, সুদূরে হলেও, ফিরে পেয়ে | আর যেদিন ইম্ফল-কোহিমার সীমানা পার হয়ে ভারতভূখণ্ডে এসে দাঁড়ালো নেতাজীর আজাদি সেনারা, সেদিন ভাগ্যের চূড়ান্ত পরিহাসের স্বীকার হলেন তাঁরা | প্রবল বর্ষণে ও যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতে আক্রান্ত হয়ে নেতাজীকে বাধ্য হয়েই পশ্চাদপসরণ করতে হল | বর্মা ছেড়ে সিঙ্গাপুর, সাইগন, তারপর ? কোথায় হারিয়ে গেলেন নেতাজী ? নাকি, স্বেচ্ছায় নিরুদ্দেশ হলেন ? কিন্তু কোনদিকে ? কোন পথে ? কে বলতে পারেন তাঁর পরবর্তি জীবন কোথায়, কিভাবে, কেন অতিবাহিত হল ?

আসুন, আমরা সেই পথপরিক্রমা করি ঘন কুয়াশায় ঢাকা যা, যাতে একদিন সত্যের আলোকে বলতে পারি সগৌরবে,
" এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার ?
আজি প্রাতে সূর্য ওঠা সফম হল কার ? | "

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
উদ্ধৃতির জন্য কৃতজ্ঞ   তাস্বীকার : শ্রীযুক্ত শৈলেশ দে ও গুরুদেব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর |

No comments:

Post a Comment