Monday, 27 May 2019

যোগ ও ভোগ ... ১


যোগ ও ভোগ ... ১
-------------------------

তমোগুণ দূর করতে উত্তম ভোগের আয়োজন করা আবশ্যক বলে অনেকে মনে করেন | কিন্তু অগ্নিতে গৃতাহুতি দিলে তা নির্বাপিত হয় না, বরং উত্তরোত্তর তা বেড়ে যায় | অতএব, ভোগ করে নি, পরে অমনিই যোগের আকাঙ্ক্ষা এসে পড়বে, এ চিন্তাধারা ভ্রান্ত ও নিছক বাতুলতা | শাস্ত্রনির্ধারিত পথ অবলম্বন করেই গুণের ক্রমবিবর্তন সম্ভব ও কালক্ষেপণে তমো-রজোকে অতিক্রম করে সত্তে উপনীত হওয়া যায় | ভোগের পথ কখনো সেই রাজপথে মিলিত হয় না | ভোগাকাঙ্ক্ষী মানুষ নিদ্রিত, স্বপ্নালু, তাঁরা এসব শাস্ত্রবাক্যের গূঢ়ার্থ অনুধাবন করতে পারেন না, তাই অদ্ভুত অর্থ করে বসেন শাস্ত্রসুত্রের ও বিপরীতবুদ্ধিসহায়ে বিভ্রান্ত হয়ে পড়়েন | চাই প্রাথমিক ভাবে ব্রহ্মচর্যসহায়ে আত্মচিত্তশোধন | তাহলেই শুভবুদ্ধির আলোকে শাস্ত্রার্থ হৃদয়ঙ্গম হবে ও যোগের রাজপথও দৃষ্টিগোচর হবে |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment